১। অধিক পরিমাণে ইবাদত-বন্দেগী ও যিকির-ফিকির।
২। তাক্বওয়া বা মহান আল্লাহ পাক উনার ভীতি।
৩। দুনিয়া বিমুখতা।
৪। ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার বা সংস্পর্শ।
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
فَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيْمٌ
অর্থ: কাজেই যারা ঈমান এনে আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারত উনার ইত্তিবা) করবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিযিক। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা হজ্জ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫০)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
إِنَّ الَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُـزُلًا
অর্থ: নিশ্চয়ই যারা ঈমান আনবে অতঃপর আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা) করবে মহান আল্লাহ পাক তিনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে (সর্বশ্রেষ্ঠ জান্নাত) মেহমানদারী করবেন। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা কাহাফ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১০৭)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَعَدَ اللهُ الَّذِيْنَ اٰمَنُـوْا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّـهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَـبْلِهِمْ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন যে, যারা ঈমান এনে আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা) করবে অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়াতে খিলাফত মুবারক দান করবো, যেমন তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলাম। (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫৫)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْـهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَـنَّـهُمْ أَحْسَنَ الَّذِيْ كَانُوا يَعْمَلُوْنَ
অর্থ: আর যারা ঈমান এনে আমলে ছালিহ অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা-অনুসরণ করবে অবশ্যই আমি তাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবো। আর তারা যা আমল করবে তার সর্বোত্তম প্রতিদান দান করবো। (সম্মানিত ও পবিত্র সূরা আনকাবূত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ০৭)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّـهُمْ فِي الصَّالِحِيْنَ
অর্থ: আর যারা ঈমান এনে আমলে ছালিহ অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা-অনুসরণ করবে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ছালিহীন বা ওলীআল্লাহগণ উনাদের অন্তর্ভুক্ত করবো। (সম্মানিত ও পবিত্র সূরা আনকাবূত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ০৯)