আল বাইয়্যিনাত প্রতিবেদন: মসজিদ আল্লাহ পাক-এর ঘর। আর ছবি তোলা আল্লাহ পাক এবং আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিষেধ। যারা মসজিদে ছবি তোলার প্রচারণা চালাতে চায় তারা মূলত আল্লাহ পাক-এর ঘরে দাঁড়িয়ে আল্লাহ পাক এবং তাঁর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে বলতে চায়।
যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ আওলাদে রসূল মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এক আলোচনা মজলিসে একথা বলেন।
তিনি বলেন, মসজিদে ছবি তোলার কথা বলতে হলে গির্জায় হযরত ঈসা আলাইহিস্ সালাম ও হযরত মরিয়ম আলাইহাস সালাম-এর বিরুদ্ধে এবং ইহুদীদের উপাসনালয়ে হযরত মুসা আলাইহিস্ সালাম ও হযরত উজাইর আলাইহিস্ সালাম-এর বিরুদ্ধে, তাদের ‘গড’ এর বিরুদ্ধে বলতে হবে এবং মন্দিরে হিন্দুদের দেবদেবীর বিরুদ্ধে ও মঠে গৌতম বুদ্ধের বিরুদ্ধে বলতে হবে।
তিনি বলেন,এসব হারাম কাজ থেকে নির্বাচন কমিশনারকে খালিছ তওবা করতে হবে।
সম্প্রতি মুরতাদ রুশদীকে নাইট ও মুনাফিক লাদেনকে সাইফুল্লাহ খেতাব প্রদানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দর্ম ব্যবসায়ী ও অজ্ঞ মহল উপলব্ধি করতে পারে না যে, ইসলামের দৃষ্টিতে খ্রিস্টানদের কথিত আভিজাত্য তথা নাইট হুডের কোনই মূল্য নেই।
তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে ‘নাইট’ ঘৃনিত খেতাব। মুরতাদ রুশদী নাইট উপাধি গ্রহণ করায় সে ইসরাম বিদ্বেষী ইহুদী ও খ্রিস্টানদের চিিহত গোলাম হিসেবে প্রমাণিত হয়েছে। ইহুদী-খ্রিস্টানদের ঘৃণ্য এজেন্ট মুনাফিক গোলাম হিসেবে প্রমাণিত হয়েছে। ইহুদী-খ্রিস্টানদের ঘৃন্য এজেন্ট মুনাফিক লাদেনকে সাইফুল্লাহ উপাধি দান করে ও ব্রিটিশ রাণীর কুশ পুত্তলিকা দাহ করে অজ্ঞ মহল ও ধর্ম ব্যবসায়ীরা তাদের অজ্ঞতা ও ধর্মহীনতা জাহির করেছে। তাদের কারণেই ইহুদী ও খ্রিস্টান তথা বিধর্মীরা সুযোগ লাভ করেছে।
ভারতের দর্মব্যবসায়ী জমিয়তে উলামায়ে হিন্দ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ‘জমিয়তে উলামায়ে হিন্দ’ ধর্ম ব্যবসায়ী দল তথা ঐতিহ্যগত কংগ্রেসের দালাল। কিছুদিন পূর্বে তারা গরু কুরবানী নিষিদ্ধকে সমর্থন করেছে। উলামায়ে ছূ’দের সমর্থিত ভারতের মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রতিভা পাতিল বেলেছে, এখনও আমরা পর্দার আড়াল থেকে বের হতে পারিনি। নারীরাও স্বাধীন ভারতের নাগরিক্ তাই পর্দা প্রথা বন্ধ হওয়া উচিত। এ কুফরীমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিভা পাতিলের বক্তব্যে উদ্দেশ্যমূলকভাবে ইসলামের ইতিহাসের প্রতি অপবাদ ও ইসলামের বিরোধিতা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন মসজিদে ছবির প্রচারণা চালানোর ধৃষ্টতা দেখিয়ে, প্রতিভা পাতিল পর্দার বিরুদ্ধে বলে, আর জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিভা পাতিলের পক্ষে সাফাই গেয়ে বিশ্বের প্রায় দু’শ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শক্ত কুফরী করেছে।
তিনি তাদের সম্পর্কে মুসলমানদের সচেতন হওয়ার আহবান জানান।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ