আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৫৫তম সংখ্যা | বিভাগ:

ল বাইয়্যিনাত প্রতিবেদনঃ  রোগের ক্ষেত্রে ওষুধ যেমন কার্যকরী, খারিজী-ওহাবী তথা সমস্ত বাতিল ফিরকার ক্ষেত্রে মাসিক আল বাইয়্যিনাত অনুরূপ কার্যকরী। ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানুন নাছীর, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বিশেষ মজলিশে আলোচনায় একথা বলেন। তিনি বলেন, কুরআন শরীফকে আল্লাহ পাক মানুষের জাহিরী-বাতিনী শিফা বলে উল্লেখ করেছেন। মাসিক আল বাইয়্যিনাতও অনুরূপভাবে মানুষের জাহিরী বাতিনী শিফা। তিনি বলেন, বর্তমান যুগে মানুষের ঈমান হিফাযত করার জন্য মাসিক আল বাইয়্যিনাত পাঠ করা ফরয হয়ে গেছে। মাসিক আল বাইয়্যিনাত পাঠ করা ব্যতীত এ যুগে কারো পক্ষে হক্বের উপর থাকা এবং ঈমান রক্ষা করা কঠিন ব্যাপার। তিনি বলেন, আলো আসলে যেমন অন্ধকার থাকতে পারে না, অনুরূপ যেখানে মাসিক আল বাইয়্যিনাত থাকবে সেখানে কোন বাতিল থাকতে পারবে না। তিনি বলেন, মাসিক আল বাইয়্যিনাত এর হক্ব ফতওয়ার কারণে বাতিল দূর হয়ে আস্তে আস্তে হক্বটা সারা বিশ্বে জারী হয়ে যাবে। তিনি বলেন, কারো হিদায়েতের জন্যে মাসিক আল বাইয়্যিনাত-এর কয়েকটা সংখ্যা পড়াই যথেষ্ট।  আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কর্মতৎপরতা  সম্পর্কে তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাথে সংশ্লিষ্ট সকলকে বেশী বেশী মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা নিতে হবে এবং তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। তিনি বলেন, সকলের দায়িত্ব হবে এলাকা ভিত্তিক পরিচিত লোকের সমন্বয়ে জোরদারভাবে আঞ্জুমানের কাজ করা এবং ব্যাপকভাবে আল বাইয়্যিনাত পত্রিকার প্রচার করা। তাহলে না হক্ব দূর হয়ে সর্বত্র হক্বটা জারী হয়ে যাবে। উলামায়ে ‘ছূ’দের না হক্ব আমল ও ফতওয়া এবং অপতৎপরতা থেকে বেঁচে ঈমান হিফাজত করে হক্বের উপর ইস্তিক্বামত থাকতে পারবে। উল্লেখ্য, গত ০৬ জুন/০৬ ঈসায়ী, রোজ- মঙ্গলবার, বাদ মাগরিব, রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে কাছীদা শরীফের সামার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১৭ জুন, রোজ- শনিবার, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেওটচিড়া জামে মসজিদে স্থানীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে সাইয়্যিদুল আ’ইয়াদ, পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে ইমামে আ’যম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন।

 আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ