আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ “দুষ্ট প্রকৃতির এবং বদ্ চরিত্রের লোকেরাই হক্বের বিরোধিতা করে থাকে। এরা জালিম হয়েও মনে করে তারা আলিম। তারা সারাক্ষণ হারাম কাজ করেও মনে করে তারা হক্ব। মূলত: এরা গোমরাহ, এরা ধর্মব্যবসায়ী উলামায়ে ‘ছূ’।”
ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলতানুন্ নাছীর, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী মজলিসে আলোচনাকালে একথা বলেন।
তিনি হক্ব বিরোধী উলামায়ে ‘ছূ’দের প্রকৃতি সম্পর্কে কুরআন শরীফের আয়াতে কারীমার উদ্বৃতি পেশ করে বলেন, আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেন, “প্রত্যেক নবী-রসূলের বিরোধিতা করে তারা, জ্বীন-ইনসানের মধ্যে যারা শয়তান প্রকৃতির, বদ্ চরিত্রের অধিকারী এবং নাফরমান।”
কাজেই বর্তমানে যারা হক্বের বিরোধিতা করছে তারাও মূলত: এ আয়াত শরীফেরই হাক্বীক্বী মিছদাক। তারা ইসলামের নাম দিয়ে হারাম কাজ করে, নাহক্ব কাজ করেও নিজেদেরকে হক্ব বলে দাবী করছে। অথচ এরা হচ্ছে সৃষ্টির সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব। এদের হাক্বীক্বত প্রসঙ্গে তিনি সম্প্রতি ভারত এবং বাংলাদেশের ঢাকা ব্যতীত অন্যান্য জেলার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের উল্লেখ করে বলেন, “সম্প্রতি কুরবানীর পূর্বে ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে মুসলমানদের উদ্দেশ্য ফতওয়া দেয়া হয়েছে, “গরু হিন্দুদের দেবতা, কাজেই দেবতার সম্মানার্থে মুসলমানরা যেন কুরবানী না করে।”
তিনি বলেন, গরু হিন্দুদের দেবতা, মুসলমানদের দেবতা নয়। আর কুরবানী করা হচ্ছে ইসলামের বিধান, ওয়াজিব আমল।
তাহলে মানুষ এখন কার কথা মানবে? আল্লাহ পাক ও আল্লাহ পাক-এর হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নির্দেশ, না-কি দেওবন্দের হিন্দুদের অনুসারী তথাকথিত মুফতী-মাওলানাদের?
মূলত: কেউ মুসলমান দাবী করলে তাকে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস অনুযায়ীই চলতে হবে। আর যারা বদ্ আক্বীদায় বিশ্বাসী, ইসলামের নামে গণতন্ত্র, হরতাল, লংমার্চকারী, মৌলবাদ দাবীকারী, ব্লাসফেমী আইন তলবকারী, টিভি চ্যানেলে প্রোগ্রামকারী, ওয়াজিব কুরবানী করতে নিষেধকারী উলামায়ে ‘ছূ’দের অনুসরণ করবে, তারা পথভ্রষ্ট ও গোমরাহ হয়ে জাহান্নামের কীটে পরিণত হবে।
কাজেই প্রত্যেক হক্ব তালাশীর উচিত হবে এদের ধোকা থেকে দূরে থাকা এবং নিজেদের ঈমান ও আক্বীদা হিফাযত করা।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারী-২০০৬ ঈসায়ী, শুক্রবার, বাদ মাগরীব ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, রাজারবাগ শরীফের মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর মুবারক উপস্থিতিতে রাজারবাগ সুন্নতী জামে মসজিদে প্রথমবারের মত হামদ, নাত ও কাছীদা শরীফের বরকতপূর্ণ সামার (মাহফিল) মজলিস অনুষ্ঠিত হয়।
এছাড়াও গত ১৫ জানুয়ারী-২০০৬, রোববার, বাদ আছর হতে মাদারটেক সরকার পাড়ায় স্থানীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন।
আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ