আশুরা মিনাল মুহররম হচ্ছে আক্বীদা ও আমল বিশুদ্ধ করার দিন। এ দিনের মূল শিক্ষা হচ্ছে আক্বীদা ও আমল বিশুদ্ধ করার পাশাপাশি হক্বের উপর ইস্তিকামত থাকা। ইমামুল আ’ইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লূহুল আলী আশুরা মিনাল মুর্হরম উপলক্ষে আঞ্জুমানে আল বাইয়্যিনাতের মজলিসে প্রধান অতিথির বয়ানে একথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে তথা সারা বিশ্বেই আশুরা উপলক্ষে তথাকথিত ওয়ায়েজীনদের মধ্যে নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সম্পর্কে কুফরী আক্বীদা প্রচারের প্রতিযোগিতা শুরু হয়। তারা হযরত আদম আলাইহিস্ সালাম ভুল করেছেন, হযরত ইউনূস আলাইহিস্ সালাম আল্লাহ্ পাক-এর নাফরমানি করেছেন। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু খিলাফতের ক্ষেত্রে স্বজন প্রীতি করেছেন ইত্যাদি লক্ষ-হাজারো কুফরী আক্বীদা প্রচার করে থাকে।
তিনি বলেন, তারা মূলতঃ বাতিল, গোমরাহ ও লা’নতগ্রস্থদের অন্তর্ভুক্ত। তাদের কুফরী আক্বীদা ও আমল থেকে হিফাযত থেকে হক্ব ওলীআল্লাহ্র ছোহবত ইখতিয়ার করে আক্বীদা ও আমল বিশুদ্ধ করে হক্ব মত ও পথের উপর ইস্তিকামত থাকতে পারলেই কামিয়াবী হাছিল করা সম্ভব।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী, শনিবার’০৪ ঈঃ হতে ২৫ ফেব্রুয়ারী বুধবার’০৪ ঈঃ পর্যন্ত ইমামুল আ’ইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লূহুল আলী আহলে বাইতসহ উত্তরবঙ্গের ৭ জেলা যথাক্রমে সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড় ও বগুড়ায় ২০ দিনের এক বিশেষ দ্বীনি তা’লীমী সফর করেন।
উল্লেখ্য, ৭ ও ৮ ফেব্রুয়ারী শনি ও রবিবার ২দিনের বিশেষ সফরে তিনি সিরাজগঞ্জের বানিয়াপট্টিতে অবস্থিত হোটেল সনি ইন্টাঃ এ আহলে বাইত ও মুরিদ মুদাক্বিদ সহ অবস্থান ও তা’লীম-তালক্বীন প্রদান করেন। তিনি ৭ ফেব্রুয়ারী শনিবার, চক শিয়াল কোল, সার্কিট হাউজের বিপরীতে মুহম্মদ নূরুল্লাহ খন্দকার ছাহেবের বাড়ীর সম্মূখের মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন।
৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী, সোম, মঙ্গল ও বুধবার চাঁপাইনবাবগঞ্জের হোটেল স্বপ্নপূরীতে ৩ দিন ব্যাপী অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ৯ ফেব্রুয়ারী সোমবার, চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন। ১০ ফেব্রুয়ারী, মঙ্গলবার, নাচোল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি প্রধান অতিথির বয়ান রাখেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী বিকালে হযরত শাহজাদা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও স্থলবন্দর এবং ২৫ ফেব্রুয়ারী বগুড়ার মাঝিড়া এলাকার বিশেষ স্থান পরিদর্শন করেন। ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী, বৃহস্পতি, শুক্র ও শনিবার বিশেষ তা’লিমী সফরে লালমনিরহাটের হোটেল অতিথিতে অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পুরান বাজার বাসস্ট্যান্ড, লালমনিরহাটে ওয়াজ ও দোয়ার মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।
১৩ ফেব্রুয়ারী, শুক্রবার কুলাঘাট জামে মসজিদে তিনি জুমুয়ার বয়ান পেশ ও নামাযে ইমামতি করেন। ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারী, রবি, সোম ও মঙ্গলবার, কুড়িগ্রাম জেলার কৃষ্ণপুর দালালীপাড়া জনাব মুহম্মদ নূর ইসলাম নূরু ছাহেবের বাড়ীতে তিনদিন ব্যাপী অবস্থান, তা’লীম তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। ১৫ ফেব্রুয়ারী রবিবার খলিলগঞ্জ হাইস্কুল মাঠ, কুড়িগ্রামে ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি প্রধান অতিথির বয়ান পেশ করেন। ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারী, বুধ, বৃহস্পতি ও শুক্রবার, দিনাজপুর ঈদগা আবাসিক এলাকায় জনাব লেবু ছাহেব-এর বাড়ীতে অবস্থিত খানকা-ই-মুহম্মদিয়ায় তিনদিন ব্যাপী আহলে বাইত সহ অবস্থান ও তা’লীম-তালক্বীন প্রদান করা হয়। ১৮ ফেব্রুয়ারী, বুধবার ২নং উপশহরস্থ মুহম্মদিয়া নূরীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঈসালে ছওয়াবের মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন। ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনাজপুরের লোক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি প্রধান অতিথির বয়ান পেশ করেন। ২১, ২২, ও ২৩ ফেব্রুয়ারী, শনি, রবি ও সোমবার পঞ্চগড়ে তিনদিনের সফরে হোটেল রাজনগর-এ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী হোটেল প্রিতম-এ পুরুষ সফর সঙ্গীগণ অবস্থান করেন। ২২ ফেব্রুয়ারী রবিবার শেরে বাংলা পার্ক চত্ত্বরে অনুষ্ঠিত মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারী, মঙ্গল ও বুধবার বগুড়ায় ২ দিনের এক বিশেষ সফরে বগুড়া তিনমাথা মাটিডালির মোড়ে অবস্থিত মোটেল এম এইচ ক্যাসেলে অবস্থান করে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভাই পাগলা মাজার সংলগ্ন বাইতুর রহম জামে মসজিদে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।
উল্লেখ্য, এসব সফরে ইমামাতুছ্ ছিদ্দীক্বা, সাইয়্যিদাতুন্ নিসা, ক্বায়িম-মক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া খাছ পর্দার সাথে মহিলা খানকা শরীফে আগত হাজার হাজার মহিলা ও ছাত্রীদেরকে দ্বীনি বিষয়ে তা’লীম-তালক্বীন প্রদান ও বিশেষ ওয়াজ-নছীহত করেন। হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর ছোহবত প্রত্যেক মহিলাকেই দারুণভাবে পুলকিত করে। সকলের মাঝে এক ব্যতিক্রমধর্মী দ্বীনি জজবা তৈরী হয়। এই সফরে পুুরুষ আঞ্জুমানের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও ইফ্তার মাহ্ফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ