আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৭০তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র পুনঃ পুনঃ প্রকাশ করা ইহুদী-খ্রিস্টচক্রের চিরন্তন ও গভীর ইসলাম বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। একই ধারায় প্রবাহিত ইহুদী খ্রিস্টানের এজেন্ট প্রথম আলোর সম্পাদক মতিউর, তথাকিত খতীব উবাই এবং কথিত ইসলামী দল জামাত-শিবির। এদেরই গোত্রভূক্ত এবং সর্বাংশে দায়ী ছবি জায়িযকারী মুরতাদ উলামায়ে ছূ’রা। যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামে আ’যম, কুতুবুল আলম আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী রাজারবাগ শরীফে বিশেষ আলোচনা মজলিশে একথা বলেন। তিনি বলেন, ইহুদী-খ্রিস্টানরা প্রকাশ্যে যতই মানবতা, সভ্যতা, গণতন্ত্রের কথাই বলুকনা কেন হাক্বীক্বতে এরা ইসলাম ও মুসলমানদের চিরশত্রু। এরা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করে থাকে। ইবলিশ যেমন রক্তে মিশে শিরায়-উপশিরায় প্রবেশ করে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। ইহুদী-খ্রিস্টানরাও অনুরূপ মুসলামনদের প্রতিটি পদক্ষেপে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। তিনি বলেন, ইহুদী-খ্রিস্টানের পদলেহন করে মুসলমানদের ভিতরে আরেকটি মুরতাদ শ্রেণীর উদ্ভব হয়েছে। যারা একই কায়দায় হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গ চিত্র আঁকা থেকে শুরু করে ছাপানো, পৃষ্ঠপোষকতা করা, উৎসাহিত করা, অর্থের জোগান দেয়া এবং সমর্থন করাসহ তাঁর সম্পর্কে নানা প্রকার কুট মন্তব্য, বিভ্রান্তি, বিরোধিতা ও অপপ্রচার করে যাচ্ছে। এই শ্রেণীর মধ্যে রয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর, আহমক শারীর, দাউদ হায়দার, তাজলীমা নাশেরীন, শফিক রেহমান প্রমুখ মুরতাদ আর ধর্মের লেবাসে রয়েছে- জামাত-শিবির, জাতীয় খতীব ওরফে খবীছ উবাইসহ তাবৎ ধর্মব্যবসায়ী উলামায়ে ছূ’রা। যারা বিভিন্নভাবে প্রতিনিয়ত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরোধিতা করে যাচ্ছে। যা সাধারণ মানুষ ধর্ম জ্ঞানের অভাবে বুঝতে পারছে না।  ইহুদী খ্রিস্টচক্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইহুদী-খ্রিস্টানরা মুসলমানদের প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই ত্রুটি প্রবেশ করিয়ে ইবাদতসমূহ নষ্ট করে দিতে চায়। ইবাদত থেকে নিরুৎসাহিত করতে চায়, বিরত রাখতে চায়। তারই একটি হচ্ছে রমাদ্বান শরীফে স্কুল-কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় খোলা রাখা। কিন্তু প্রত্যেক মুসলিম সরকারের উচিত পবিত্র রমাদ্বান শরীফের সম্মানার্থে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাজের সময় কমিয়ে দেয়া। ইহুদী-খ্রিস্টানদের চক্রান্ত প্রসঙ্গে তিনি আরো বলেন, যাকাতের নামে নিকৃষ্ট জিনিস দেয়া আল্লাহ পাক-এর সাথে প্রতারণা করা।

যাকাতের জন্য নিম্নমানের কাপড় তৈরী করা মূলতঃ ইহুদী-খ্রিস্টচক্রের সূক্ষ্ম ষড়যন্ত্র। ফিৎরা প্রসঙ্গে তিনি বলেন, শুদ্ধ গাণিতিক হিসাব জ্ঞানের অজ্ঞতার কারণে কথিত ইসলামিক ফাউন্ডেশন ও কথিত খতীব উবাই ফিৎরা নির্ধারণে প্রতি বছরই ভুল করে ১৬৫৭ গ্রামের পরিবর্তে ১৬৫০ গ্রাম ধার্য করে। এ বছরের ফিৎরা ৫৮ টাকা হলেও তারা ইহুদী-খ্রিস্টানের প্ররোচনায় ৫৫ টাকা নির্ধারণ করে মানুষের ফিৎরাকে বিনষ্ট করার পায়তারা করেছে। ইহুদী-খ্রিস্টানের ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরো বলেন, নিম হেকিম তথা সার্টিফিকেট সর্বস্ব হাঁতুড়ে ডাক্তার ও নিম মোল্লা তথা উলামায়ে ছূ’রা ইহুদী-খ্রিস্ট মদদে “রোযা অবস্থায় স্যালাইন, ইনজেকশন, ইনহেলার ও ইনসুলিন গ্রহণে রোযা ভঙ্গ হবে না” বলে মুসলমানদের রোযাগুলো নষ্ট করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি আরো বলেন, ইসলামী শরীয়তে কুরআন শরীফ খতম করে পারিশ্রমিক গ্রহণ জায়িজ থাকলেও উলামায়ে ছূ’রা তা নাজায়িজ বলে প্রচার করছে। তিনি সকলকে ইহুদী-খ্রিস্টচক্র এবং তাদের পদলেহী মুসলমান নামধারী মুনাফিক ও মুরতাদদের অর্থাৎ তথাকথিত সাহিত্যিক, বুদ্ধিজীবী ও উলামায়ে ছূ’দের চক্রান্ত থেকে দূরে থাকার এবং হক্কানী-রব্বানী ওলী আল্লাহর ছোহবতে থেকে ঈমান-আমল ও আক্বীদা হিফাজতের আহ্বান জানান। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রোজ বুধবার, রংপুরে ১ দিনের সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হয়। রংপুরের মাহিগঞ্জে জনাব কাউছার জামান বাবলা সাহেবের পাটগুদামে মীলাদ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয় এবং একই দিনে পাবনার গাছপাড়া, মনোহরপুরে অবস্থিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতীমখানা উদ্বোধন, মীলাদ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে মসজিদ-মাদ্রাসা উদ্বোধন ও দুয়া-মুনাজাত পরিচালনা করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ