আল বাইয়্যিনাত প্রতিবেদন: আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টিই হয়েছেন আল্লাহ পাক-এর রসূল হিসেবে। সে কারণে তাঁকে আমাদের মত মানুষ বলা যেরূপ জায়িজ নেই অনুরূপ তাঁকে তোমার নেতা’ ‘আমার নেতা’ ‘বিশ্ব নেতা ‘মহামানব’ মহাপুরুষ?ইত্যাদি শ?দ্বারা সম্বোধন করাও জায়িজ নেই।
ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদে আ’যম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিশেষ মজলিশে আলোচনায় এ কথা বলেন।
তিনি বলেন, এসব সম্বোধন জাহিরীভাবে ওনার শান মনে হলেও হাক্বীক্বতে এর মধ্যেও রয়েছে ইহুদী-খ্রীস্টানদের ষড়যন্ত্র। এসব সম্বোধন সাধারণত: ইহুদী-খ্রীস্টান, বেদ্বীন-বদদ্বীন, নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং এসব শব্দ দ্বারা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা হলে তাঁকেও ইহুদী নাসারাদের সমপর্যায় ভু?করা হয়, এবং তাঁকে আমাদের মত মানুষ হিসেবেই বিবেচনা করা হয় যা ওনার প্রতি চরম ইহানতের শামিল যা কাট্টা কুফরী।
কাজেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লা?আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট সকল বিষয়ে চরম সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওনার মুবারক সুমহান শানের প্রতি বেমেছাল সম্মান প্রদর্শন করতে হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্যেই ফরয ওয়াজিবের অন্তর্ভূক্ত। উল্লেখ্য রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে সাইয়্যিদুল আ’ইয়াদ, পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লা?আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ১২ দিন ব্যাপী আয়োজিত ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল ১ রবিউল আউয়াল শরীফ থেকে ১২ রবিউল আউয়াল শরীফ পর্যন্ত অত্যন্ত ভাগম্ভীর্যপূর্ণ রহমত, বরকত ও সাকীনা যুক্ত পরিবেশে (পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পালিত হয়।
১৩ রবিউল আউয়াল শরীফ সুন্নতি জামে মসজিদে পবিত্র সামার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল, রবিবার, কদমতলা রাজারবাগ, মুহম্মদিয়া জামিয়া কমপ্লেক্স মসজিদে পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ