ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৭৭ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সংখ্যা: ২৯১তম সংখ্যা | বিভাগ:

সম্মানিত ইলমে তাছাওউফ অর্থাৎ আত্মশুদ্ধির মৌলিক ভিত্তি

 

১। অধিক পরিমাণে ইবাদত-বন্দেগী ও যিকির-ফিকির।

২। তাক্বওয়া বা মহান আল্লাহ পাক উনার ভীতি।

৩। দুনিয়া বিমুখতা।

৪। ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার বা সংস্পর্শ।

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

فَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيْمٌ

অর্থ: কাজেই যারা ঈমান এনে আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারত উনার ইত্তিবা) করবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিযিক। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা হজ্জ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫০)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

إِنَّ الَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُـزُلًا

অর্থ: নিশ্চয়ই যারা ঈমান আনবে অতঃপর আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা) করবে মহান আল্লাহ পাক তিনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে (সর্বশ্রেষ্ঠ জান্নাত) মেহমানদারী করবেন। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা কাহাফ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১০৭)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَعَدَ اللهُ الَّذِيْنَ اٰمَنُـوْا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّـهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَـبْلِهِمْ

অর্থ: মহান আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন যে, যারা ঈমান এনে আমলে ছালিহ (সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা) করবে অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়াতে খিলাফত মুবারক দান করবো, যেমন তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলাম। (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫৫)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْـهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَـنَّـهُمْ أَحْسَنَ الَّذِيْ كَانُوا يَعْمَلُوْنَ

অর্থ: আর যারা ঈমান এনে আমলে ছালিহ অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা-অনুসরণ করবে অবশ্যই আমি তাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবো। আর তারা যা আমল করবে তার সর্বোত্তম প্রতিদান দান করবো। (সম্মানিত ও পবিত্র সূরা আনকাবূত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ০৭)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَالَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّـهُمْ فِي الصَّالِحِيْنَ

অর্থ: আর যারা ঈমান এনে আমলে ছালিহ অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা-অনুসরণ করবে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ছালিহীন বা ওলীআল্লাহগণ উনাদের অন্তর্ভুক্ত করবো। (সম্মানিত ও পবিত্র সূরা আনকাবূত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ০৯)

সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৩ -মুহম্মদ সাদী

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (২২) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-১৯ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৩ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৪