আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১৩৫তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ শরীয়তের বিধান মতে যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করে তারা কাফিরের অন্তর্ভুক্ত। সে মতে বর্তমানে যারা উলামায়ে ‘ছূ’ রয়েছে, যারা বলে থাকে, “এখন আধুনিক যুগে এত পর্দা লাগেনা, এখন জ্ঞান অর্জনের জন্যে টেলিভিশন দেখার প্রয়োজন রয়েছে, টিভি চ্যানেলে প্রোগ্রাম করা নাজায়িয নয় ইত্যাদি” তারা উছূল মুতাবিক হারামকে হালালকারী। কাজেই তারাও কাফিরের অন্তর্ভুক্ত। ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এক আলোচনা মজলিশে একথা বলেন। তিনি বলেন, বর্তমান উলামায়ে ‘ছূ’রা দুনিয়া তথা টাকা-পয়সা উপার্জনের জন্যেই যদি এসব হারামকে হালাল, হালালকে হারাম ফতওয়া দিয়ে থাকে, নিজেরা আমল করে থাকে তাহলে তাদের মুসলমান পরিচয় বাদ দিয়ে ইহুদী-খ্রীষ্টান হয়ে গেলেই পারে। তাহলে আরো বেশী টাকা-পয়সা পাবে, দুনিয়া বেশী করে কামাই করতে পারবে। মূলতঃ হারাম খেয়ে-পরে, হারাম কাজ করতে করতে এদের উপর আল্লাহ পাক-এর লা’নত পড়ে গেছে। যে কারণে এরা এখন প্রকাশ্যে হালালকে হারাম, হারামকে হালাল ফতওয়া দিয়ে নিজেরা আমল করে গোমরাহ হয়েছে এবং আম মানুষকেও গোমরাহ করছে। এদের কাছে এখন হারাম বলে আর কিছুই নেই। সমস্ত  হারামই এদের কাছে হালাল বলে বিবেচিত। তিনি বলেন, এরা আশাদ্দুদ্ দরজার জাহিল, গোমরাহ, তথা হাক্বীক্বতে কাফির। কাজেই এদের ধোকা, প্রতারণা তথা এদের লিখনী, বক্তব্য ইত্যাদি পড়া ও শোনা এবং এদের সান্নিধ্য থেকেদূরে থেকে হক্কানী-রব্বানী ওলী আল্লাহর ছোহবত অর্জনের মাধ্যমে হক্ব জেনে সে অনুযায়ী আমল করা এবং হক্বের উপর ইস্তিকামত থাকা সকলের জন্যেই ফরয-ওয়াজিব। তিনি আরো বলেন, আরেকটি মহল রয়েছে, যারা বলে, ‘সারাবিশ্বে এক দিনে ঈদ করতে হবে’- তাদের একথাও নেহায়েত অজ্ঞতা ও মূর্খতাসূচক।  এছাড়াও রমযান মাসে তারাবীহ্র নামায জামায়াতে আদায় করা, মহিলাদের ঈদগাহে ও মসজিদে জামায়াতের উদ্দেশ্যে যাওয়া সর্বোতভাবেই মাকরূহ তাহরীমী আর খাছ ফতওয়া হচ্ছে কুফরী। এসব হারাম কাজ থেকে বেঁচে থাকা সকলের জন্যই ফরয-ওয়াজিব। ইফতার মাহ্ফিল উল্লেখ্য, পবিত্র রমযানুল মুবারক উপলক্ষে বিভিন্ন জেলায় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ