আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ ওহাবী, খারিজী, বিদয়াতীরা হচ্ছে “আবু লাহাব এবং তার দুই হাত ধ্বংস হয়েছে”-এ আয়াত শরীফের মিছদাক। তারা হক্বের বিরোধীতা করতে গিয়ে স্বয়ং আল্লাহ পাক-এর হাবীব আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরোধীতা করছে। আর আল্লাহ পাক-এর হাবীব এর বিরোধীতাকারীরা মালউন তথা চির লা’নত প্রাপ্ত, কাট্টা কাফির এবং চির জাহান্নামী। ইমামে আ’যম, মুাযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফ-এর মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিশেষ মজলিশে আলোচনাকালে একথা বলেন। উল্লেখ্য, গত ২ জুন বৃহস্পতিবার থেকে ১৭জুন শুক্রবার পর্যন্ত ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী সম্মানিত আহলে বাইতসহ দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে ১৬ দিনের বিশেষ সফর করেন। ২-৩ জুন বৃহস্পতিবার ও শুক্রবার মাদারীপুর হোটেল সুমন-এ অবস্থান, তালিম- তালকীন ও বাইয়াত প্রদান করেন। ২ জুন বৃহস্পতিবার মাদারীপুর পৌরসভা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ জুন শুক্রবার, পোস্ট অফিস জামে মসজিদে মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী জুমার নামায পড়ান। ৪, ৫ জুন শনি ও রবিবার ঝালকাঠিতে এ্যাডভোকেট মুহম্মদ গোলাম কিবরিয়া ঝন্টু ছাহেবের বাসভবনে অবস্থান তালিম-তালকিন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ৪ জুন শনিবার ঝালকাঠি আনছার ক্যাম্প মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৬-৭ জুন সোমবার, ও মঙ্গলবার বরিশালের হোটেল প্যারাডাইস-এ অবস্থান, তালিম-তালকীন ও বাইয়াত প্রদান করেন। ৬ জুন বাশার, বানারীপাড়া বড়বাড়ী সংলগ্ন মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৮-৯ জুন বুধ, বৃহস্পতিবার যশোরের চাচড়ায় এ্যাডভোকেট কামরুজ্জামান দুর্বার সাহেবের বাসভবনে অবস্থান, তালিম-তালকীন ও বাইয়াত প্রদান করেন। ৮ জুন দুর্বার সাহেবের বাসভবন সংলগ্ন মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১০-১৩ জুন, শুক্র, শনি, রবি ও সোমবার খুলনাস্থ জনাব কাওছার জামান বাবলা সাহেবের এ্যাজাক্স জুট মিলের রেস্টহাউসে অবস্থান, তালিম-তালকীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১০ জুন, শুক্রবার জুটমিল মসজিদে জুমার নামায অনুষ্ঠিত হয়। ঐ দিন জুটমিলের সামনে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ জুন বাগেরহাট জেলার রামপালে মসজিদ মাদ্রসা ও ইয়াতিমখানা কমপ্লেক্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৪-১৫ জুন মঙ্গল ও বুধবার কুষ্টিয়ার হোটেল আল আমিন আবাসিক এ অবস্থান, তালিম-তালকিন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১৪ জুন মঙ্গলবার পাবলিক লাইব্রেরী মাঠে ওয়াজ ও মাহফিল। ১৬-১৭ জুন বৃহস্পতি ও শুক্রবার ঝিনাইদহ সুইট হোটেলে অবস্থান, তালিম-তালকিন ও বাইয়াত। ১৬ জুন বৃহস্পতিবার পাগলা কনোই মতলবুর রহমান হাই স্কুল মাঠে ওয়াজ শরীফ। ১৭ জুন শুক্রবার ভূটিয়ার গাতি জামে মসজিদে জুমার নামায পড়ান। এসব মাহফিল স্থানীয় জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন এবং মসজিদে জুমার নামায পড়ান। এসব মাহফিলে খাছ পর্দার সাথে বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী ইমামাতুছ সিদ্দীক্বা, কায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দাজিল্লুহাল আলিয়া-এর নিকট খাছ পর্দার সাথে তালিম-তালকীন গ্রহন করেন। এসব জেলায় অনেক শক্তিশালী মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়।
আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ