আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ২৪৭তম সংখ্যা | বিভাগ:

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ


 

আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন: যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার উদ্ধৃতি দিয়ে বলেন- “আর তাদেরকে মহান আল্লাহ পাক উনার দিবসসমূহকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই উক্ত দিবসসমূহের মধ্যে প্রত্যেক ধৈর্যশীল-শোকরগোযার বান্দাদের জন্যে নিদর্শনাবলী (নিয়ামত) রয়েছে।”

মহান আল্লাহ পাক উনার প্রিয়তম হাবীব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান সম্মানার্থে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সকলেই সম্মানিত। তাই উনাদের সাথে সংশ্লিষ্ট দিবসগুলিও সম্মানিত। মূলত, উক্ত দিবসগুলিই মহান আল্লাহ পাক উনার দিবস।

সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আশূরা মিনাল মুহররম শরীফও মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস উনার অন্তর্ভুক্ত। পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে পবিত্র আশূরা শরীফ নামে মশহুর। এই মহাপবিত্র দিনটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কারণেই সম্মানিত। এ দিনে প্রায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের সুমহান বরকতময় ঘটনাবলী সংঘটিত হয়।

সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা এদিনেই সংঘটিত হয়েছে। ৬১ হিজরী সনের এ দিনে ইয়াওমুল জুমুয়াহ বা জুমুয়াবার জুমুয়াহ ওয়াক্তে সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কারবালার প্রান্তরে পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন।

কাজেই সকল আনজুমান আমীলগণের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত প্রতিটি দিবস অত্যন্ত মুহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে পালন করা।

মাহফিল সংবাদ

সাইয়্যিদে ঈদে বিলাদতে হযরত সাইয়্যিদুল উমাম আলাইহিস সালাম

এবং হযরত শাফিউল উমাম আলাইহাস সালাম!


ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!

গত ১১ যিলক্বদ শরীফ ছিল কুতুবুল আলম, বাহরুল উলুম, আওলাদে রসূল হযরত সাইয়্যিদুল উমাম আলাইহিস সালাম উনার সুমহান আযীমুশ্ শান পবিত্রতম বিলাদত শরীফ দিবস এবং ১৪ই যিলক্বদ শরীফ ছিলো বাহরুল উলুম, কুতুবুল আলম, নক্বশায়ে হায়দার, শাফিউল উমাম হযরত শাহদামাদ আউওয়াল ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদত শরীফ দিবস।

অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল:

খ্বলীফাতুল্লাহ, খ্বলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার জারীকৃত অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল প্রতিদিন বাদ- ইশা রাজারবাগ শরীফ পবিত্র সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রতিদিনই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত জীবনী মুবারক থেকে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

তাছাড়া পবিত্র যিলক্বদ ও যিলহজ্জ শরীফ মাসে রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে আরো অনেক বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।

১৮ যিলহজ্জ শরীফ: আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৫ যিলহজ্জ শরীফ: আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ দিবস।

২৭ যিলহজ্জ শরীফ: আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ই যিলহজ্জ শরীফ: সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরা, ত্বইয়্যিবা, সাইয়্যিদাতুল উমাম আছ ছালিছা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

এসব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

একইভাবে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে প্রতিদিন বাদ যোহর অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া অন্যান্য সম্মানিত দিবসসমূহও অত্যন্ত মুহব্বত, তা’যীম-তাকরীম এবং শান-শওকত সাথে পালিত হয়।

এসব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন, সাইয়্যিদাতুন্ নিসা, আফযালুন নিসা, ইমামাতুস ছিদ্দীক্বা, নূরে জাহান, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ