আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৩১তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আল্লাহ পাক-এর রহমত ব্যতীত কোন নেককাজ করা সম্ভব নয় এবং গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়।       ইমামুল আইম্মা, ইমামে আযম, মুজাদ্দিদে আযম, হাবীবে আযম, আওলাদে রসূল, মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাতের মজলিশে প্রধান অতিথির বয়ানে একথা বলেন।

তিনি বলেন, আল্লাহ পাক রহমান, রহীম, গাফ্ফার, ছাত্তার, আর আল্লাহ পাক-এর হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতুল্লি আলামীন তথা সমস্ত আলমের জন্যে রহমত স্বরূপ। আর আল্লাহ পাক-এর যারা অলি রয়েছেন তাঁদের নিকটেও আল্লাহ পাক-এর রহমত রয়েছে।

তিনি বলেন, সে রহমত পেতে হলে আল্লাহ পাক-এর কাছে যেতে হবে, আর আল্লাহ পাক-এর কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব নয় আল্লাহ পাক-এর হাবীব ব্যতীত, আর আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব নয় যারা আল্লাহ পাক-এর অলী তাঁদেরকে ব্যতীত।

তিনি বলেন, মূলত: আল্লাহ পাক-এর ওলীদের মাধ্যম হয়ে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাধ্যম হয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছতে হবে। তাহলেই রহমত হাছিল করা সম্ভব হবে।

তিনি বলেন, বাতিল ও গোমরাহ ফিরকার যে গোমরাহী রয়েছে, তাদের থেকে বেঁচে থেকে  আল্লাহ পাক ও তাঁর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি অর্জন করতে হলে এবং আল্লাহ ওয়ালাদের ছোহবত এখতিয়ার করতে হলে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ করে মাসিক আল বাইয়্যিনাত নিয়মিত পাঠ করতে হবে। তাহলে সকলের পক্ষে রহমত এবং সন্তুষ্টি হাছিল করা সহজ এবং সম্ভব হবে।        উল্লেখ্য, গত ২৯ মে শনিবার শাহজাদপুর খিলবাড়ীরটেক, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ জুন, শুক্রবার, দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদে ঈসালে ছওয়াব ও দোয়ার মাহফিল এবং ১৮ জুন, শুক্রবার সিপাইবাগ ক্লাব সংলগ্ন হাজ্বী মুহম্মদ তালেব আলী ছাহেবের ভবনে ঈসালে ছওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ