আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১৭৩তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: চাঁদ না দেখে হজ্জ-কুরবানী ও ঈদ করায় কোনটাই আদায় হচ্ছে না বরং প্রতিবছরই তা বাতিল হয়ে যাচ্ছে। ইহুদী বংশবদ ও তাদের দ্বারা প্রভাবিত সৌদি ওহাবী সরকারের মনগড়া ও কুফরীমূলক এ সিদ্ধান্তের শক্ত প্রতিবাদ করা বিশ্বের সমস্ত মুসলমানদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, সুলতানুন নাছীর, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে ইহুদী বংশবদ ও মদদ পুষ্ট ওহাবীপন্থী সৌদি সরকারের চাঁদ না দেখে ‘নিউমুন’ বা অমাবশ্যা অনুযায়ী জিলহজ্জের তারিখ ঘোষণা করায় বিশ্বের সকল হাজীদের ৯ই জিলহজ্জ আরাফার ময়দানে অবস্থানের ফরয, পর্যায়ক্রমে মুযদালিফায় অবস্থানের ওয়াজিব, মিনাতে কঙ্কর নিক্ষেপ ও কুরবানী আদায় এবং চুল কাটার ওয়াজিব আদায় হচ্ছে না। পাশপাশি নির্ধারিত সময়ের আগেই ইহরাম খুলে ফেলার কারণে ফরয তরক হচ্ছে। ৮ ও ৯ জিলহজ্জ তাওয়াফে যিয়ারতকারীদের সর্বশেষ ফরযটিও তরক হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ হজ্জই বাতিল হয়ে যাচ্ছে। তারিখকে আগে পিছে করার কারণে ঈদের নামাযও বাতিল হচ্ছে। মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, ওহাবী সৌদি সরকারের নিউমুন অনুযায়ী চাঁদের তারিখ ঘোষণার ফলে হজ্জ, কুরবানী, ঈদের নামায বাতিলতো হচ্ছেই সেই সাথে মক্কা শরীফ ও মদীনা শরীফের বিভিন্ন স্থানে স্থাপিত প্রায় দশ হাজার সিসিটিভিতে হাদীছ শরীফে নিষিদ্ধ কোটি কোটি ছবি তুলে, বেপর্দা হয়ে হজ্জ ফাসিদ করে লক্ষ কোটি কবিরা গুনাহর বোঝা মাথায় নিয়ে হাজী সাহেবরা দেশে ফিরছেন। মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, ইহুদীদের দ্বারা প্রভাবিত হয়ে ইহুদী ক্যালেন্ডার অনুযায়ী এবং হাদীছ শরীফে বর্ণিত নিয়মের বিপরীত চাঁদের তারিখ ঘোষণা করলে প্রতি বছরই মুসলমানদের হজ্জ ও তৎসংশ্লিষ্ট সকল ইবাদতই বাতিল বা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে চাঁদের সঠিক তারিখ ঘোষণায় এবং মক্কা-মদীনা শরীফে অবস্থিত সমস্ত সিসিটিভি সরিয়ে ফেলতে সৌদি ওহাবী সরকারকে বাধ্য করানো মুসলমানদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। কুরবানী সম্পর্কে উলামায়ে ছূ’দের বিভ্রান্তিমূলক ফতওয়া প্রসঙ্গে মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, আল্লাহ পাক কর্তৃক ওয়াজীব কুরবানী না করে তার অর্থ সিডরে আক্রান্তদেরকে দান করার ফতওয়া মূলতঃ ইসলাম পরিপন্থী। যা কুফরীর নামান্তর। এসব ফতওয়া দানকারীদের তিনি খালিছ তওবার আহবান জানান। মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ইহুদী-খ্রিস্টান ও তাঁদের মদদ পুষ্ট কাদিয়ানী, শিয়া, ওহাবী, খারেজী, লা-মাযহাবী, দেওবন্দী, জামাতী, ছয় উছূলী তাবলীগী ও উলামায়ে ছূ’সহ তাবৎ বাতিল পন্থীদের ধোঁকা থেকে দূরে থেকে হক্ব গ্রহণ করে তার প্রচার-প্রসার ও এর উপর ইস্তিকামত থাকার আহবান জানান।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ