আনজুমানে ও আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১৬৩তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: আল্লাহ পাক যাদেরকে মুহব্বত করেন এবং খাছ রহমত করেন, তাদের অন্তরে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং যামানার লক্ষ্যস্থল আওলিয়ায়ে কিরামগণের প্রতি মুহব্বত এবঙ হুসনে যন পয়দা করে দেন। অবশেষে তারা হিদায়েত লাভ করে এবং হক্বের উপর ইস্তিক্বামত হয়ে যায়।

ইমামে আ’যম মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, কুতুবুল আলম সুলত্বানূন নাছীর, নূরে মুকাররম, হাবীবুল্লাহ রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিসে আলোচনায় এ কথা বলেন।

তিনি বলেন, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি োয়া সাল্লাম-এর প্রতি তারাই হুসনে যন রাখতে পারেনা, যারা গযবপ্রাপ্ত, লা’নতগ্রস্ত তথা উলামায়ে ছূ। মূলতঃ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি োয়া সাল্লাম সংশ্লিষ্ট বিষয়ে চু-চেরাকারী এসব উলামায়ে ‘ছূ’রা হাক্বীক্বতে কাট্টা কাফির এবং চির জাহান্নামী।

তিনি বলেন, মাসিক আল বাইয়্যিনাত যেরূপ হক্বের প্রকাশ এবঙ বাতিল ফিরক্বা ো উলামায়ে ‘ছূ’দের মুখোশ উন্মোচন করে আসছে ঠিক একই ধারাবাহিকতায় দৈনিক আল ইহসানো অনুরূপ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কাজেই, প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য হবে দৈনিক আল ইহসানের গ্রাহক ো প্রচার সঙখ্যা বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপনেরও ব্যবস্থা করা।

উল্লেখ্য, আল্লাহ পাক-এর রহমতে গত ১৯ ফেব্রুয়ারি, ০৭ ঈসায়ী, সোমবার থেকে দৈনিক আল ইহসান জাতীয়ভাবে প্রকাশিত হচ্ছে।

এ জন্য তিনি সকলকে আর্থিক, আত্মিক, শালীরিক তথা সার্বিকভাবে দৈনিক আল ইহসানের খিদমতে শরীক থাকার জোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী, ০৭ ঈসায়ী রোজ মঙ্গলবার শিশু আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কাছীদা পাঠকদের পরিবেশনায় কাছীদা শরীফ-এর মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং নছীহত পেশ করেন।

এছাড়া গত ১১ ফেব্রুয়ারী/০৭ ঈসায়ী, রবিবার ধানমন্ডিস্থ রায়ের বাজার টালী অফিস সংলগ্ন মনোয়ারা শিকদার অ্যাপার্টমেন্টে, জনাব পিন্টু বাবুর্চী সাহেবের বাসভবনে ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মর্তব্য, আগামী ১০ মার্চ মুতাবিক ১৯ ছফর থেকে ২রা এপ্রিল মুতাবিক ১২ রবীউল আউয়াল শরীফ পর্যন্ত রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে সাইয়্যিদুল  আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি োয়া সাল্লাম উপলক্ষে ২৪ দিন ব্যাপী প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রথম ১২ দিন প্রত্যহ সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত এবঙ বাদ আছর থেকে ইশা পর্যন্ত ক্বিরায়াত, হামদ, না’ত, কাছীদা, বিষয়ভিত্তিক ওয়াজ, আযান, হিফজুল কুরআন, হিফজুল হাদীছ, বিষয়ভিত্তিক রচনা, উপস্থিত ওয়াজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও ১ রবীউল আউয়াল শরীফ থেকে ১২ রবীউল আউয়াল শরীফ পর্যন্ত প্রতিদিন বাদ আছর থেকে ইশা পর্যন্ত এবঙ শেষদিন বাদ আছর থেকে ফজর পর্যন্ত অর্ধ শতাধিক হক্বানী-রব্বানী ওয়ায়িজ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট বিভিন্ন মুবারক বিষয়ের উপর অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন।

উল্লেখ্য, ১২ দিন ব্যাপী আয়োজিত ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিলে ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, নূরে মুকাররম হাবীবুল্লাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রতিদিন মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন এবং দুয়া ও মুনাজাত পরিচালনা করবেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ