আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে- ৪৫

সংখ্যা: ১৫৭তম সংখ্যা | বিভাগ:

নব্য উবাই বিন সূলুল বাংলাদেশের জাতীয় খতীব উবাই,

খোদার নিয়ামত ‘নওরোজ’ কহে, ইহুদী পয়সা খাই।

পহেলা বৈশাখে ধুতি ও সিঁদুর চন্দন মেখে সবে,

উদ্যানে যেয়ে নন্দ করিতে দোষ নাহি এই ভবে।

বাঙালী রেওয়াজ জাতীয় নাজ সকলে লুটিয়া লও,

মাটির থালায় পান্তার সাথে ইলিশ ভাজিয়া খাও।

নাচে গানে সবে ফুর্তি করিও জাতীয় খতীব কহি,

বাংলা উবাই খিতাব আমার ধর্ম মতেই গাহি।

খতমে নুবুওয়াত সাইনবোর্ড নিয়ে হয়ে আছি কাদিয়ানী,

খেল্ তামাশা জায়িয কহিছি ইহুদী ফতোয়া দানি।

হায়! কুরআন হাদীছ নিয়েও সে মিথ্যা কথাই বলে,

ইহুদী ফরাসে রহে মৌজে সেই সে উবাই হালে।

সে মুসলমানেরে ধোঁকায় ফেলিতে হয়ে আছে ইবলিস,

মনগড়া ঐ তরজমা করে কুরআন পাক আর হাদীছ।

ঈদে মীলাদুন্ নবী বিদয়াত বলিছে ইহুদীর কোলে বসে,

নারী নেতৃত্ব জায়িয করিছে ম্যাডামি ক্বদম চুষে।

বেপর্দা ও ছবি বৈধ বলে কুরআন কিতাবে নাকি?

খায়েশ পুরাতে নিজ ধর্মকে ডুবাতে রাখেনা বাকি।

গণতন্ত্রকে জিয়ায়ে রাখিতে ভোট কহে আমানত,

তাগুতি হুকুম ক্বায়িম রাখিতে করিছে দস্তখত।

হায় দেশময় তারা বর্বরতায় সয়লাব করে ফেলে,

ধর্ম দোহাইয়ে ধোঁকার জোয়ার বহাইছে কলকলে।

বিশ্বের বুকে মুসলিম আজ দুখি হয়ে চিৎকারে,

আঘাত করিছে মুসলিম শিরে ইহুদী নির্বিচারে।

হায় লেবানন হচ্ছে পতন ইহুদী কামান গোলায়,

ইহুদী এজেন্ট শিয়াদের দিয়ে দেশকে লুটিয়া লয়।

লেবাননবাসী রহিয়াছে ফাঁসি শিয়াদের মারপ্যাচে,

ইহুদী ঈঙ্গ মার্কি দানব কুশ্রী হাসিতে নাচে।

শহর গ্রাম বন্দর সব বোমায় গুঁড়িয়ে দেয়,

আবাল বৃদ্ধ বণিতা শিশু মৃত্যুতে কাঁতরায়।

আহারে! দাফন  কাতারে ভীর বেড়ে যায় লাশে,

দুর্বল প্রাণ মুসলিম দেশ কেউ না দাঁড়ায় পাশে।

কহি আল্লাহ পাক-এর রুবুবিয়াতেই শুনা যায় গর্জন,

ঐ মুজাদ্দিদ আ’যম খোদার করম দুনিয়াতে আগমন।

তাঁর ছোহবতে মুক্তি ধ্বনি, দৈব বাণীতে ঘোষে,

তিনি আল্লাহর দূত, জিল্লতি বাম তাড়াবেন নিশ্বাসে।

ঐ দূত্ হন পূত: পবিত্র, মুসলিমী রাহ্গীর,

ঐ দূত্ হন ধর্মীয় বীর জম্ তিনি ইহুদীর।

ঐ দূত্ হন রসূলে পাকের সুন্নতি আলী শান,

ঐ দূত্ হন সাইয়্যিদী স্বচ্ছ উদ্যমী আরকান।

ঐ দুত্ হন ফারূক্বী দারাজ হায়দারী আলোয়ান,

ঐ দূত হন খালিদী দ্বীপ্তে কুওওয়াতে উঁচুয়ান।

সহজেই তিনি উলামায়ে ছু’র মিটে দেন কারসাজি,

তাঁর ওসীলায় ধরণীর বুকে বর্ষিত হয় রুজি।

তাঁর গৌরবে আজ দুনিয়ায় মুখরিত সৎ বাণী,

তাঁর সৌরভে সূর্য মহল তোমা দেয় হাতছানি।

বাংলা উবাই সকল হারাই হয় যে নাস্তানাবুদ,

মুজাদ্দিদের তাজদীদী ঘায়ে পাচ্ছেনা আর যুত্।

জাতীয় খতীব উবাই এবার শিয়ালি সুরত ধরে,

হদছ কমিনী মাহির পৃষ্ঠে আপন কলটি নারে।

মওদুদীদের মদদেই সে ম্যাডামি নজর পায়,

ভোট আমানত ফতওয়া যে দিয়ে পদখানি আটকায়।

যামানার ইমাম তামাম ‘ছু’দের তাজদীদী জালে তুলে,

কালাদরিয়ার নির্জন দ্বীপে দেন যে তাদের ফেলে।

ওহাবী খারিজী লা মাযহাবী ইহুদী গর্তে ঢুকে,

চুপি চুপি  তারা হামলা করিছে ঈমানদারের বুকে।

ঐ মুজাদ্দিদের পষ্ট ফতওয়া শুনো হে মুসলমান,

গণতন্ত্রই চরম কুফরী কহে যে আল কুরআন।

চ্যালেঞ্জ করেন বিশ্বের বুকে, আছ কে মায়ের লাল,

খণ্ডন কর আমার ফতওয়া জানাবোরে তালায়াল।

শত কোটি টাকার ঘোষণা দিলেন মুজাদ্দিদ ময়দানে,

পারিলো না কেউ চ্যালেঞ্জ গ্রহিতে কাপুরুষ আন মনে।

পারিবে না আর কোনদিন তারা, তিনি যে হন দলীল,

ঐ হুজ্জাতুল্লাহ লক্বব তাঁহার আল্লাহ যে বখ্শিল।

মুজাদ্দিদ তিনি চিহ্নিত করেন, কাহারা যে মুনাফিক,

উলামায়ে‘ছু’দের চিহ্নিত করেন, দলীল-প্রমাণে ঠিক।

মুসলিমি দেমাগ রাখ হে সজাগ, দুশমনে দ্বীন তারা,

ঐ দুই শ্রেণীর তাগুতেরাই ঈমান করিছে হারা।

প্রতিবাদ কর মুজাদ্দিদ সনে, আস হে মুসলিমীন,

উলামায়ে‘ছু’ আর মুনাফিকদেরে করে দাও নিশ্চিন্।

রসূলী তনয় সাইয়্যিদ তিনি, তিনিই রহমদ্বার,

তিনি নায়িবে রসূল নায়িবে খোদা, মুজাদ্দিদ ক্ষুরধার।

আজ আলমের তিনিই খলীফা সবে আস তাঁর কাছে।

ক্বিয়াদাতে তাঁর করিলে জিহাদ তাগুত সরিবে পিছে,

কামিয়াব হবে সকল যুদ্ধে নাহি আসে পরাজয়,

আল্লাহর পথে সুন্নাহি মতে, মুজাদ্দিদ আশ্রয়।

তাঁর ছিফতের তাক্বীর দিতে তামাম মুসলমান,

ঐক্য কাতারে হিল্লোল তুলো, ফেলে দাও পস্তান।

-বিশ্বকবি, শায়খ সাইয়্যিদ মুহম্মদ মুফাজ্জলুর রহমান।

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৬

 আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৭

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীকৃত গেল খুলে -২৮

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৯

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৩০