আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১৫৯তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ পাক-এর যেরূপ শ্রেষ্ঠত্ব, অন্যান্য মাস হতে রমাদ্বান শরীফের অনুরূপ শ্রেষ্ঠত্ব। রমাদ্বান শরীফের প্রথম দশ দিন রহমত, দ্বিতীয় দশ দিন মাগফিরাত এবং তৃতীয় দশ দিন নাজাত লাভের।

ইমামে আ’যম, মুযাদ্দিদে আয’ম হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলতানুন নাছীর, আওলাদে রসূল, নূরে মুকাররম, হাবীবুল্লাহ ঢাকা, রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর বিশেষ মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, এ যুগে মাসিক আল বাইয়্যিনাত হচ্ছে  হিদায়েতের দিশারী একমাত্র হক্ব পত্রিকা। যা হক্ব প্রকাশের মাধ্যমে মানুষের ঈমান, আক্বীদা ও আমল হিফাযত করে তাদেরকে আল্লাহ পাক-এবং তাঁর হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টির দিকে ধাবিত করছে।

তিনি বলেন, এ যুগের উলামায়ে ‌ছূ’রা দ্বীন ইসলামকে আকবরের দ্বীনে এলাহীতে রূপান্তর করার কোশেশে লিপ্ত। পক্ষান্তরে মাসিক আল বাইয়্যিনাত হক্ব প্রতিষ্ঠার কোশেশ করে যাচ্ছে।

তিনি বলেন, যখন হক্ব প্রকাশিত হয়, তখন তা গ্রহণ করা সকলের জন্যেই ফরয ওয়াজিব। “একেক জনের একেক মত আমরা এখন কার মত গ্রহণ করব?” আম লোকের এসব কথায় কাজ হবে না। হক্ব বুঝার, হক্ব গ্রহণ করার মানসিকতা তৈরী করতে হবে, কোশেশ করতে হবে। তাহলেই হক্ব পাওয়া যাবে।

এজন্য প্রত্যেককে নিয়মিত মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা পড়তে হবে। পাশাপাশি আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যমে হক্বের প্রচার প্রসারে মাল-জান সব কিছু দিয়ে কোশেশ করতে হবে।

দেশব্যাপী দৈনিক আল ইহসান প্রচারঃ উলামায়ে ‘ছূ’দের অপতৎপরতা রুখতে দেশব্যাপী দৈনিক আল ইহসান প্রচার করার ব্যাপক কর্মসূচী হাতে নয়া হয়েছে। এজন্য প্রত্যেক জেলা, থানা, ওয়ার্ড এবং এলাকাভিক্তিক আঞ্জুমান প্রতিনিধিগণকে কেন্দ্রীয় আঞ্জুমানের সঙ্গে যোগাযোগ করতে এবং ব্যাপক প্রচার-প্রসারে সর্বাত্মক অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

শব-ই-ক্বদর পালন ও ইফতার মাহফিল সংবাদঃ ২১ রমাদ্বান শরীফ হতে ২৯ রমাদ্বান শরীফ পর্যন্ত প্রত্যেক বিজোড় রাত্রিতে রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নামায-কালাম, মীলাদ শরীফ, তওবা-ইস্তিগফার, দুয়া ও মুনাজাতের মাধ্যমে পবিত্র শবে ক্বদর পালিত হয়। এছাড়া কেন্দ্রীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত প্রতিনিধিবর্গের উপস্থিতিতে দেশব্যাপী প্রত্যেক জেলা ও থানা পর্যায়ে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ