আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১৬২তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: মুসলিম বিশ্বের অধঃপতনের জন্য মূলত: উলামায়ে ‘সূরাই দায়ী। লোক দেখানো ইসলামের কথা বললেও হাক্বীক্বতে এরা ইহুদী নাছারার এজেন্ট। ইসলামের জন্য নয় বরং দুনিয়াবী স্বার্থ হাছীলের জন্য ইহুদী-খ্রীষ্টানের পক্ষে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করাই এদের মূল লক্ষ্য।

ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানু নাছীর, নূরে মুকাররম, হাবীবুল্লাহ আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদুহ্ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর সাপ্তাহিক মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, উলামায়ে ‘ছূ’রা ইহুদী নাছারা বেদ্বীন-বদদ্বীনদের খুশি করে ফায়দা হাছীলের লক্ষে মুসলমানদের ঈমান-আক্বীদা বিধ্বংসী কাজে লিপ্ত রয়েছে। যে কারণে ইসলামের হারাম গণতন্ত্র, নির্বাচন করা ভোটকে আমানত বলা, সৎ লোককে ভোট দেয় ওয়াজীব বলা, ছবি তোলা, হরতাল, টিভি চ্যানেলে প্রোগ্রাম করা, লংমার্চ, কুশপুত্তলিকা দাহ, বেপর্দা হওয়া, নারী নেতৃত্বের মত হারাম বিষয়গুলোকে জায়িয এবং ক্ষেত্র বিশেষে ফরয-ওয়াজীব বলেও প্রচার করছে। তার পাশাপাশি ইসলাম সমর্থিত ফরয-ওয়াজীব, সুন্নত-মুস্তাহাব তথা হালাল ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট সকল কিছু পবিত্র থেকে পবিত্রতম বলে বিশ্বাস করা, মীলাদ শরীফ পড়া ও ক্বিয়াম করা ইত্যকার অতীব বরকতপূর্ণ হালাল বিষয়কে হারাম, বিদয়াত, শিরক বলে প্রচার করাকে ঈমানী কাজ বলে সাব্যস্ত করছে।

তিনি বলেন, এদের উপর আল্লাহ পাক-এর নবী আলাইহিমুস সালাম, আওলিয়ায়ে কিরাম, ফেরেশতাকুল এবং তামাম মাখলুকাতের লা’নত তথা অভিসম্পাত। এরা ইবলিসের ন্যায় ধ্বংস প্রাপ্ত ও জাহান্নামী। ইবলিস একটি মাত্র আদেশ লংঙ্ঘন করে যদি চির অভিশপ্ত হয় তাহলে এরা আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শত সহস্র আদেশ লংঘন করে কতবড় অভিশপ্ত এবং কাফির হতে পারে তা খুব সহজেই অনুমেয়।

তিনি ইবলিসরূপি এসব উলামায়ে সূরা অপতৎপরতা ও ধোকা থেকে সকলকে সতর্ক থাকার এবং উলিল আমর তথা হক্বানী-রব্বানী অলি আল্লাহর ছোহবত ইখতিয়ারের মাধ্যমে হক্বের উপর দায়িম-কায়িম থাকার কোশেশ করার আহবান জানান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারী রো শনিবার রাজারবাগ শরীফ মুহম্মদিয়া জামিয়া শরীফের ক ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদানের মজলিশে ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উপস্থিত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নছীহত পেশ ও কৃতি ছাত্রদের ফলাফল প্রদান করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে ও আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ