ঐ মুজাদ্দিদ তিনি ইমামে জাহান, জাহিলী নিদান কালে,
অধুনা জাহিল কাহিল করিতে, ছুটে আসেন নওবলে।
তাঁর তাজদীদ কোপে কাঁপিছে তাগুত, ধরণী বক্ষ জুড়ে,
তাঁর রোবের আঁচরে ক্ষত-বিক্ষত, ইবলিসী বল ঘিরে।
রে ইবলিসী পোষ্য সাবকের দল, ইহুদী ওহাবী কই,
কই রে নম ও নাছারার জাত, মুজাদ্দিদ এলো ঐ,
কেন আজ তোরা নেপথ্যে রহিস? সাহস থাকিলে আয় ।
কাপুরুষের ন্যায় গুটি চাল দিয়ে, গর্তে থাকিস লুকায়?
তাগুতি দাপট কত আছে তোর, দেখিতে চাহিছি মোরা,
দেখিতে চাহিছি ইবলিসী তাকত, দেখা রে ছিছকে চোরা।
রে ঐ ইবলিসী দাস খারিজী রাফিজী, বের হও গুহা হতে,
তোর ইঁদুরী ছুরত খুলিয়া আয়রে, হিম্মতি অনুপাতে।
বীর মুজাদ্দিদ রাজারবাগী তিনি, তৈয়ার ময়দানে,
তোদের সাথে বাহাছ করিতে, জাগ্রত অভিধানে।
বর্তমান তাঁর সমকক্ষ নেই, যামানার দুনিয়ায়,
কুরআন হাদীছ ইজমা ক্বিয়াসে, তিনি রন উজ্বালায়।
জাহির বাতিনে তিনি যে কেবল, স্বচ্ছ দ্বীনের জ্যোতি,
আহলে সুন্নাহ্র তিনি যে ইমাম, ভুল নেই এক রতি।
যামানার তিনি সাহসী প্রতীক, দ্বীন ইসলামের বুকে,
মাদানী ঝা-া তাঁহার হাতেই, বাতিলী যাচ্ছে চুকে।
ঐ হানাদার সব মন্দার কুহে, জ্বলিছে অবলিলায়,
দ্বীনি শত্রুর ক্ষেত্রে কেবল, অনল লহু উগ্লায়।
পৃথিবী গ্রহের চারিধারে আজ, মুজাদ্দিদী রোবে ঘেরা,
ওরে উলামায়ে ‘ছূ’ পারবিনা আর, দ্বীন করি দিশাহারা।
জাব্বারিয়াতের জয্বাহী শের, চেয়ে দেখ্ ওহাবী,
ক্বাবিয়্যাতের দুর্বারী দান, তিনি যে মাদানী রবি।
পারবিনা তোরা আওয়াম বাগাতে, শুন্রে নর পিশাচ,
পারবিনা ঐ সুন্নাহ্ দাবাতে, মুজাদ্দিদ আছেন সাঁচ।
রে দুনিয়া তালাশী খল নায়ক, ঐ ইহুদী চোগলখোর,
ঐ ইহুদী দানেই কত কাল আর, দেখাবি ঠুনকো জোর।
তোরা যে দেশের ঝোপঝারে লুকে, চুপিচুপি ঢিল মার,
তোরা যে আওয়ামকে ধোঁকা দিয়ে, ঐ মুজাদ্দিদী পিছে ছাড়।
সাধারণ আলিম উলামারে তোরা, নকলে রাখিস্ ভুনা,
অলিক যুক্তি দার করে তোরা, দাও যে প্রবঞ্ছনা।
মুসলিম ঐ জনগোষ্ঠীরে, ইহুদী ক্বদমে করিস কাঁত,
ঐ কায্যাব উলামায়ে ‘ছ’ূ, দীক্ষ দিশ্ কটু বাত।
যত দিস তোরা হুমকি ধমকি, করিস টাকার খেলা,
যত দিস তোরা ইহুদী সবক, হয়ে যে তাদের চেলা।
মহান মুজাদ্দিদ পরওয়া করেনা, কোন দিন কোন কালে,
হুংকারে তাঁর কাঁপে থরথর, তাগুত পরিছে গলে।
চাহিয়া দেখরে বেঈমান ‘ছূ’, রাজারবাগীর সূর্য সাজ,
ঐ সূর্যেই নিমিশে তাড়ায়, বাতিলের কালো ধ্বাজ।
ঐ সূর্যেই আঁধার ভাগিছে, গাঁও গ্রাম দেশ হতে,
জাগিয়া উঠিছে মুসলিম আজ, সত্যের সোয়ারিতে।
দুর্বল আর মিলে মিলে নয়, সবলের তাজ ধরে,
তোদের ধোঁকারে ভ্রুক্ষেপ করে, উঠিছে স্বচ্ছ ভোরে।
লালিমা গগনে কারবালা গুণে, তাক্বীর দিতে দিতে,
ইয়াজিদী সাবক উলামায়ে ‘ছূ,’ রাখিছে কতল খাতে।
ঐ রেহাই নেইরে উপায় নেই, জাগিছে মুসলমান,
মুজাদ্দিদের ডাকে আজ সবে, এক মাঠে রাখে প্রাণ।
এক উদ্যানে জমায়েত আজ, সুন্নতি রণ সাজে,
উলামায়ে ‘ছূ’দের উৎখাত তরে, রহিছেনা চোখ বুজে।
ঠাঁই নেই তোদের ঠাঁই নেই, জগতের কোন খানে,
সবখানেই ঐ মুজাদ্দিদ তিনি, রহিছেন বিচরণে।
ঐ রাজারবাগের মুর্শিদ, তিনি সুন্নতি দাবানল,
ঐ অনলেই ছারখার করে, বাতিলের কুৎ কল।
তাঁর তাজদীদ করিছে নাহিদ, ধরণীতে ইসলাম,
তাঁর তাজদীদ ধ্বসাইয়া দেয়, জাহিলের নীতিবাম।
তাঁর তাজদীদ করিছে ক্বারীব, হিদায়াতি অনুদান,
তাঁর তাজদীদ করিছে আবিদ, কামালাতে ইনসান।
ঐ তাজদীদে আজ সাড়া পরে যায়, বিশ্ব জগত ব্যাপী,
ঐ তাজদীদে আজ ছুটিয়া আসিছে, মুসলিমে ব্যাথা চাপি।
প্রতিজ্ঞা লইছে মুজাদ্দিদ সনে, ইসলাম তরে সবে,
প্রতিজ্ঞা লইছে সুন্নাহ জিয়াতে, কুরবানী দিশে ডুবে।
জোয়ার বহিছে মুসলিম মাঝে, মুজাদ্দিদী তাজদীদে,
ঐ রাজারবাগী সাইয়্যিদী বীরের, তাওয়াজ্জুহ্র অভিবাদে।
তাই বলে যাই শুনে রাখ ঐ, ইহুদী দালাল কীট্,
শ্রম মিছে তোর হইছে রে ঐ, জ্বলেনা যে মিট মিট।
তওবা করিতে ক্বদমে আস হে, মুজাদ্দিদের ক্বারীব,
ইবলিসকে তুই দুশমন জান, তবেই খুলিবে নছীব।
ইহুদী খ্রীষ্ট নমদের পিছ্, ছেড়ে দে রে, ছেড়ে দে,
মুজাদ্দিদ ঐ রাজরবাগ শরীফ, যোগ দে রে মুরীদে।
-বিশ্বকবি শায়খ মুহম্মদ মুফাজ্জুলুর রহমান, কারপাশা, মুন্সিগঞ্জ।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ছূদের হাক্বীক্বত গেল খুলে- ১৩
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ছূদের হাক্বীক্বত গেল খুলে-১৪
আল বাইয়্যিনা-এর দলীলের বলে, উলামায়ে ছূ’দের হাক্বীক্বত গেল খুলে- ১৬
হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৮২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ছূ’দের হাক্বীক্বত গেল খুলে-১৭