আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৭২তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: ছবি তোলা এবং তোলানো বা তুলতে বাধ্য করা সুস্পষ্ট গুমরাহী ও হারাম। সম্প্রতি ছবিসহ ভোটার আইডি কার্ড করার ব্যাপারে সরকারের পক্ষে যা করা হচ্ছে তা প্রকাশ্যে ইসলাম অবমাননার শামীল। কেননা ইসলামী শরীয়তে নিষিদ্ধ হারাম বিষয়কে জোরপূর্বক মুসলমানের উপর চাপিয়ে দেয়া এবং তা না করলে বা এর বিরোধিতা করলে প্রকাশ্যে শাস্তির হুমকী দেয়া কুরআন শরীফ এবং হাদীছ শরীফকে অবজ্ঞা করার নামান্তর। যা স্পষ্টতই কুফরী। এ থেকে সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের খালিছ তওবা করা ফরয-ওয়াজিব।

ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, সুলতানুন নাছীর, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর/০৭ ঈসায়ী থেকে ২৪ নভেম্বর/০৭ ঈসায়ী পর্যন্ত ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানিত আহাল পাকসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৪ দিনের বিশেষ তা’লিমী সফর করেন।

গত ১ ও ২ নভেম্বর/০৭ ঈসায়ী, বৃহস্পতি ও শুক্রবার কুষ্টিয়ার বারাদীস্থ সেচ প্রশিক্ষণ কেন্দ্রের বাংলোয় যামানার ইমাম ও মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানিত আহলে পাকসহ অবস্থান করেন। সেখানে স্থানীয় আগত লোকজনকে তা’লিম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন।

২ নভেম্বর, শুক্রবার, কুষ্টিয়ার কুমারখালী জামে মসজিদে জুমুয়ার বয়ান পেশ করেন ও নামায পড়ান।

উল্লেখ্য, এ সফরে পুরুষদের পাশাপাশি সাইয়্যিদাতুন নিসা, আফজালুন নিসা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া আগত হাজার হাজার মহিলা ও ছাত্রীদের বিশেষ তা’লিম-তালক্বীন প্রদান করেন।

৩ ও ৪ নভেম্বর, শনি ও রবিবার খুলনা সদরে অবস্থিত হোটেল নিউ গোল্ডেন কিং এ অবস্থান, তালিম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। এখানেও বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী- সাইয়্যিদাতুন নিসা, আফজালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট আগমন করে খাছ তালিম-তালক্বীন ও বাইয়াত গ্রহণ করে।

৫ ও ৬ নভেম্বর, সোম ও মঙ্গলবার, খুলনা এ্যাজাক্স জুট মিল-এর ডাক বাংলোয় অবস্থান, তালিম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়।

এখানেও শত-সহস্র মহিলা ও ছাত্রী সাইয়্যিদাতুন নিসা, আফজালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট আগমন করে খাছ তালিম-তালক্বীন ও বাইয়াত গ্রহণ করে।

৭ ও ৮ নভেম্বর/০৭ ঈসায়ী, বুধ ও বৃহস্পতিবার, যশোর জেলার চাচড়া, রায়পাড়াস্থ এ্যাডভোকেট জনাব দূর্বার সাহেবের বাসভবনে অবস্থান, তালিম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়।

এখানে অগণিত মহিলা ও ছাত্রী সাইয়্যিদাতুন নিসা, আফজালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর বেমেছাল নছীহত শ্রবণ ও বিশেষ দ্বীনি তালিম ও বাইয়াত গ্রহণ করে।

৯, ১০ নভেম্বর/০৭ ঈসায়ী, শুক্র ও শনিবার খুলনা এ্যাজাক্স জুট মিলের ডাক বাংলোয় মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী পুনঃ অবস্থান, তালীম, তালক্বীন ও বাইয়াত প্রদান করেন।

৯ নভেম্বর শুক্রবার, এ্যাজাক্স জুট মিলস জামে মসজিদে মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার বয়ান পেশ করেন ও নামাযে ইমামতি করেন।

হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর পুনঃ আগমনে মহিলাদের মাঝে ব্যাপক দ্বীনি জজবা জাগ্রত হয়। তারা হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর মুবারক তা’লিমে বিমোহিত হয়ে যায়।

১১, ১২ নভেম্বর, ০৭ ঈসায়ী, রবি ও সোমবার, বরিশাল সদর রোডে অবস্থিত হোটেল ম্যালোডিতে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী অবস্থান গ্রহণ, তালীম-তালকীন ও বাইয়াত প্রদান করেন।

১২ নভেম্বর, রবিবার বাদ মাগরিব দপদপিয়া ব্রীজ প্রজেক্টে মীলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এখানে অগণিত মহিলা ও ছাত্রী- আফজালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর বেমেছাল নছীহত শ্রবণ ও বিশেষ দ্বীনী তা’লীম ও বাইয়াত গ্রহণ করে।

১৩ ও ১৪ নভেম্বর, ০৭ ঈসায়ী মঙ্গল ও বুধবার ঝিনাইদহ, মডার্ন মোড় এইড কমপ্লেক্সে অবস্থান, তালিম-তালকীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। এখানে বিপুল সংখ্যক হিন্দু নারী পুরুষ ইসলাম ধর্মে দিক্ষীত হয়, তওবা, তালিম-তালক্বীন ও বাইয়াত গ্রহণ করে।

এখানে বিপুল সংখ্যক মুসলিম ও ভিন্ন ধর্মাবলম্বী মহিলা ও ছাত্রী- আফজালুন নিছা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট খাছ তওবা, ঈমান ও দ্বীনী তালীম গ্রহণ করে নিজেদের ধন্য করেন।

১৫, ১৬ ও ১৭ নভেম্বর ০৭ ঈসায়ী বৃহস্পতি, শুক্র ও শনিবার পুনরায় খুলনা এ্যাজাক্স জুট মিলে অবস্থান, তালীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। এখানে হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া কর্তৃক মহিলাদের মাঝেও পূর্বানুরূপ তালিম-তালকীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়।

১৬ নভেম্বর, শুক্রবার উক্ত সফরে দ্বিতীয় বারের মত এ্যাজাক্স জুটমিল জামে মসজিদে মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার বয়ান পেশ ও নামাযে ইমামতি করেন।

১৮ ও ১৯ নভেম্বর ০৭ ঈসায়ী রবি ও সোমবার চুয়াডাঙ্গার হোটেল শয়ন বিলাসে এবং ২০, ২১ ও ২২ নভেম্বর মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিব নগর কমপ্লেক্সে অবস্থান তালিম-তালকীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ২২ নভেম্বর পর্যটন কমপ্লেক্স প্রাঙ্গণে মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এখানে মুসলমানদের পাশাপাশি অসংখ্য ভিন্ন ধর্মাবলম্বীরা ঈমান, বাইয়াত ও তালিম-তালক্বীন গ্রহণ করেন।

এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মহিলা ও ছাত্রী- আফজালুন নিছা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলীয়া-এর মুবারক ছোহবত লাভ, খাছ নছীহত ও তালিম-তালক্বীন গ্রহণ করে। এখানে মহিলাদের মাঝে ধারণাতীত দ্বীনি জজবা পরিলক্ষিত হয়। অন্যান্য জেলার মত এখানেও অত্যন্ত মজবুত মহিলা ও ছাত্রী আঞ্জুমান গঠিত হয়।

২৩, ২৪ নভেম্বর ০৭ ঈসায়ী শুক্র ও শনিবার ভেড়ামারা জি, কে প্রজেক্ট বাংলোয় অবস্থান, তালিম ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর শুক্রবার ভেড়ামারা প্রাগপুর (হিজবুল্লাহ) জামে মসজিদে মুজাদ্দিদে আযম মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার নামায পড়ান। উক্ত মসজিদ কর্তৃপক্ষ মুজাদ্দিদে আ’যম-এর তাজদীদী কাজে অংশ গ্রহণ পূর্বক বরকত হাছিলের জন্য উক্ত মসজিদ কমপ্লেক্স-এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নিকট হস্তান্তর করে নিজেদের গৌরবান্বিত করেন।

উল্লেখ্য, এখানেও বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী আফজালুন নিসা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট তালিম-তালক্বীন ও বাইয়াত গ্রহণ করেন।

উল্লেখ্য, এই সফরে মুজাদ্দিদে আ’যম ছানী হযরত শাহজাদা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী মেহেরপুর ঐতিহাসিক মুজিব নগরের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

২৪ দিনের দীর্ঘ সফর শেষে গত ২৫ নভেম্বর, রবিবার ভোরে মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানিত আহাল পাক ও মুরিদ-মু’তাকিদসহ নিরাপদে ঢাকা রাজারবাগ দরবার শরীফে প্রত্যাবর্তন করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ