আল বাইয়্যিনাত শরীফ উনার দলীলের বলে, কাফির গোষ্ঠী রহে পদতলে-১২৪

সংখ্যা: ২৪১তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত শরীফ উনার দলীলের বলে, কাফির গোষ্ঠী রহে পদতলে-১২৪


তাজদীদ সুমহান

হলো অনন্তকাল সাইয়্যিদুল আ’ইয়াদ জারি যে সারে জাহান

দ্যুলোক ভূলোক প্রতি মুল্লুক রৌণকে অবিরাম,

সাইয়্যিদুল আ’ইয়াদ হচ্ছে পালন রৌশনে আঞ্জাম।

 

ওই যমীন কবর হাশর নশর জান্নাতে মহাধুমে,

সাইয়্যিদুল আ’ইয়াদ আবাদুল আবাদ চমকিছে তাসলীমে।

সেরা নিয়ামত হয়ে আলবৎ খোদায়ী খাঞ্চা হতে,

যমীনে এলেন সাইয়্যিদুল আ’ইয়াদ অমূল্য ইবাদতে।

 

ওই আল-কুরআনি খবরে জানি মুবারক ফরমান,

সাইয়্যিদুল আ’ইয়াদ মদদে আহাদ খ¦ইরুল ইহসান।

দেন আল্লাহ ফালইয়াফরাহূ মুসলিমী তাকদীরে,

খালিক্ব মালিক রব্বানী দান বেমিছাল মঞ্জুরে।

 

ওই মাখলূক্ব সব দস্তুরে,

সাইয়্যিদুল আ’ইয়াদ পালন করে।

জিন ইনসান সব মালাইকান,

কাতারে কাতারে রয় আগুয়ান।

 

জোশ দিয়ে সবে খুশিতে মগ্ন রসূলী ইশকে ডুবে।

হররোজ রহে অপলক মোহে অবশ্য দুই ভবে।

ইরহামসহ আকরাম নিয়ে প্রতি আশিকান খুশি,

সাইয়্যিদুল আ’ইয়াদ দ্বীনি ইমদাদ মাখলূক্বী উর্বশী।

 

যমীন আসমান প্রতি পরতেই জাঁকজমকের সাথে

জারি সাইয়্যিদুল আ’ইয়াদ জিন্দাবাদ প্রতি সৃষ্টির কাঁথে।

সীমাহীন বড় বরকতময় সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ,

উনার শান মান বয়ান করেও হচ্ছে না শেষ তা’রীফ।

 

আল্লাহ পাক উনার মালাইকসহ নবী ও রসূল মিলে,

সাইয়্যিদুল আ’ইয়াদ করেন পালন অনন্ত তারতীলে।

ওই মুবারক ছাহাবা কিরাম, তাবে তাবিয়ীন দলে দলে,

আউলিয়াসহ আশিক অধিকে রহিছেন দিল খুলে।

 

জানি হায় ইনসান বড় অসহায় তবুও তাকাব্বুরী,

চাহে খোদায়ী খবরে করতে তাহারা নাঙ্গা খবরদারী।

দখল করেছে গোটা জাহান এমনটা ভাব-সাব,

বেপরওয়া হয়ে গুজরায় নিয়ে শয়তানী আসবাব।

 

যদিও দেখেছে খোদায়ী গযব ভয়ঙ্কর আহকাম,

আদ ছামুদ আর নমরুদী সহ শাদ্দাদী পরিণাম।

বেহায়া বেকুফ অথর্ব ওই উগ্র যে ইনসান,

পশুর চেয়েও অধম কহিছেন পবিত্র কুরআন।

 

কর্মদোষে যাচ্ছে ফেঁসে যুগ যুগ ইতিহাস,

তাগুতী তপ্ত অগ্নি লাভায় লভিতেছে উপহাস।

আজ পৃথিবীর প্রতি পাদদেশে সাইয়্যিদুল আ’ইয়াদ,

হচ্ছে পালন মহাসমারোহে ইহা মহা খোশবাদ।

 

কিন্তু কিছু বেঈমান ওই শয়তানি চাম্চারা,

ঘেউ ঘেউ করে কুকুরের ন্যায় হয়েই হতচ্ছাড়া।

রে বেঈমান উলামায়ে ‘সূ’ দুশমনে হাবীবী,

শুনে রাখ মোরা আশিকে রসূল সুন্নতে পায়রবী।

 

পনের শতক হিজরী সনের মুজাদ্দিদে আ’যম হাজির,

উনার ছোঁয়ায় ঈমানদারেরা উচ্চে রাখিছি শির।

উনার ফায়িযে আমরা মু’মিন হরদম রহি তাজা,

তামাম তাগুত পালিদগুলোকে করবো অগ্নি ভাজা।

 

ওই পাক মুজাদ্দিদ করেন তাজদীদ সাইয়্যিদুল আ’ইয়াদ,

তামাম জগতে হচ্ছে পালন নূরে নূর আহলাদ।

হাক্বীক্বত হলো সাইয়্যিদুল আ’ইয়াদ গড়েন মুসলমান,

বিকল্প আর নেইরে নেই শুনো হে বুদ্ধিমান।

 

সব বন্দেগী জাগ্রত রহে সাইয়্যিদুল আ’ইয়াদী মোহে,

ওরে ও মু’মিন করহে ইয়াক্বীন কুরআন হাদীছে কহে।

ওহাবী খারিজী মওদুদীসহ তাবলীগী মুনাফিক,

সাইয়্যিদুল আ’ইয়াদ কহিছে হারাম ওদেরে জানাই ধিক।

 

ইমামুল উমাম গউছুল আ’যম শাহ সুলতান মুজাদ্দিদ,

রবীউল আউওয়াল কামালে কামাল আউলিয়া আফরিদ।

তিনি খলীফায়ে আস সাফফাহ হয়েই কায়িনাতে ইযহার,

তাগুতি শক্তি ধ্বংসের তরে, আশাদ্দু আলাল কুফফার।

 

হুঁশিয়ার ওরে ইহুদী নাছারা মজুসী ও নাস্তিক,

ওই বৌদ্ধ বাহাই কাদিয়ানি শিয়া হিন্দুরা মুশরিক।

কুখ্যাত ওই শার্লি হেবডো পত্রিকায় ছাপে তারা,

হাবীব পাক উনার ব্যঙ্গচিত্র প্রচারে অধুনা বিশ্বজোড়া।

 

জানাচ্ছি ওই ফ্রান্সের প্রশাসনসহ সকল কাফিরদেরে,

তড়িৎ তাদের দে ফাঁসি দে, নইলে ছাড়বো না রে।

সাড়ে তিনশত কোটি মুসলিম শিরে আঘাত মেরেই তোরা,

পাড় পেয়ে যাবি ভাবছিস বুঝি সম্ভব নাহি থোড়া।

 

হাবীবে খোদা হতে জুদা নহি কভু যত আছি মুসলিম,

কাফির মারতে থোড়াও ডরি না শুনে রাখ মুজরিম।

ওই সম্পাদক শার্লি হেবডোর হাবল চামচিকা,

তার পরিণতি দেখেছিস তোরা, রে জাহান্নামের পোকা।

 

মোরা মুজাদ্দিদে আ’যম উনার মুরীদ ইমামুল উমাম তিনি,

পুরো পৃথিবীর একক খলীফা উনাকে আমরা জানি।

চোখের পলকে তামাম তাগুত করে দিতে কুপোকাত,

মহান আল্লাহ পাক উনাকে দিলেন ক্ষমতা শুন কাফিরের জাত।


-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৩৬

হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৩৭

হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৩৮

হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৩৯

হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৪০