আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১৭১তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: যারা ছবি তোলাকে জায়িয ফতওয়া দেয় এবং মুসলমানদেরকে হারাম ছবি তুলতে বাধ্য করে মৃত্যুর পরে তাদের প্রত্যেকের আকৃতি বিকৃতি হবে। আর যারা আখিরী নবী, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‍উনার এবং হক্বের বিরোধিতা করে, হারামকে হালাল এবং হালালকে হারাম ফতওয়া দেয় মৃত্যুর পরে তাদের আকৃতি বিকৃতি তো হবেই পাশাপাশি তাদের শরীরেও পঁচন ধরবে।

ইমামে আযম, মুজাদ্দিদে আযম, কুতুবুল আলম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্দ ক্বিবলা আলাইহি ওয়া সালাম আনজুমানে আল বাইয়্যিনাত ‍উনার মজলিমে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, ছবি তোলা, বেপদা হওয়া ইসলামে সুস্পষ্ট হারাম হওয়ার পরেও যারা ছবি তুলে ভোটার আইডি কার্ করার পক্ষে প্রচারণা চালায়, যারা মানুষকে হারাম ছবি তুলতে, বেপর্দা হতে বাধ্য করে ইসলামের নামে বিভিন্ন তন্ত্র-মন্ত্র করে, টিভি চ্যানেলে প্রোগ্রাম করে, ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করাকে বিদয়াত ফতওয়া দেয় পাশাপাশি মজুসীদের ধর্মীয় উৎসব ১লা  বৈশাখকে আল্লাহ পাক উনার বড় নিয়ামত বলে প্রচারণা চালায় মৃত্যুর পরে তাদের প্রত্যেকের আকৃতিই বিকৃতি হবে।

তিনি বলেন, খালিছ তওবা না করলে তারা মুরতাদ হবে, হজ্জ করে থাকলে তা বাতিল হবে, স্ত্রী তালাক হবে, ওয়ারিছ সত্ত্বও বাতিল হবে। মৃত্যুর পরে এদের জানাযা কাফন-দাফন কোনটাই জায়িয হবে না এবং তাদেরকে কুকুর শৃগালের ন্যায়  গতে পুতে রাখতে হবে।

তিনি বলেন, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হালাল-হারাম একাকার করাসহ হকেবর বিরোধিতার কারণে মৃত্যুর পরে বাইতুল মুকাররম মসজিদের কথিত খতীব ‍উবাইদুল হক্বের আকৃতি বিকৃতি হয়ে যায়। পঁচন নিরোধক ফরমালিন দেয়ার পরেও মৃত্যুর এক ঘণ্টার মধ্যেই তার শরীরে পঁচন শুরু হয়। তার ঠোটগুলো কালো ও বাকা হয়ে যায়। কান দুটো কালো ও অস্বাভাবিক লম্বা হয়ে যায়। পেট ফুলে বেচপ বিরাট াকার ধারণ করে। ফর্া হওয়া সতেত্বও মৃত্যুর পরে চেহারা কালো কুৎসিত হয়ে যায়। শরীর থেকে অসহ্য পঁচা দুর্ন্ধ বের হতে থাকে।

তিনি বলেন, যারাই হারাম কাজের সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই উবাইদুল হকেবর পরিণতি থেকে ইবরত-নছীহত হাছিল করতে হবে। তিনি সকলকে খালিছ তওবা-ইস্তিগফার করে না হক্ব থেকে দূরে থাকার এবং হক্ব গ্রহণ করে তার উপর ইস্তিক্বামত থাকার আহবান জানান।

 

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও ইফ্তার মাহ্ফিল সংবাদ 

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ