আল বাইয়্যিনাত প্রতিবেদন: ১০ মুহররম আশুরায় সাইয়্যিদুশ্ শুহাদা, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে শহীদকারী চির লা’নতগ্রস্থ এজিদ ও তার বাহিনী কস্মিনকালেও মুসলমান থাকতে পারে না। বরং তারা কাট্টা কাফির এবং চির জাহান্নামী। অবশ্য ইয়াজিদের জন্য কাতিবে ওহী হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে দোষারোপ করাও কাট্টা কুফরী। ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, সুলতানুন নাছীর, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন। মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, ইহুদীদের দ্বারা পরিচালিত, মদদপুষ্ট ও তাদের বংশবদ বর্তমান সৌদী ওহাবী সরকার এবং এদের সমর্থকরা সারাবিশ্বে ইসলাম ও মুসলমানদের ক্ষতিসাধনে লিপ্ত। যে কারণে এরা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণকে দোষারোপ করে থাকে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ ভুল-ত্রুটি করেছেন বলে ফতওয়া দিয়ে থাকে। ইহুদীদের প্ররোচনায় মুসলমানদের আক্বীদা আমল, ইবাদত-বন্দেগী বরবাদ করার জন্য মক্কা শরীফ ও মদীনা শরীফ-এর মত পবিত্র স্থানসমূহে নিরাপত্তার নামে হাজার হাজার সিসিটিভি স্থাপন করেছে। ইসলামে নিষিদ্ধ থাকা সত্ত্বেও চাঁদ না দেখেই মাসকে আগে পিছে করছে। মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, ছূরতান সৌদী ওহাবী সরকার মুসলমান দাবী করলেও হাক্বীক্বতে এরা ইহুদীদেরই উত্তরসূরী। ইহুদীরাই এদের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। অনুরূপ একই গোত্রভূক্ত হচ্ছে এ দেশের ওহাবীপন্থী, জঙ্গী, জামাতী, খারেজী, দেওবন্দী, তাবলীগী, লা মাযহাবী এবং বর্তমান ক্ষমতাধররাও। মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, বর্তমান সরকারও ইহুদী মদদপুষ্ট হয়ে কুরআন শরীফ ও হাজার হাজার হাদীছ শরীফে নিষিদ্ধ ছবি তুলতে এবং বেপর্দা হতে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাধ্য করছে। মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী ইহুদী ও তাদের গোলামদের ধোঁকা ও প্ররোচনা থেকে তামাম মুসলিম উম্মাহকে সতর্ক থাকার আহ্বান জানান। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর-০৭ ঈসায়ী, রবিবার থেকে ৪ জানুয়ারী-০৮ ঈসায়ী পর্যন্ত ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, আওলাদের রসূল, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানীত আহলে বাইতসহ কিশোরগঞ্জ ও নরসিংদীতে ৬ দিনের এক সংক্ষিপ্ত তা’লিমী সফর করেন। গত ৩০ ডিসেম্বর-০৭ ঈসায়ী রবি, সোম ও মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী থানাস্থ জনাব মুহম্মদ নুরুজ্জামান ছাহেবের বাসভবনে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানীত আহলে বাইতসহ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। উল্লেখ্য, এখানে বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রীরা ইমামুন নিসা, সাইয়্যিদাতুন নিসা, কায়িম মক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর মুবারক সান্নিধ্যে এসে দ্বীনি তালিম-তালক্বীন গ্রহণ করে। ৩০ ডিসেম্বর-০৭ ঈসায়ী, রবিবার কিশোরগঞ্জের আদর্শ পাড়া, কালিয়া চাপড়া, পুলেরঘাট বাজার সংলগ্ন জনাব পীর মাহমুদ ছাহেবের রাইস মিল চাতালে ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন। ২, ৩ ও ৪ জানুয়ারী-০৮ ঈসায়ী বুধ, বৃহস্পতি ও শুক্রবার নরসিংদী, বাজীর মোড়, লাইব্রেরী পট্টিস্থ হোটেল নিরালায় অবস্থান, তা’লীম-তালকীন ও বাইয়াত প্রদান করেন। উল্লেখ্য, এখানেও পুরুষদের পাশাপাশি অগণিত মহিলা ও ছাত্রীগণ হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুন নিসা, আফজালুন নিসা, কায়িম-মক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর মুবারক ছোহবতে এসে তা’লীম-তালক্বীন গ্রহণ করে নিজদের ধন্য করেন। ২ জানুয়ারী-০৮ ঈঃ, বুধবার, মৈশাদী মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দী উপলক্ষে মাধবদী এসপি ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়াজ শরীফ ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে হাফিজদের পাগড়ী প্রদান করা হয়। ৩ জানুয়ারী-০৮ ঈঃ, বৃহস্পতিবার, নরসিংদী পৌরসভা চত্ত্বরে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারী-০৮ঈঃ, শুক্রবার, ঘোড়াশাল, টেংগরপাড়াস্থ হাজী মুহম্মদ আয়েত আলী হাফেজিয়া মাদ্রাসার দস্তারবন্দী উপলক্ষে ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। উক্ত মাদ্রাসা সংলগ্ন মসজিদে মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার নামায পড়ান। উল্লেখ্য, এসব জেলায় পুরুষদের পাশাপাশি অনেক মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়। মহিলাগণ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর মুবারক পরশে বেমেছাল তা’লীম লাভ করে অভিভূত হন। উল্লেখ্য, ১২ জানুয়ারী-০৮ ঈসায়ী, শনিবার ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী, নূরানীগঞ্জ জেলার আড়াই হাজার শরীফের, মুজাদ্দিদ শরীফ (সরাবদি)-এ অবস্থিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতীমখানা উদ্বোধন করেন। স্মর্তব্য, গত ১৩ জানুয়ারী-০৮ ঈসায়ী রবিবার পবিত্র আশুরা উপলক্ষে রাজারবাগ শরীফে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারী-০৮ ঈঃ, রোজ মঙ্গলবার, কদমতলা রাজারবাগে অবস্থিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স-এ ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারী-০৮ ঈসায়ী, রবিবার রাজারবাগ শরীফে পবিত্র আশুরা শরীফ উপলক্ষে মুবারক সামার মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এসব মাহফিলে ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ পাগড়ী প্রদান ও মাদ্রাসা উদ্বোধন করেন।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ