আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

সংখ্যা: ১২০তম সংখ্যা | বিভাগ:

 আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ আল্লাহ্ পাক এবং তাঁর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে খাছ নিছবত, তায়াল্লুক হাছিলের মজলিশ। আল্লাহ্ওয়ালাদের ছোহ্বত ইখতিয়ারের মাধ্যমে খালিছ আল্লাহ্ওয়ালা হওয়ার মজলিশ। আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মহান প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন। তিনি বলেন, এ মজলিশ হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে শেখা, জানা এবং বুঝার মজলিশ। হাদীছ শরীফের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ইল্ম হচ্ছে আমলের ইমাম। কাজেই কারো যদি ইল্ম না থাকে তাহলে সে আমল করবে কিভাবে? ইল্ম অর্জন করেই আমল করতে হবে। সেজন্যই এ আঞ্জুমানে আল বাইয়্যিনাতের মজলিশের ব্যবস্থা করা হয়েছে।  তিনি বলেন, এ মজলিশে মাসিক আল বাইয়্যিনাত থেকে পাঠ করে আলোচনা করা হয়। আর মাসিক আল বাইয়্যিনাতে দলীলের বাইরে কিছু লিখা হয়না। প্রত্যেকটিই কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস থেকে লিখা হয়ে থাকে।  তিনি বলেন, যারা দায়িত্বে-কর্তব্যে ব্যস্ত থাকেন, অবসর সময় খুব কমই হয়ে থাকে তারপরেও সকলের অবসর সময় রয়েছে। এরপরও নানা চিন্তা-ফিকির থেকে থাকে। যার জন্য হয়তো আলাদাভাবে মাসিক আল বাইয়্যিনাত পড়ার সুযোগ-সময় কম হয়ে থাকে।  সেজন্য সাপ্তাহিকভাবে যদি এ মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা রীতিমত আলোচনা করা হয়ে থাকে তাহলে দেখা যাবে প্রত্যেকের পক্ষেই প্রতি মাসে যেটা বের হবে সেটা সে মাসের মধ্যেই শেষ করে ফেলা সম্ভব হবে। এবং শুধু পড়াই না সাথে সাথে সেটার কিছু চিন্তা-ফিকির, অনুধাবন করারও সুযোগ হবে আলোচনার মাধ্যমে। সেজন্য এ মজলিশের ব্যবস্থা করা হয়েছে।     তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত অন্যান্য সংগঠনের মত কোন রাজনৈতিক সংগঠন নয়। এটা হচ্ছে ইল্ম, আমল, ইখলাছ হাছিল করতঃ আক্বীদা বিশুদ্ধ করার মাধ্যমে খালিছ আল্লাহ্ওয়ালা হওয়ার দ্বারা তাঁর খাছ সন্তুষ্টি হাছিলের মজলিশ।  তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত কখনো বিজাতীয় হারাম গণতান্ত্রিক রাজনীতি করবেনা। এ মজলিশ বর্তমান প্রচলিত দল-মত থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এই সংগঠন বা মজলিশের কাজ হলো আল বাইয়্যিনাত পাঠের মাধ্যমে নিজে সঠিক ইসলাম ও ইসলামী আক্বীদা, আমল সম্পর্কে  জানা, আমল করা এবং পাশাপাশি মানুষকে জানানো এবং আমলে উৎসাহ প্রদান করা। তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যম দিয়েই সমস্ত কাজ পরিচালিত হবে। পৃথিবীর মানুষ হিদায়েত লাভ করবে। ফায়দা হাছিল করবে। ঈমান, আমল, আক্বীদা বিশুদ্ধ করবে।   তিনি  বলেন, প্রত্যেকের উচিত হবে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর  মজলিশ  করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে খালিছ আল্লাহ্ওয়ালা হওয়ার মাধ্যমে আল্লাহ্ পাক ও তাঁর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রেযামন্দি-সন্তুষ্টি হাছিলের কোশেশ করা। মানিকগঞ্জে বিশেষ ছফর  গত ১০ জুলাই বৃহস্পতিবার হতে ১২ জুলাই শনিবার পর্যন্ত আওলাদে রসূল, হাবীবুল্লাহ্ রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আহলে বাইত ও সফরসঙ্গীসহ মানিকগঞ্জ শহরে তিনদিনের এক বিশেষ সফর করেন। আঞ্জুমানে আল বাইয়্যিনাত  যানবাহন শাখা গঠিত   গত ১৫ই জুলাই যানবাহন এর সাথে সংশ্লিষ্ট মুরীদ ভাইদের সুবিধার্থে আঞ্জুমানে আল বাইয়্যিনাত (যানবাহন) নামে এক নতুন শাখা কেন্দ্রীয়ভাবে শুরু হয়।     ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম,  আওলাদে রসূল,  ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত যানবাহন শাখার শুভ উদ্বোধন করেন। তিনি আয়োজিত মজলিশে প্রধান অতিথির বয়ান রাখেন এবং দোয়া ও মুনাজাত করেন। তিনি নব গঠিত আঞ্জুমানের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। তাঁর ছোহবত ও দোয়া পেয়ে আঞ্জুমানে আল বাইয়্যিনাত যানবাহন শাখার সকলে আনন্দে অভিভূত ও আত্মহারা হয়ে উঠেন।

উল্লেখ্য, সপ্তাহের প্রতি মঙ্গলবার বাদ আছর হতে ইশা পর্যন্ত রাজারবাগ সুন্নতি জামে মসজিদে এ মজলিশ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয় এবং যানবাহন এর সাথে সংশ্লিষ্ট পীর ভাইদের এ দিন হাজির হওয়ার জন্য আহবান করা হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ