ঐ মোর মুর্শিদ তিনি রাহ্গীর বড় শানদার,
বাতিলের ভয়ে কোঁকড়ায় নাহি সাহসীতে দ্বীনদার।
তিনি কুরাঈশী খুনের খান্দানী তন্ সুন্নতী ইছরা,
তিনি রসূলে পাক-এর আওলাদী ধন ইসলাহী বুশরা।
ঐ চারিদিকে তাঁর চমকায় নূর খ্যাতিময়ী অধিকার,
তিনি জুলমাতি রাত কাত করে হোন ইনসানী রাহবার।
ঐ তাগুতি হস্ত তাবা করে দেয়া তাঁর হয় মাকছুদ,
তিনি নূরানী হাস্তি যমীনের বুকে লন না যে ফুরসুত।
রে নাদান্ নাচিজ নাফরমান উলামায়ে ‘ছূ’য়েরা দেখ?
জাহান্নামের তোরা নর কীট মরদুদে উজবেক্।
ঐ জানিয়া রাখরে বেহায়ার দল তাগুতি দলেরা,
রাজারবাগের মুজাদ্দিদ তাঁর রোব যে আলম জোড়া।
তিনি আল্লাহ তায়ালার লালাহি বালাগ, জজ্বাহি খঞ্জর,
যা’আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলের নিজবতে ঊর্বর।
তিনি পয়মাল করে বাতিলী বলয় আরশের হাতিয়ারে,
তিনি জাগ্রত রহে হুশিয়ারী শীরে সুন্নী বর্ম পড়ে।
তিনি রসূলে খোদার রূহানী প্রদীপ জাহানেই জাগুয়ার,
তিনি ঐ প্রতি সুন্নত আলবত সদা করিছেন ব্যবহার।
তিনি সুন্নাহ কুওয়তে কুওয়তবান রয়েছেন মাহফুজ,
তিনি যামানার বীর মুজাদ্দিদ উদিত মহাসুরুজ।
শোনরে শোনরে উলামায়ে ‘ছূ’
কহি নারে আমি কভু মিছু।
সেই রাজারবাগীর রাজ সিংহাসন তামাম পৃথিবী জুড়ে,
খবরদারী করেন রাজকী শৌর্যে জালালী মর্জি ধরে।
সারা বাতিলের বাসনা চূড়াতে তিনি যে অগ্নিগোলা,
ফের সারা দুনিয়ার মজলুম তরে হন আশ্রয়ী ভেলা।
এই যামানার দ্বীন ইসলামের তিনি যে হোন ইমাম,
হায়রে উলামায়ে ‘ছু’ তোদের বড়াই চলিছে জাহান্নাম।
আমি কবি করি পায়রবী সেই সে মহান ওলীর,
হই আমি কবি মুজাদ্দিদের কবিতা যে অগ্নির।
সেই অগ্নি যে জ্বালাতে মগ্ন মরদুদি কারুকাজ,
উলামায়ে ‘ছূ’দের বৈরী পুড়াতে লিখা মোর দাহিরাজ।
শোন রে ভয় নেই মোর ভয় নেই সত্য যে লিখিবার,
হক্ব মুর্শিদী ছোহবতে থেকে রহিয়াছি গুলজার।
ঐ তামাম জাহানী মুসলিমদেরে কহিতেছি চিৎকারে,
সময় থাকিতে চলে আস সবে লাথি মেরে ভণ্ডরে।
ঐ ভ-রা আজ আলিম সাজিয়ে বসিয়াছে ইসলামে,
ঐ ভ-রা আজ মহিলা কদমে রহিতেছে নত চুমে।
ঐ ভ-রা আজ গদির লোভেই ধর্ম বিক্রি করে,
হীন করে আজ ইসলামী দ্বীন ইহুদী মন্ত্র সুরে।
ওহে মুসলিম জানিয়া রাখ হে ভ- যে কারা কারা,
জামাত, খারিজী, ওহাবী, শিয়া, কাদিয়ানী লুচ্চারা।
তারা দ্বীনকে বদল করিতে চাহিছে মতলবি ফাঁদ পেতে,
শয়তানি তান্ খতিয়ান লয়ে ঘুরিতেছে দ্বিনীয়াতে।
তাই ঈমান খাদক বেঈমানদের উচিত শাস্তি দিতে,
ঐ রাজারবাগের বীর মুজাদ্দিদ এলেন সাইয়্যিদিতে।
হায়! উলামায়ে ‘ছূ’ মুজাদ্দিদের বদনাম গেয়ে ফিরে,
তাঁর ছোহবতে মুসলমানেরে আসতে নিষেধ করে।
ওরে মুসলিম! আক্বিদা রাখিও মুজাদ্দিদ নায়েবে নবী,
তাঁর তাজদীদে মুক্তি দেখায় কভুনা মিথ্যা দাবী।
হইয়োনা দুনিয়ায় আর মুসলিম তোরা নতজানু ইনসান,
ইহুদী তাবেদার ওহাবী গংদের কেটে ফেল গর্দান।
আজ মুসলমানের দুঃসময়ে দরদী শায়েখ আসেন,
ইহুদী ফাঁদরে জ্বালাইয়া তিনি ঈমান বাঁচায়ে রাখেন।
ঘুরিয়া ঘুরিয়া, ডাকিয়া ডাকিয়া, জানান মুসলিমেরে,
কুরআন হাদীছ ইজমা ক্বিয়াসে সবে রহ এক ডোরে।
কুফরী রেওয়াজ বেলেহাজ প্রথা ছেড়ে দাও মুসলিম,
সুন্নী তরীক্বায় মওকা কেবল পাইতে রেজায়ে রহীম।
এভাবে সকল কুফরী বিদ্য়াত উৎখাত করে তিনি,
খালিছ ঈমানে জাগ্রত রাখে ইসলামী রাহা খানি।
ওরে পাপিষ্ট রূহ্ উলামায়ে ‘ছূ’ তোরা সবে গর্দভ,
হও ইহুদী চামচা ওহাবী খারিজী হিজরাতে নিষ্প্রভ।
বুক যে ফুলিয়ে জানাই তোদের আমাদের অভিপ্রাত,
মোদের জিহাদ কেবল তোদের করে দিতে নস্যাৎ।
রাজারবাগের সাইয়্যিদী পীর জিন্দা যে ধরাধমে,
ইনশাআল্লাহ তাঁর নেতৃত্বে তোদেরে দিচ্ছি দমে।
মোরা এই নিয়তেই জীবন বাজিতে রহিছি অগ্রগামী,
মউত তক্ সদা সত্য কহিব ধরাতে দিবস যামি।
-শায়েরে আলম, শায়খ সাইয়্যিদ মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৩
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৪
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৫
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৭