আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১২১তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ রহমত, বরকত ও ছাকিনার মজলিশ।   ইমামুল আ’ইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে প্রধান অথিতির বয়ানে একথা বলেন।

তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ আল্লাহ্ ওয়ালা হওয়ার মজলিশ। হাক্বিক্বী মুসলমান হওয়ার মজলিশ।    উল্লেখ্য, গত ৩ আগস্ট’০৩ ঈসায়ী, রোববার হতে ১৭ আগষ্ট’০৩ ঈসায়ী রোববার পর্যন্ত হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আহ্লে বাইত ও মুরীদ- মুতাকিদসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১৫ দিনের এক বিশেষ সফর করেন।      গত ৩ আগস্ট’০৩ ঈসায়ী রোববার চট্টগ্রাম পোর্ট কলোনী ১২নং সড়কে ওয়াজ-মাহফিল, ৪ ও ৫ আগস্ট সোম ও মঙ্গলবার পাহাড়তলী রেলওয়ে রেষ্ট হাউজে অবস্থান, তা’লিম-তালক্বীন ও বাইয়াত  প্রদান, ৫ আগষ্ট বাদ আছর হামজারবাগ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে মীলাদ মাহফিল,  ৬ ও ৭ আগষ্ট বুধ ও বৃহস্পতিবার, কক্সবাজার জেলার টেকনাফের হোটেল হিলটপে মীলাদ মাহফিল, অবস্থান, তা’লিম-তালক্বীন ও বাইয়াত প্রদান।   ৮, ৯ ও ১০ আগস্ট শুক্র, শনি ও রোববার  কক্সবাজারের হোটেল নিশান-এ অবস্থান, তালিম, তালক্বীন ও বাইয়াত প্রদান, শুক্রবার কক্সবাজারের সৈকত জামে মসজিদে জুমুয়ার বয়ান ও নামায, ঐ দিন বাদ মাগরিব কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ওয়াজ মাহফিল, ৯ আগস্ট, শনিবার ঝিলংঝা ইউপি চেয়ারম্যানের বাড়ীতে মীলাদ-মাহফিল, ১০ আগস্ট কক্সবাজারের হোটেল নিশানের হলরুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাসিক আল বাইয়্যিনাত-এর সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর বিরোধীতার কারণ উল্লেখ করে বক্তব্য পেশ করেন।   রোববার, ১১ আগস্ট, সোমবার বান্দরবান বালাঘাটা বাজারে ওয়াজ-মাহফিল, ১২ আগস্ট, মঙ্গলবার বান্দরবানের হোটেল পূরবীত অবস্থান, তা’লিম-তালক্বীন ও বাইয়াত প্রদান।  ১৩ ও ১৪ আগস্ট, বুধ ও বৃহস্পতিবার রাঙ্গামাটির মোটেল জর্জ মিলনায়তনে ওয়াজ ও দোয়ার মাহফিল এবং মোটেল জর্জ-এ তালিম-তালক্বীন ও বাইয়াত প্রদান।

১৫, ১৬ ও ১৭ আগস্ট, শুক্র, শনি ও রোববার পার্বত্য উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে তালিম-তালক্বীন ও বাইয়াত প্রদান করা হয়। ১৫ আগষ্ট শুক্রবার দীঘিনালা মধ্যবেতছড়ি উপজেলা জামে মসজিদে জুমুয়ার নামায, ১৬ আগস্ট, শনিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলা মসজিদ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল, সফরের শেষ দিন ১৭ আগস্ট রোববার খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।

উল্লেখ্য, এসব সফরে কায়িম মক্বামে উম্মাহতুল মু’মিনীন, সাইয়্যিদাতুন নিসা, ইমামাতুছ ছিদ্দীকা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া মহিলাদের মাঝে তালিম-তালক্বীন ও নছীহত পেশ করেন। এ সফরে পুরুষ আঞ্জুমানের পাশাপাশি অনেক মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ