আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ যেখানে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের আলোচনা হয়ে থাকে সে মজলিসের আদব রক্ষা করা ওয়াজীব। ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম, সুলত্বানুন নাছীর, আওলাদে রসূল মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিসে আলোচনাকালে একথা বলেন। তিনি বলেন, তাছাউফের সম্পূর্ণটাই আদবের অন্তর্ভুক্ত। আর ইসলাম সেটাও আদবের অন্তর্ভুক্ত। আর বেয়াদব আল্লাহ পাক-এর রহমত থেকে বঞ্চিত। ওলামায়ে ‘‘ছূ”দের আদব কায়দা নেই, তারা আল্লাহ পাক-এর রহমত থেকে মাহরূম। কারণ তারা আল্লাহ পাক, আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আউলিয়ায়ে কিরাম-এর প্রতি আদব প্রদর্শন করে না। যে কারণে তারা গোমরাহ হয়ে গেছে। তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম কোন গুনাহ বা ভুল কিছুই করেননি। তারপরেও তিনি তওবা-ইস্তিগফার করে বিনয় প্রদর্শন করে আল্লাহ পাক-এর প্রতি আদব দেখালেন। (প্রসঙ্গত উল্লেখ্য- নবী রসূল আলাইহিমুস সালামগণ নিষ্পাপ ও ভুলত্রুটি মুক্ত)। অপর দিকে ইবলিস ৬ লক্ষ বছর ইবাদত-বন্দেগী, ফেরেশ্তাদের তালিম-তালক্বীন দেয়ার পরেও অহংকার বশত আল্লাহ পাক-এর নির্দেশ অমান্য করে চরম বেয়াদবি করে চির লা’নতপ্রাপ্ত হয়ে গেল। তিনি বলেন, আজকাল অনেকে বলে থাকে, আগের যুগে অনেক বড় বড় অলি আল্লাহ পয়দা হতেন কিন্তু এখন হননা তার কারণ কি? তিনি বলেন, কি করে বড় অলি আল্লাহ হবে? এখনকার লোকদের আদব নেই, কায়দা নেই কেমন করে বড় অলি আল্লাহ হবে। বড় অলি আল্লাহ হওয়ার জন্যে অনেক আদবের দরকার রয়েছে, তমিজের দরকার রয়েছে। আল্লাহ পাক, আল্লাহ পাক-এর হাবীব এবং আউলিয়ায়ে কিরামগণের প্রতি হুসনে যনও থাকতে হবে। তাহলে আল্লাহ পাক-এর রহমত নাযিল হবে। ফলে সে কামিয়াবী হাছিল করবে। তিনি বলেন, আজকাল মানুষ মনে করে বাইয়াত হওয়া এটা একটা রসম-রেওয়াজ। শুধু আসা আর যাওয়া। শুধু আসা যাওয়া করলেই হবে না। শায়খ প্রদত্ত তাছাউফের যে তর্জ-ত্বরীকা, নিয়ম-কানুন রয়েছে তাও পরিপূর্ণ আদবের সঙ্গে মেনে চলতে হবে। তাহলেই হাক্বীক্বী কামিয়াবী অর্জন করা সম্ভব। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর/০৫, শনিবার ইমামে আ’যম, মুযাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিশুদ্ধ ইলম, আমল ও আক্বীদা ভিত্তিক ইসলামী শিক্ষার মহান ক্ষেত্র তৈরীর উদ্দেশ্যে মুহম্মদিয়া জামিয়া শরীফ কমপ্লেক্স এর জন্য-ক্রয়কৃত আড়াই হাজার শরীফ-এ অবস্থিত মসজিদ- মাদ্রাসার জমি পরিদর্শন করেন।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৬
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৭
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীকৃত গেল খুলে -২৮
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৯
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৩০