আল বাইয়্যিনাত বিরোধী ধর্মের লেবাস ও নামধারী ধর্ম ব্যবসায়ী মাওলানাদের আমল খুবই বদ॥ সাধারণ মানুষ এদের নিকৃষ্টতা সম্পর্কে কমই জানে-২

সংখ্যা: ১৪৫তম সংখ্যা | বিভাগ:

 কুরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, “মানুষ ও জ্বীনের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তাদেরকেই আমি নবী-রসূল তথা আউলিয়ায়ে কিরামের শত্রু করেছি।” মূলত: বিরোধীতা হওয়া, অপবাদ রটনা হওয়া সুন্নত। সে সুন্নত পালিত হচ্ছে বর্তমান জামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, মুহইস্ সুন্নাহ্, আওলাদে রসূল, রাজারবাগ শরীফে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর ক্ষেত্রেও।  সারাদেশে তথা বিশ্বে উলামায়ে ‘ছূ’রা তথা তাঁর নামে অপবাট রটনা করছে, বিরোধিতা করছে। কিন্তু যারাই করছে খোঁজ নিয়ে দেখা দিয়েছে যে, এরা প্রত্যেকেই খুব বদ আমলের অধিকারী। অসততা, মিথ্যাবাদী এমনকি চরিত্রহীনতারও অধিকারী। হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাঁর ইহ্ইয়াউলূমিদ্দীন কিতাবে এ সমস্ত আলিম নামধারীদের দোষত্রুটি তুলে ধরলে তা মোটেই গীবত হবে না বলে মন্তব্য করেছেন। বরং বলেছেন, “কিছুক্ষণ সময় নামধারী মাওলানাদের দোষত্রুটি তুলে ধরা ষাট বছরের বে-রিয়া নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।” এতদ্বপ্রেক্ষিতে আমরা বর্তমান জামানার উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত তুলে ধরলাম। মহান আল্লাহ পাক কবুলের ও হেফাজতের মালিক। জামায়াত নেতার কা- রাজশাহী ব্যুরো/বাগমারা প্রতিনিধি: ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে হাতেনাতে আটক করেছে ধর্ষক এক জামায়াত নেতাকে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামে। ধর্ষককে বাগমার থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামরামা গ্রামের ভুষি ম-লের পুত্র জামায়াত নেতা নজের আলী ম-ল একই গ্রামের জনৈক ব্যক্তির কন্যাকে ঘরে প্রবেশ করে মুখ চেপে ধর্ষণ করে। ধর্ষণ শেষে নজের আলী ঘর থেকে বের হওয়ার সময় চিৎকার করে ওই তরুণী। চিৎকারে প্রতিবেশীরা এসে ধরে ফেলে নজর আলীকে। এরপর সকালে গ্রামবাসী বাগমারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। (দৈনিক যুগান্তর, ২১ এপ্রিল-২০০৫, পৃষ্ঠা ২০) পাষ- মাদ্রাসা শিক্ষক ॥ মারমুখী জনতার সাথে সংঘর্ষে পুলিশসহ আহত ২০ ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা: ফটিকছড়ির নাজিরহাট জামেয়া আহমদিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ করার সংবাদে এলাকার লোকজন মাদ্রাসা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সাথে জনতার ব্যাপক সংঘর্ষে ৪ জন পুলিশসহ ২০ জন লোক আহত হয়েছে। মারাত্মকভাবে আহত এক কনস্টেবলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১০ জনকে আটক করেছে। মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসা শিক্ষক মৌলানা জুনায়েদ মাদ্রাসার পাশের একটি কক্ষে ধর্ষণ করা হচ্ছে সংবাদে নাজিরহাট বাজারের লোকজন মাদ্রাসা ঘেরাও করে। (দৈনিক ইত্তেফাক, ২৮ এপ্রিল-২০০৫, পৃষ্ঠা ২০) রায়পুরে ইমামের কা-! প্রতিনিধি রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে এক ইমাম দিনমজুরের কিশোরী মেয়েকে কবরস্থানে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে জোরপূর্বক বিয়ে পড়ানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধর্ষিত কিশোরীর পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর চরপাতা গ্রামের পাঠান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আবুল বাশার দিনমজুরের কিশোরী কন্যাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে নামাজ পড়তে আসা মুসল্লিরা ছুটে এলে ধর্ষক হাফেজ আবুল বাসার (৪২) হাতে নাতে ধরা পড়ে। উত্তেজিত এলাকাবাসী ধর্ষককে মারধর শুরু করলে এলাকার একটি প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং পঞ্চাশ হাজার টাকা কাবিনে ও দশ হাজার টাক উসুল দেখিয়ে ধর্ষিতার সঙ্গে ইমাম হাফেজ আবুল বাসারের বিয়ে পড়িয়ে দেয়। (দৈনিক সংবাদ, ৪ এপ্রিল-২০০৫ ঈসায়ী, পৃষ্ঠা নং ৪) উল্লেখ্য, এসব উলামায়ে ‘ছূ’দেরকে হাদীছ শরীফে “সৃষ্টির সবচেয়ে খারাপ জীব বা নিকৃষ্ট বলা হয়েছে। যারা সবচেয়ে কঠিন আযাব ভোগ করবে।”  অন্য হাদীছ শরীফে আরো বলা হয়েছে, “তোমরা তাদের কাছে যেয়োনা আর তাদেরকে তোমাদের কাছে আসতে দিয়োনা তবে তারা তোমাদের গোমরাহ করতে পারবে না।”

-মুহম্মদ ওয়ালীউর রহমান, ঢাকা।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের  দাঁতভাঙ্গা জবাব- ১৫

 বিৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বিৃটিশ ভূমিকা-১৫ 

কোকাকোলা ও অন্যান্য কোমল পানীয় সম্পর্কে উন্মোচিত সত্য-৩

চাঁদের তারিখ নিয়ে জাহিলী যুগের বদ প্রথার পুনঃপ্রচলন॥ নিশ্চুপ উলামায়ে ‘ছূ’ ঈদ, কুরবানীসহ জামিউল ইবাদত হজ্জও হচ্ছে বরবাদ

শুধু ছবি তোলা নিয়েই বড় ধোঁকা নয়, গণতান্ত্রিক শাসনতন্ত্র চর্চা করে “ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের” নামেও তিনি মহা ধোঁকা দিচ্ছেন