আল বাইয়্যিনাত বিরোধী ধর্মের লেবাস ও নামধারী ধর্ম ব্যবসায়ী মাওলানাদের আমল খুবই বদ॥ সাধারন মানুষ এদের নিকৃষ্টতা সম্পর্কে কমই জানে- ৩

সংখ্যা: ১৫১তম সংখ্যা | বিভাগ:

 কুরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, “মানুষ ও জ্বীনের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারাই নবী-রসূল তথা আউলিয়ায়ে কিরামের শত্রু।”

মূলত: বিরোধীতা হওয়া, অপবাদ রটনা হওয়া সুন্নত। সে সুন্নত পালিত হচ্ছে বর্তমান জামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, মুহইস্ সুন্নাহ্, আওলাদে রসূল, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর ক্ষেত্রেও। সারাদেশে তথা বিশ্বের উলামায়ে ‘ছূ’রা তাঁর নামে অপবাট রটনা করছে, বিরোধীতা করছে।

কিন্তু যারাই করছে খোঁজ নিয়ে দেখা গেছে যে, এরা প্রত্যেকেই খুব বদ আমলের অধিকারী। অসততা, মিথ্যাবাদী এমনকি চরিত্রহীনতারও অধিকারী।

হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাঁর ইহ্ইয়াউলূমিদ্দীন কিতাবে এ সমস্ত আলিম নামধারীদের দোষত্রুটি তুলে ধরলে তা মোটেই গীবত হবে না বলে মন্তব্য করেছেন। বরং বলেছেন, “কিছুক্ষণ সময় নামধারী মাওলানাদের দোষত্রুটি তুলে ধরা ষাট বছরের বে-রিয়া নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।”

এতদ্বপ্রেক্ষিতে আমরা বর্তমান জামানার উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত তুলে ধরলাম। মহান আল্লাহ পাক কবুলের ও হেফাজতের মালিক।

মাদক ব্যবসায়ীদের মাহফিল

বরিশাল ব্যুরো: নগরীর ভাটিখানায় ফেনসিডিল ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার ভাটিখানা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক শ্রেণীর মাওলানা এতে দোয়া পরিচালনা করেন। (দৈনিক যুগান্তর, ২৬ অক্টোবর-২০০৫, পৃষ্ঠা নং- ২০)

ফেনীতে জামায়াত পরিচালিত স্কুলে শিশুকে বলাৎকার ॥

শিবির কর্মী গ্রেফতার

ফেনী থেকে জেলা সংবাদদাতা: জামায়াতে ইসলামী পরিচালিত ফেনী শাহিন একাডেমী স্কুলে এক শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছে ৪র্থ শ্রেণীর শিশুছাত্র মুহম্মদ রিয়াদ হোসেন (১২)।

ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় স্কুলের হোস্টেল কক্ষে। পুলিশ বলাৎকারের নায়ক ফেনী কলেজ ছাত্রশিবির কর্মী আমির হোসেনকে গ্রেফতার করেছে। (দৈনিক ইনকিলাব,১২ নভেম্বর-০৫, পৃষ্ঠা নং-১২)

জকিগঞ্জে বিধবাকে ধর্ষণ করেছে জামায়াত নেতা ॥ পঁচিশ দিন ঠেকিয়ে রেখে মামলা রেকর্ড

সিলেট ব্যুরো: সিলেটের জকিগঞ্জে জামায়াত নেতা এক বিধবাকে ধর্ষণ ও অমানুষিক শারীরিক নির্যাতন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও মামলা রেকর্ড হয়েছে ঘটনার ২৫ দিন পর। বিলম্বে মামলা দায়েরের ফলে ভিকটিমের আলামত নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছ, স্থানীয় এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতার প্রভাবে মামলাটি রেকর্ডে বিলম্ব হয়েছে। অভিযুক্ত এনাম মিয়া উপজেলা কাজলসার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি বলে জানা গেছে। (দৈনিক যুগান্তর, ৯ নভেম্বর, ২০০৫ ঈসায়ী, পৃষ্ঠা নং ১৩)

ময়মিনসিংহে শিশু ধর্ষিত॥ তাবলীগ

জামাত থেকে ধর্ষককে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ত্রিশালে চল্লিশোর্ধ নরপশুর পাশবিকতার শিকার হয়েছে ছয় বছরের শিশুকন্যা। স্কুল পড়ুয়া তানিয়া ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ ধর্ষক আবু সাইদকে (৪৪) তাবলীগ জামাত থেকে গ্রেফতার করেছে। বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে গত ১৩ অক্টোবর ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামে। (দৈনিক জনকণ্ঠ, ১৮ অক্টোবর, ২০০৫, পৃষ্ঠা নং ২)

ধর্ষক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় প্রাণনাশের হুমকি

নীলফামারী, ১০ ডিসেম্বর, নিজস্ব সংবাদদাতা: ধর্ষক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করায় নববিবাহিত ধর্ষিত গৃহবধূ এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। শনিবার বিষয়টি জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। অভিযোগ মতে, নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই আশ্রয়ণের বাসিন্দা এক দিনমজুরের স্ত্রীকে গত ১৯ নভেম্বর রাতে কাঁঠালী ইউনিয়নের মেম্বার জামায়াত নেতা মমিনুল ইসলামসহ ৭ জন স্বামীর অনুপস্থিতিতে তার সম্ভ্রম হরণ করে একটি ধানক্ষেতে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রাখে।

এলাকাবাসী পরের দিন গৃহবধূকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক হাসপাতালে স্থানান্তরও করা হয়।

ধর্ষকরা জামায়াতের নেতাকর্মী হওয়ায় ধর্ষিতার স্বামী জলঢাকা থানায় মামলা করতে গেলে বাধার সম্মুখীন হয়। ফলে মামলাটি তারা দায়ের করে আদালতে।

আদালত আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। অভিযোগ মতে, আদালত থেকে মামলা জলঢাকা থানায় গেলে ধর্ষকরা ধর্ষিতা ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিলে তারা এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। (দৈনিক জনকক্ত, ১১ ডিসেম্বর-০৫, পৃষ্ঠা নং- ৪

জকিগঞ্জে মসজিদের অনুদানের  ৫০ হাজার টাকা জামায়াত  কর্মীর আত্মসাত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস:   জকিগঞ্জ উপজেলার হাজারীবাগ গ্রামের মসজিদের জন্য প্রাপ্ত অনুদানের ৫০ হাজার টাকা জামায়াতের এক কর্মী আত্মসাত করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জেলা পরিষদ থেকে গত ১৮ ডিসেম্বর মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়। ৫০ হাজার টাকার চেকটি উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের মাধ্যমে তারই ঘনিষ্ঠ সহচর জামায়াতকর্মী জয়নাল আবেদীনের হাতে পৌঁছানো হয়।

জয়নাল আবেদনী মসজিদ কমিটিকে কিছু না জানিয়ে পূর্বের একাউন্ট থাকা সত্ত্বেও নিজেকে মসজিদ কমিটির সভাপতি সাজিয়ে একটি একাউন্ট খুলে টাকা আত্মসাত করেন।

ইউনিয়ন জামায়াতের আমির গত শুক্রবার মসজিদে জুমার নামায আদায় করতে গিয়ে প্রাপ্ত অর্থের উন্নয়ন কাজ সম্পর্কে খোঁজখবর নিলে বিষয়টি জানাজানি হয়। (দৈনিক জনকণ্ঠ, ৬ ফেব্রুয়ারী-২০০৬, পৃষ্ঠা নং- ১২)

উল্লেখ্য, এসব উলামায়ে ‘ছূ’দেরকে হাদীছ শরীফে “সৃষ্টির সবচেয়ে খারাপ জীব বা নিকৃষ্ট বলা হয়েছে। যারা সবচেয়ে কঠিক আযাব ভোগ করবে।” অন্য হাদীছ শরীফে আরো বলা হয়েছে, “তোমরা তাদের কাছে যেয়োনা আর তাদেরকে তোমাদের কাছে আসতে দিয়োনা তবে তারা তোমাদের গোমরাহ করতে পারবে না।”

মুহম্মদ ওয়ালীউল্লাহ, ঢাকা।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের  দাঁতভাঙ্গা জবাব- ১৫

 বিৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বিৃটিশ ভূমিকা-১৫ 

কোকাকোলা ও অন্যান্য কোমল পানীয় সম্পর্কে উন্মোচিত সত্য-৩

চাঁদের তারিখ নিয়ে জাহিলী যুগের বদ প্রথার পুনঃপ্রচলন॥ নিশ্চুপ উলামায়ে ‘ছূ’ ঈদ, কুরবানীসহ জামিউল ইবাদত হজ্জও হচ্ছে বরবাদ

শুধু ছবি তোলা নিয়েই বড় ধোঁকা নয়, গণতান্ত্রিক শাসনতন্ত্র চর্চা করে “ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের” নামেও তিনি মহা ধোঁকা দিচ্ছেন