আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ২৫৮তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেছেন, একমাত্র সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে দ্বীনী শিক্ষাকে ফরয বলা হয়েছে। সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে দ্বীনী ইলম শিক্ষা করাকে ফরয বলার সাথে সাথে পবিত্র হাদীস শরীফে এর সময়কালও উল্লেখ করা হয়েছে। ‘তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত দ্বীনী ইলম অর্জন করো।’

তাই, ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত ও রাষ্ট্রদ্বীন ইসলাম উনার দেশের সরকারের জন্য ফরয হচ্ছে- সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের জীবনী মুবারক অবশ্যই অন্তর্ভুক্ত করা। কেননা উনাদের আলোচনা মুবারক ব্যতীত দ্বীনী ইলম উনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কখনো উপলব্ধি করা যাবে না। এবং আক্বীদা ও আমল কখনো ছহীহ হবে না।

আর সাথে সাথে সমস্ত কুফরী আক্বীদা ও শরীয়তবিরোধী আমল ও ভুল তথ্যসমূহসহ কাফির-মুশরিকদের আলোচনা সিলেবাস থেকে অবশ্যই বাদ দিতে হবে। এটা মুসলমান উনাদের দ্বীনী অধিকার, যা সংবিধানেও স্বীকার করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এ অধিকার বাস্তবায়নে সকল আনজুমান আমীলদেরকে কাজ করে যেতে হবে।

মাহফিল সংবাদ

 

পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক ৬৩ দিনব্যাপী বিশেষ মাহফিল

 

খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক ৬৩ দিনব্যাপী রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে আয়োজিত বিশেষ মাহফিল উনার ২য় ৩০ দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহা সম্মানিত সাওয়ানেহ উমরী মুবারকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল এবং শেষে ৩ দিনব্যাপী সামা শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।

একইভাবে সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুস ছিদ্দীক্বা, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউয়াল শরীফ মাস উপলক্ষে পবিত্র ২৮শে সফর শরীফ হতে ৩রা রবীউছ ছানী শরীফ পর্যন্ত দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত দেশ-বিদেশ থেকে আগত মহিলাদের জন্য বিশেষ তালীম মুবারক অনুষ্ঠিত হয়।

বিষয়ভিত্তিক আলোচনায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাওয়ানেহ উমরী মুবারক ছাড়াও সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার, হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার, হযরত দাদা-দাদীজান ক্বিবলা আলাইহিমাস সালাম, ফাযায়েলে মামদূহ হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আউলিয়ায়ে ক্বিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ফাযায়েল ফযীলত মুবারক সম্পর্কে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান পবিত্রতা, ফাদ্বায়িলু সাইয়্যিদুল মুরসালীন, খতামুন নাবিইয়্যীন, নূর নবীজি উনার হাক্বীক্বত, নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মিরাজ শরীফ ও সিনা মুবারক চাক, মুহব্বত/আদব/হুসনেজন, শা’রে বা শরীয়ত প্রণেতা, হায়াতুন নবী, সম্মানিত সুন্নত উনার ফযীলত ও গুরুত্ব, চিকিৎসা করা সুন্নত, মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ উনার হুকুম আহকাম, হাযির-নাযির প্রসঙ্গে, ইলমে গইব প্রসঙ্গে, পবিত্র মদীনা শরীফ উনার ফযীলত, মুজিযা শরীফ, নূর নবীজি উনার সুন্নত ব্যবসা, নূর নবীজি তিনি অন্য কোন মানুষের মতো নন, স্বপ্নযোগে উম্মতকে পথ প্রদর্শন, সাইয়্যিদুল আ’ইয়্যাদ শরীফ উনার সম্মানার্থে খরচ করার ফযীলতসহ আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়।

অন্যান্য বিষয়ের মধ্যে  চাঁদ সম্পর্কে, সুন্নতী পোশাক, মাযহাবের গুরুত্ব, আউলিয়ায়ে ক্বিরামগণের ছোহবতে যাওয়া, এনজিও সংস্থার কার্যক্রম, আকাঈদু আহলে সুন্নাহ ওয়াল জামায়াত, বিধর্মীদের ষড়যন্ত্র ও নির্যাতন, মহিলা আউলিয়া কিরাম উনাদের শান সম্পর্কে, ইলমে তাছাউফ, লক্বব মুবারক, শরঈ পর্দার সাথে মহিলাদের চিকিৎসা, ইসলামে প্রকাশনার গুরুত্ব, হারাম কাজের বর্ণনা, কাফির মুশরিকদের উপর আযাব-গজব, কাফির মুশরিকদের লেখালেখি, দানশীলতার ফযীলত, পর্দার মাসয়ালা, ক্বলবী যিকিরের ফযীলত, কেএমটি ও শামসী ক্যালেন্ডার, খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াত, শায়েখ উনার প্রতি আদব ও হুসনেজন, নারীবাদীদের অপসংস্কৃতি, উলামায়ে ‘সূ’দের আকৃতি বিকৃতি, ইলম-আমল ও মসজিদ মাদরাসার গুরুত্ব, ইসলামের বিশেষ বিশেষ দিন, বিধর্মীদের নির্যাতনের ধরণ, হযরত মহিলা ছাহাবীয়া উনাদের ঈমানদ্বীপ্ত আত্মত্যাগ, জিহাদের ফযীলত, মুর্শিদ উনার খিদমত, বাইয়াত হওয়া ফরয, ক্বাছীদা শরীফ ও অপসংস্কৃতি, অর্থনীতি ও জনসংখ্যাই শক্তি, রসূল পাক ও মুর্শিদ পাক উনাদের দায়েমী তাওয়াল্লুক, অনৈসলামিক মিডিয়া, নিকাহ/তালাক/হুরমতে মুছাহারা, হিলা/জেহার সংশ্লিষ্ট বিষয়সহ আরো অনেক বিষয়ে আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব সুমহান মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক গ্রহণ করেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

দেশ বিদেশের প্রখ্যাত উলামা-ই ক্বিরামগণও এসব বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউয়াল শরীফ মাসে রাজারবাগ শরীফ উনার মধ্যে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল ছাড়াও বিভিন্ন বিশেষ দিবস মুবারক উপলক্ষে আরো অনেক বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।

১ রবীউল আউওয়াল শরীফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক হিজরত দিবস।

২ রবীউল আউওয়াল শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা আন নূরুছ ছালীছা আলাইহাস সালাম উনার আজিমুশ্বান নিসবাতুল আযীম মুবারক দিবস।

৪ রবীউল আউওয়াল শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছালিছ আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৫ রবীউল আউওয়াল শরীফ: উম্মু রসূলিনা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৮ রবীউল আউওয়াল শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ রবীউল আউওয়াল শরীফ: উম্মু রসূলিনা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাদের পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রবীউল আউয়াল শরীফ: ফখরুল উলামা, ইমামুছ ছরফ ওয়ান নাহূ, সুলতানুল আরেফিন, আওলাদে রসূল হযরতুল আল্লামা সাইয়্যিদুনা হযরত নানা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১২ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। এবং খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস।

১৩ রবীউল আউওয়াল শরীফ: আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ দিবস ও ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ রবীউল আউওয়াল শরীফ: উম্মুল মু’মিনীন হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতাজান উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

এসব সুমহান মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক নেন খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

উল্লেখ্য যে, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় প্রতি জুময়াবার বাদ জুময়া হতে, প্রতি ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ দুপুর ১২টা হতে এবং সপ্তাহের অন্যান্য দিন বিকাল ৩.৩০মি. হতে মহিলাদের জন্য আনুষ্ঠানিক ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

সুমহান এসব দিবস মুবারক উপলক্ষে আজীমুশ্বান ওয়াজ শরীফ, সামা শরীফ, প্রতিযোগীতা, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ সংখ্যা এবং বিশেষ কিতাব মুবারক প্রকাশ করা হয়। 

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ