আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৬৯তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: ওলী আল্লাহগণ উনাদের হতে ফায়েজ-তাওয়াজ্জুহ লঅভ করা ব্যতীত কেউ হাক্বীক্বীভাবে হক্ব বুঝতে পারবে না।

যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামে আ’যম, কুতুবুল আলম আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম রাজারবাগ শরীফ-এ বিশেষ আলোচনা মজলিশে একথা বলেন।

হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, হক্বের তথা ওলী আল্লাহ উনাদের বিরোধিতা করার কারণেই যুগে যুগে উলামায়ে সূ’রা হালালকে হারাম এবং হারামকে হালাল ফতওয়া দিয়েছে এবং হারামে মশগুল হয়েছে।

এজন্য বর্তমান যামানার উলামায়ে সূ’রা দুর্বল ঈমানদারেরও অন্তর্ভুক্ত নয়। যে কারণে হাদীছ শরীফ-এ ছবি তোলার ব্যাপারে কঠোর নিষেধবাণী এবং ছবি তোলার কঠিন শাস্তির কথা উল্লেখ থাকলেও তারা হারাম ছবি তুলছে, দেখছে, টিভি চ্যানেলে প্রোগ্রাম করছে, বেপর্দা হচ্ছে, হারাম গণতন্ত্র, হরতাল, লংমার্চ সবই করছে। দুনিয়ার লোভে পড়ে নির্বাচন কমিশনারের সঙ্গে আঁতাত করে ছবিকে জায়িয করার এবং মানুষকে বিভিন্ন মাধ্যমে এ হারাম ছবি তোলার ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এমন কি ইসলামী শরীয়তে ছবি নিষিদ্ধ নয় বলে কুফরী ফতওয়া দিয়েছে।

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইসলামী পোশাক বোরকার বিরুদ্ধে বিষোদগারকারী মুরতাদদের প্রসঙ্গে তিনি বলেন, আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অবমাননা করে তথাকথিত ব্যারিস্টার তানিয়া আমীর এবং বোরকার বিরুদ্ধে বলে ঢাবির শিক্ষক ওয়াহিদুজ্জামান ও তার স্ত্রী কুফরী করেছে এবং মুরতাদ হয়েছে।

মি’রাজ শরীফ প্রসঙ্গে তিনি বলেন, যারা মি’রাজ শরীফ-এ অস্বীকার করে, খাছ ফতওয়া অনুসারে তারা মুসলমান নয়।

শবে বরাত প্রসঙ্গে তিনি বলেন, কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ শবে বরাতের কোন অস্তিত্ব নেই, ওহাবী, খারিজী, সালাফী, দেওবন্দী, তাবলীগী, মওদুদী, জামাতীদের এ বক্তব্য সম্পূর্ণ জিহালতপূর্ণ, গুমরাহী ও কুফরীর অন্তর্ভুক্ত। কুরআন শরীফ-এ শবে বরাতকে “লাইলাতুম মুবারাকাহ” বা বরকতময় রাত এবং হাদীছ শরীফ-এ “লাইলাতুন নিছফে মিন শা’বান” বা শা’বান মাসের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়। তিনি বলেন, আরেকটা শ্রেণী রয়েছে, যারা বলে থাকে “সারা বছর নামায পড়েনা, রোযা রাখে না, এখন শবে বরাতে একদিন নামায-কালাম পড়ে কী হবে? একথা বলা কুফরী। ক্ষমা ও মাগফিরাতের রাত্র শবে বরাত। যারা বেপর্দা হয়, ছবি তোলে, গান-বাজনা করে খালিছ তওবা ব্যতীত তাদের শবে বরাত নছীব হবে না।

তিনি বলেন, প্রত্যেক মুসলমানের উচিৎ অত্যন্ত শান-শওকত, জৌলুশ, মুহব্বত ও খুলুছিয়তের সাথে শবে বরাত পালন করা।

কাজেই প্রত্যেক মুসলমান সরকারের দায়িত্ব কর্তব্য হলো তারা যেন শবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করে সরকারীভাবে সারা দেশে শবে বরাত পালন করার ব্যবস্থা গ্রহণ করে।

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সবাইকে শরীয়ত গর্হীত কাজ হতে বিরত হয়ে নেক আমল করে শবে বরাতের খাছ আমল করে এ মহান রাতের খাছ রহমত, বরকত, ছাকীনা, ক্ষমা, নাজাত ও নিয়ামত হাছিলের আহবান জানান।

উল্লেখ্য, গত ২৬ রজব, মুতাবিক ১১ আগস্ট শনিবার দিবাগত রাত্রে রাজারবাগ সুন্নতি জামে মসজিদে পবিত্র শবে মি’রাজ উপলক্ষে ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। েেত মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি প্রধান অতিথির বয়ান পেশ করেন। এছাড়া ২৭ রজব মুতাবিক ১২ আগস্ট, রোববার বাদ মাগরিব শিশু আনজুমানে আল বাইয়্যিনাতের উদ্যোগে ওয়াজ শরীফ ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাজারবাগ দরবার শরীফ সুন্নতি জামে মসজিদে পবিত্র শবে বরাত পালনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ