আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ ‘কাছীদা শরীফ খাছ সুন্নত। কাছীদা শরীফ লিখা, পাঠ করা এবং শোনা সবই সুন্নত ও ইবাদত।’ ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, আওলাদে রসূল, মামদুহ্ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী মজলিসে আলোচনাকালে একথা বলেন। তিনি বলেন, কুরআন শরীফ হচ্ছে আল্লাহ পাক-এর কালাম আর হাদীছ শরীফ আল্লাহ পাক-এর হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ শরীফ। এসব মানুষ সহজে উপলব্ধি করতে পারেনা, বুঝতে পারে না। কিন্তু কাছীদা শরীফ হচ্ছে মানুষের কালাম। মানুষের রচিত বিষয় কাছীদা শরীফ যা খুব সহজেই মানুষের অন্তরে তাছির করে। তিনি বলেন, ইলমে আরুজি বা ছন্দ প্রকরণ সুন্নত। কিন্তু ইলমে মুছূকী তথা গান-বাজনার তালে পাঠ করা হারাম। তিনি বলেন, কাছীদা শরীফ পাঠ মুহব্বতের সাথে সম্পৃক্ত। রসম-রেওয়াজ পাঠ করলে হবে না। মুহব্বতের সাথে পাঠ করলে এর মধ্যে রূহানীয়ত পয়দা হয়ে থাকে যা মানুষের অন্তরে আল্লাহ পাক, আল্লাহ পাক-এর হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আউলিয়ায়ে কিরামের মুহব্বত সৃষ্টি করে। তিনি বলেন, যে সব কাছীদা শরীফ তত্ত্ব ও তথ্যমূলক, ভাল কথা সেগুলো ইলহাম-ইলকা তথা ইলমের লাদুন্নীর অন্তর্ভুক্ত। এটা এক ধরনের গায়িবী মদদ। হযরত হাছ্ছান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কাছীদা শরীফ পাঠ করতেন আর আল্লাহ পাক-এর হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্য দোয়া করতেন যেন তাঁকে রুহুল কুদুস দিয়ে সাহায্য করা হয়। তিনি বলেন, কাছীদা শরীফ স্বয়ং আল্লাহ পাক-এর হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতেন। কাজেই এর গুরুত্ব অপরিসীম। কাছীদা শরীফ শুনে একটা মানুষ গান-বাজনার মত হারাম বিষয় হতে বেঁচে থাকতে পারে। মাহ্ফিল সংবাদ উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার- ২০০৫ ঈসায়ী ডিওএইচএস ৬ নম্বর ব্লকে অব: লে: কর্ণেল জনাব মুহম্মদ আনোয়ার হুসাইন খান ছাহেবের বাসভবনে মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন। গত ১৭-০৯-২০০৫ ঈসায়ী, রোজ শনিবার, বারিধারা নতুন বাজার, জে ব্লক-এ পবিত্র শবে বরাত উপলক্ষে স্থানীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতেও হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন। এছাড়া গত ১৯-০৯-২০০৫ ঈসায়ী সোমবার রাজারবাগ শরীফে সুন্নতী জামে মসজিদে বিপুল উৎসাহ ও উদ্দীপনায়, হযরত মামদুহ্ মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়ম মাফিক ইবাদত-বন্দিগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়। এতে সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত, মুরীদানগণ উপস্থিত হন। তারা এদিন রোজা রাখেন ও দরবার শরীফে ইফতার করেন।
আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ