সাইয়্যিদুল আইয়াদ, ঈদে আকবর ও ঈদে আ’যম পবিত্র ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে খুশী প্রকাশ করা, তা পালন করা এবং এ দিন সম্পর্কে জানা সকলের জন্যেই ফরয-ওয়াজিব। ইমামুল আইম্মা, মুইহ্ইস্ সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর আলোচনা মজলিশে একথা বলেন। উল্লেখ, গত ৫ মে মালিবাগ চৌধুরীপাড়া ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ওয়াজ শরীফ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এতে প্রধান অতিথির বয়ান রাখেন। এছাড়া গত ৮মে থেকে ১৩মে পর্যন্ত কুমিল্লা ও চাঁদপুরে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আহলে বাইতসহ ছয়দিনের এক বিশেষ দ্বীনি তা’লীমি সফর করেন। ৮, ৯, ১০মে শনি, রবি, ও সোমবার তিনদিন মডার্ণ স্কুল মোড়ে অবস্থিত আশিক রেষ্ট হাউজে অবস্থান করে তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। ৮ তারিখ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১১, ১২, ১৩মে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চাঁদপুরে প্রফেসর পাড়াস্থ ইঞ্জিনিয়ার মুহম্মদ রফিক ছাহেবের বাড়ীতে তিনদিন অবস্থান করে তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। ১১ তারিখ মঙ্গলবার চাঁদপুর হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসব সফরে সাইয়্যিদাতুন্ নিসা, হাবীবাতুল্লাহ, কায়িম-মক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া আগত হাজার হাজার স্থানীয় মহিলা ও ছাত্রীদের তা’লীম-তালক্বীন প্রদান ও ওয়াজ-নছীহত করেন। এরপর খানকা শরীফ হতে সাউণ্ড বক্সের মাধ্যমে খাছ পর্দার মাঝে অবস্থানরত মহিলা ও ছাত্রীদের বাইয়াত করা হয়। পরে তাদের মধ্যে মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠন করা হয়। উল্লেখ্য, ৮মে হতে ২৫মে পর্যন্ত ১৮ দিনের দীর্ঘ সফরের কর্মসূচী থাকলেও স্মরণকালের প্রচণ্ড গরমে মহিলা ও পুরুষ সফর সঙ্গীদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও বি-বাড়িয়ার সফর স্থগিত করা হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে সুবিধা জনক সময়ে এসব স্থানে বিশেষ সফর হবে বলে জানা গেছে।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ