আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৪৯তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আলিম, ছূফী-দরবেশ, মুফতী-মুহাদ্দিছ, শাইখুল হাদীছ, শাইখুত্ তাফসীর, আন্তর্জাতিক বক্তা বলে দাবী করে যারা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে, বেপর্দা হয়, ছবি তোলে, গণতন্ত্র করে তারা চরম শ্রেণীর মালউন এবং ইবলিসের খাছ কায়িম-মক্বাম। এদের ধোঁকা থেকে বেঁচে থাকা প্রত্যেকের জন্য ফরয-ওয়াজিব। ইসলাম ছাড়া অন্য কোন নিয়মনীতি, তর্জ-তরীক্বা গ্রহণ করলে সে মুসলমান দাবী করতে পারবে না। যে মুসলমান দাবী করতে চায় তাকে অবশ্যই মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। অর্থাৎ আল্লাহ পাক-এর মতে মত এবং আল্লাহ পাক-এর হাবীব, আখিরী রসূল, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পথে পথ থাকতে হবে। ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানুন নাছীর, আওলাদে রসূল মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বিশেষ মজলিশে আলোচনাকালে একথা বলেন। উল্লেখ্য, গত ২৯ নভেম্বর-২০০৫ ঈসায়ী মঙ্গলবার থেকে ১৯ ডিসেম্বর-২০০৫ ঈসায়ী সোমবার পর্যন্ত ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানুন নাছীর, আওলাদে রসূল মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানিত আহলে বাইতসহ দেশের উত্তরাঞ্চলে ২১ দিনের এক বিশেষ ছফর করেন।  ২৯ ও ৩০ নভেম্বর মঙ্গলবার ও বুধবার সিরাজগঞ্জ এস, এস রোডস্থ হোটেল পূবালী-এ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত প্রদান করেন। ২৯শে নভেম্বর হোটেল পুবালীতে মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩০শে নভেম্বর হযরত আফজাল মাহমুদ রহমতুল্লাহি আলাইহি-এর দরগাহতে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।  ১, ২, ৩ ডিসেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার কুড়িগ্রাম জেলার অন্তর্গত রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মাওলানা সাইয়্যিদ মুহম্মদ আফজালুল হক ছাহেবের বাসভবনে অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার নাজিমখান হাইস্কুল এন্ড কলেজ মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর ডাংরারহাট বাজার জামে মসজিদে মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার বয়ান পেশ করেন ও নামায পড়ান। ৪, ৫, ৬ ডিসেম্বর, রবি, সোম ও মঙ্গলবার পোস্ট অফিস রোড, পাটগ্রাম মোটেল প্যারাডাইসে অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ৪ ডিসেম্বর, রবিবার, কালিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৫ ডিসেম্বর টি.এন উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর, আন্তঃজেলা মোড়, বানিয়াপাড়া পাটগ্রাম খানকায়ে মুহম্মদিয়া লিল্লাহ বোডিং ও আলিম মাদ্রাসা পরিদর্শন করেন। ৭, ৮ ডিসেম্বর, বুধ, বৃহস্পতিবার ঠাকুরগাঁও, পুরাতন বাস স্ট্যান্ড হোটেল সাদেক-এ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর, বুধবার, ঠাকুরগাঁও হাজিপাড়া মেজর মোস্তাক ছাহেবের বাসভবনে মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ঠাকুরগাঁও রোড, যুব সংসদ মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।  ৯, ১০, ১১ ডিসেম্বর, শুক্র, শনি ও রবিবার, দিনাজপুর মালদাহ পট্টি হোটেল প্লাটিনাম-এ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর শুক্রবার, মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বিশ্বম্ভপুর জামে মসজিদে জুমুয়ার বয়ান পেশ করেন ও নামায পড়ান। ১০ ডিসেম্বর, শনিবার, জিলা স্কুল অডিটোরিয়ামে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১২, ১৩, ১৪ ডিসেম্বর, সোম, মঙ্গল ও বুধবার চাপাইনবাবগঞ্জ প্রফেসরপাড়া, আলহাজ্জ মুহম্মদ রফিকুল ইসলাম ছাহেবের বাসভবনে অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর, সোমবার, মিয়াপাড়া ঈদগাহ ময়দান, কৃষ্ণগোবিন্দপুর হাটে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর, মঙ্গলবার, নাচোল ডিগ্রি কলেজ মাঠে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর, বুধবার, মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী চাপাইনবাবগঞ্জ শহরস্থ মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। ১৫, ১৬ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার পাবনা, আব্দুল হামিদ রোড, হোটেল শিলটনে অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, কফিলুদ্দীন পাড়া জামে মসজিদে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর, শুক্রবার, কফিলুদ্দিন পাড়া জামে মসজিদে মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী জুমুয়ার বয়ান পেশ করেন ও নামায পড়ান। ১৭, ১৮, ১৯ ডিসেম্বর, শনি, রবি ও সোমবার নাটোর, মাদ্রাসা মোড় হোটেল মিল্লাত-এ অবস্থান, তা’লীম-তালক্বীন ও বাইয়াত অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর, শনিবার, কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর, রবিবার দিয়ারভিটা জামে মসজিদ সংলগ্ন খন্দকার মুহম্মদ শাফিউল ইসলাম ছাহেবের বাস ভবনে মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  ২০ ডিসেম্বর, মঙ্গলবার, ২১ দিনের দীর্ঘ সফর শেষে ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানুন নাছীর, আওলাদে রসূল মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী সম্মানিত আহলে বাইত ও সফর সঙ্গীসহ ঢাকা রাজারবাগ দরবার শরীফে প্রত্যাগমন করেন। এসব মাহফিল স্থানীয় জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন এবং মসজিদে জুমুয়ার নামায পড়ান। এ ছফরে বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী সাইয়্যিদাতুন্ নিসা, ইমামাতুছ্ ছিদ্দীক্বা, কায়িম-মক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর নিকট খাছ পর্দার সাথে তা’লীম-তালক্বীন গ্রহণ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দ্বীনি জজ্বা লাভ করেন। এসব জেলায় অনেক মজবুত আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়। পাশাপাশি অনেক শক্তিশালী মহিলা ও ছাত্রী আঞ্জুমানে আল বাইয়্যিনাতও গঠিত হয়।

 আল বাইয়্যিনাত সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত  ও মাহফিল সংবাদ আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ