আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

সংখ্যা: ১২২তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ মি’রাজ শরীফের মূল শিক্ষা ছোহবত। প্রত্যেককেই উলীল আমর তথা হক্কানী ওলী আল্লাহ্গণের ছোহবতের মাধ্যম দিয়ে আল্লাহ্ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ছোহবত ও দীদার, তাঁর মাধ্যম দিয়ে আল্লাহ্ পাক-এর ছোহবত ও দীদার হাছিল করতে হবে। তাছাউফের ভাষায় যাকে ফানা ফিশ শায়খ,  ফানা ফির রসূল, ফানা ফিল্লাহ্ বলা হয়ে থাকে। ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, আওলার্দু রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী পবিত্র মি’রাজ শরীফের আলোচনায় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে একথা বলেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১৩ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আহলে বাইতসহ মুন্সিগঞ্জে ৩ দিনের এক বিশেষ তা’লীমী সফর করেন।   সফরের ১ম দিন ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাদ মাগরিব সিপাইপাড়া বাজারের সামনে আঞ্জুমানে আল বাইয়্যিনাত মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহ্ফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন। ১২ সেপ্টেম্বর, শুক্রবার পানাম হাইস্কুল সংলগ্ন মোল্লা বাড়ী জামে মসজিদে তিনি জুমুয়ার বয়ান পেশ করেন এবং নামায পড়ান।  একই দিন বাদ মাগরিব পানাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহ্ফিলে তিনি প্রধান অতিথির বয়ান পেশ করেন। ১৩ সেপ্টেম্বর/২০০৩ ঈসায়ী, শনিবার, সুলতান শনির নতুন বাড়ীতে এবং উক্ত বাড়ীস্থ খানকা শরীফে পুরুষদের তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন।  এছাড়া এ সফরের প্রতিদিনই নির্দিষ্ট সময়ে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আগত স্থানীয় হাজার হাজার পুরুষ ও ছাত্রদেরকে তা’লীম-তালক্বীন, নছীহত ও বাইয়াত প্রদান করেন।

উল্লেখ্য, এ সফরে মহিলাদের বিশেষ তা’লীম প্রদানের উদ্দেশ্যে ইমামাতুছ্ ছিদ্দীকা, কায়িম মক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ্ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া আহলে বাইতসহ মুন্সিগঞ্জের রামপাল, জোড়ার দেউল, চালতাতলা সিএন্ডবি রোড সংলগ্ন মুহম্মদ সুলতান শনির নতুন বাড়ীতে তাশরীফ নেন। সেখানে তিনি আগত হাজার হাজার মহিলাদের ৩ দিনব্যাপী বিশেষ তা’লীম-তালক্বীন প্রদান ও ওয়াজ-নছীহত করেন। পরে সাউন্ড বক্সের মাধ্যমে আওলার্দু রসূল হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী কর্তৃক নীচে অবস্থিত খানকা শরীফ হতে তাদের বাইয়াত প্রদান করা হয়।

মুন্সিগঞ্জে হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর তা’লীম-তালক্বীন মহিলাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ সফরে কয়েক সহস্র মহিলা ও ছাত্রী হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট তা’লীম গ্রহণ করেন এবং তারা মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাতও গঠন করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও ইফ্তার মাহ্ফিল সংবাদ 

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ