মহা মুজাদ্দিদ তাজদীদ তাঁর প্রচারেন দেশে দেশে,
বিশাল বহরে সফর করেন ইলাহী ইশকি জোশে।
পাহাড় পর্বত নদ-নদী ডিঙ্গে রোদ বৃষ্টির মাঝে,
পরিবার-পরিজনদেরসহ মুরীদান সাথে যুঝে।
কুরআন-সুন্নাহর মত পথ তিনি কহিছেন জনপুরে,
সত্য পথের আহ্বানে তিনি জাগ্রত দিল্ গড়ে।
পথ হারা ঐ মুমিনীন রাহে তাজদীদী আলোয়ান,
সহজে সুপথ খুঁজে দেয় তারে কামিলানে দো’জাহান।
ঐ দু’হাজার পাঁচ আগস্টে তাঁহার সফর চট্টগ্রামে,
বিশেষ সফর আঠার দিনের আয়োজন মহা ধুম ধামে।
সেই যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী,
কক্সবাজার আর চট্টগ্রামেই ভরে দেন রৌশনি।
পাহাড়ি চাকমা মারং মারমা ছুটে আসে দলে দলে,
পাহাড়ের পথ দূর্গম তবু থেমে থেমে নাহি চলে।
পাহাড়ের বুক বেয়ে বেয়ে ঐ অবলা নারীরা মিলে,
বোরকা-চাদরে মুড়ি দিয়ে এসে লভিতেছে নও বলে।
ঝির ঝির ঐ বৃষ্টি ঝরিছে পাহাড়ের সারা গায়,
নন্দ কানন বিরাজ করিছে মেঘলা কোমল ছায়।
দেখা যায় ঐ পর্বতে ঘেরা জন মানবের মেলে,
মুজাদ্দিদ তার তাজদীদ দিয়া রাখিয়াছে উজ্জ্বলে।
দলে দলে সবে মুরীদ হইছে গড়িছে আঞ্জুমান,
আল বাইয়্যিনাত করে ইতায়াত পাহাড়ি মুসলমান।
জামাত খারিজী খুলিতে চাহিছে দ্বীনিয়াতি আবরু,
করে দিতে চায় মুসলমানের ঈমানকে হায় মরু।
হাজারো কুফরি মতবাদ হায় রহে যে সত্য দ্বীনে,
মুসলিম মাঝে ভ্রান্তি কুয়াশা তমাশা করিয়া হানে।
ঐ ইহুদী শিখানো কায়দা কানুনে জামাতীরা ইসলামে,
মূল যে কাটিয়া আগায় পানি ঢালিতেছে উদ্যমে।
আজ মুজাদ্দিদের হুঙ্কারে তারা নড়বড় হয়ে পড়ে,
তাঁর তাজদীদে তাগুতি তক্ত জ্বলিছে অগ্নিভরে।
ঐ তাগুতি তামাশা সর্বনাশা কহিতেছি কিছু তার,
তারা মুসলমানেরে পাঠাইতে চাহে তুচ্ছ শ্মশানাগার।
এই বাংলা মুলকি মুসলিম সবে ধর্ম ভীরুতা খুব,
সহজ সরল জিন্দেগী তারা হারালে যে তায়াজ্জুব।
মোটা ভাত আর মোটা কাপড়েই গুজরান করে বেশ,
তারা পরম সুখেই জীবন কাটায় গ্রহিয়া ধর্মাদেশ।
যখন এদেশে বিদ্য়াত-বেশরা মাথা চারা দিতে চায়,
হক্বানী আলিম ওলী আল্লাহগণ দেন যে তাহা তাড়ায়।
আহা! সারাদেশ আজ বোমা কম্পনে কম্পিত দিবানিশি,
হায় সৌর্য্যরে ভূমি বাংলাদেশের মান যায় বুঝি ধ্বসি।
কুখ্যাত ঐ ইহুদীর চালে ওহাবীরা মোর দেশে,
জনগণ বুকে বোমা মেরে মেরে নন্দিছে উল্লাসে।
ঐ ওলামায়ে ‘ছূ’ ওহাবী, খারেজী, জামাতী শত্রু দেশে,
তারা রাজাকার একাত্তরের জানি বেঈমান ইতিহাসে।
প্রতিশোধ আজ নিতে চাহে তারা পরাজয়ী অপমান,
ইহুদীর সাথে আতাঁত করিয়া বোমা মারে চুপিয়ান।
চৌদ্দ কোটির অধিবাসী দেশে তারা যে মারে মিসাইল,
বানাইতে চাহে বাংলা মুলক দ্বিতীয় যে ইসরাইল।
মোদের তাহারা মার্কিনীদের করে দিতে তাঁবেদার,
করিতে চাহিছে ইহুদী মতেই আমাদের ব্যবহার।
হাজারো বাহানায় আনাগোনা করে ভ-রা বার বার,
ধর্মকে তারা পুঞ্জি করিছে কহিতেছে লিপিকার।
রে ঐ ধর্ম বর্ণ নির্বিশেষেই বাংলার জনগণ,
কেন আজ তোরা পালাবার তরে খুঁজিতেছ উলুবন।
পৃথিবী গ্রহের শ্যামল ভূমি যে মোদের বাংলাদেশ,
মহা মুজাদ্দিদ আসিয়া পড়িছে, করুণা তাঁর অশেষ।
তিনি আল্লাহর নামে শান্তিরে আনি বর্ষায় রহমত,
ঐ খোদার যিকিরে সাম্য সুবাসে ঘিরে রাখে বরকত।
তিনি মুজাদ্দি শিক্ষাবিদ তাঁর তাজদীদ সিরাজে দ্বীন,
তিনি যে বীর উচ্চ শীর আমিরুল মু’মিনীন।
–শায়েরে আলম, শায়খ সাইয়্যিদ মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৬
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৭
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীকৃত গেল খুলে -২৮
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৯
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৩০