আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ         

সংখ্যা: ১৩৩তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ উছীলা হচ্ছে একটি বড় মাকাম। আর সে উছীলার উছীলা হচ্ছেন হক্বানী-রব্বানী আউলিয়ায়ে কিরাম-পীরানে ত্বরিকত-তথা পীর ছাহেব ক্বিবলা।

ইমামে আয’ম, মুযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, আওলাদে রসূল রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিসে আলোচনা কালে একথা বলেন।

 তিনি বলেন, আল্লাহ পাক এর রহমত সব সময় উছীলা তালাশ করে থাকে। আর আল্লাহ পাক- এর রহমতও আল্লাহ পাক-এর ওলীগণের নিকটে রয়েছে। আল্লাহ পাক-এর ওলীগণের ছোহবতে গেলে সে রহমত লাভ হয়। তাঁদের নিকট বায়াত হয়ে জিকির-ফিকির এবং ছোহবত এখতিয়ার  করলে অন্তরে ইখলাস পয়দা হয়। যার দ্বারা আল্লাহ পাক এবং তাঁর হাবীব আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এবং আউলিয়ায়ে কিরামগণের মুহব্বত-মারিফত, সন্তুষ্টি-রেযামন্দি হাছিল হয়ে থাকে।   তিনি বলেন, আলোচ্য মুহব্বত-মারিফাত হাছিল হলে আল্লাহ পাককে মেছালী ছূরতে দেখে দেখে ইবাদত-বন্দেগী করা যায়। এটা ইহসানের একটি স্তর।

তিনি বলেন, নামায, রোযা, হজ্জ্ব, যাকাত তখনই উছীলা হবে যখন এর মধ্যে ইখলাছ থাকবে। অন্যথায় এসব কখনই উছীলা হবেনা। চট্টগ্রাম জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত প্রতিনিধি দলের সাক্ষাত: এদিকে গত ১৩ আগস্ট/২০০৪ ঈসায়ী তারিখে চট্টগ্রাম জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কার্যনির্বাহী মজলিস সহ একটি প্রতিনিধি দল খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত্ তরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহ্ইস্ সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাতুল ইসলাম, আওলাদে রসূল, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর মুবারক খানকা শরীফে তাঁর ছোহবতে হাযির হন এবং চট্টগ্রাম জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সার্বিক অবস্থা বর্ণনা করেন। হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তাদেরকে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিসের করণীয় দিক সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দান করেন। চট্টগ্রাম আঞ্জুমানে আল বাইয়্যিনাত প্রতিনিধি দল সর্বান্তকরণে তা গ্রহণ করেন, বিশেষভাবে অনুপ্রাণিত হন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট/২০০৪ ঈসায়ী, সোমবার, রংপুরের মাহিগঞ্জে  এক দিনের সফর অনুষ্ঠিত হয়। জনাব কাওছার জামান বাবলা ছাহেবের পাট গুদামে অনুষ্ঠিত মীলাদ শরীফ ও দোয়ার মাহফিলে মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ