আল বাইয়্যিনাত প্রতিবেদন: ‘যাদের ক্বলব জারী নেই, যারা ইছলাহপ্রাপ্ত নয়, বরং সর্বদা হারাম কাজে মশগুল; তারা কখনো উলিল আমর (আদেশ দাতা) হতে পারে না। বরং তারা উলামায়ে ‘ছূ।’ তাদের আদেশ-নিষেধ, ফতওয়া মানা সম্পূর্ণরূপে হারাম।’
ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, আওলাদে রসূল, হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিসে আলোচনাকালে একথা বলেন।
কুরআন শরীফের আয়াত শরীফ উদ্বৃত করে তিনি বলেন, “আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা আল্লাহ পাক, তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর (আদেশ দাতা) তাঁদের আনুগত্য করো।” উলিল আমরের সর্বনিম্ন যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর ক্বলব জারী থাকতে হবে, ইছলাহ প্রাপ্ত হতে হবে।’
প্রসঙ্গত: তিনি বলেন, যাদের ক্বলব জারী আছে, তারা হারাম কাজে লিপ্ত হবে না। যদি কারো ক্বলব হাক্বীক্বীভাবে জারী হয়েই থাকে তাহলে তার কোন গুনাহ হয়ে গেলেও পরক্ষণে সে হালালের দিকে, নেক কাজের দিকে ধাবিত হবে। কিন্তু বর্তমানে যারা তথাকথিত আলিম রয়েছে, তারা পর্যায়ক্রমে হালাল থেকে হারামের দিকে বেশী মাত্রায় মশগুল হচ্ছে। তারা ছবি তুলছে, বেপর্দা হচ্ছে। এক কথায়, তারা সমস্ত হারাম কাজই একটার পর একটা করে যাচ্ছে। কাজেই তাদের ক্বলব জারী নেই। তারা ইছলাহ প্রাপ্ত নয়। তারা নফস শয়তানের অনুসারী।
তিনি বলেন, এই যুগে যদি কেউ উলামায়ে ‘ছূ’দের অপতৎপরতা থেকে বেঁচে নিজের ঈমান-আক্বীদা হিফাযত করে সঠিক ইসলামের উপর চলতে চায় তাহলে অবশ্যই তাকে মাসিক আল বাইয়্যিনাত খুব চিন্তা-ফিকির করে বার বার পড়তে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। কুরআন শরীফ-এর আয়াত শরীফ উদ্বৃত করে তিনি বলেন, “আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, সমস্ত জ্বিন-ইনসান একত্রিত হয়েও পরস্পর পরস্পরকে সাহায্য করার পরেও তারা কুরআন শরীফ-এর অনুরূপ কোন কিতাব আনতে পারবে না।” মাসিক আল বাইয়্যিনাত এ আয়াত শরীফের মিছদাক।
তিনি বলেন, এ পত্রিকার মধ্যে ওহাবী, খারিজী, রাফিজী, মুতাজিলা, বাতিল ফিরক্বা, বাতিল আক্বীদার যারা রয়েছে, তাদের যে সমস্ত ভুলত্রুটি গুলির দলীল-আদিল্লাহ ভিত্তিক জাওয়াব দেয়া হয়ে থাকে, তাদের হাক্বীক্বত প্রকাশ করা হয়ে থাকে তা সকল বাতিলপন্থীরা একত্রিত হয়ে ক্বিয়ামত পর্যন্ত কোশেশ করলেও আমাদের পত্রিকার লিখা খণ্ডন করে এর অনুরূপ দলীল-আদিল্লাহ ভিত্তিক সঠিক জাওয়াব দিতে পারবে না ইনশাআল্লাহ।
তিনি বলেন, কুরআন শরীফ, হাদীছ শরীফ-এর অনুরূপ যেমন কোন কিতাব আনা সম্ভব নয়, তদ্রুপ কুরআন শরীফ, হাদীছ শরীফ অনুসরণ করে লিখার কারণে আল্লাহ পাক-এর রহমতে মাসিক আল বাইয়্যিনাত-এর মত কোন কিছু লিপিবদ্ধ করাও তাদের পক্ষে ক্বিয়ামত পর্যন্ত কখনই সম্ভব হবে না ইনশাআল্লাহ।
আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ