হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা একজন বিশিষ্ট মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। তিনি বনু আসাদ গোত্রের মহিলা। প্রখ্যাত বদরী ছাহাবী হযরত উক্কাসা ইবনে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন উনার ভাই।
তিনি শুরুতেই পবিত্র মক্কা শরীফে দ্বীন ইসলাম গ্রহণ করেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বাইয়াত গ্রহণ করেন। ফলে প্রাথমিক যুগের অপরাপর মুসলমান উনাদের মত উনাকেও নির্যাতনের সম্মুখীন হতে হয়। পবিত্র মদীনা শরীফে হিজরতের অনুমতি মুবারক পাওয়ার পর তিনি উনার পরিবারের অন্যান্য মুসলমান সদস্যের সঙ্গে মহাপবিত্র মদীনা শরীফে হিজরত মুবারক করে চলে আসেন।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে কয়েকটি মহাপবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন।
হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমার এক পুত্রের মৃত্যুতে আমি খুবই বিচলিত হয়ে পড়েছিলাম। এমনকি গোসল প্রদান করতে বাধা দিয়ে বলেছিলাম, ঠান্ডা পানি দিয়ে আমার পুত্রকে গোসল দিয়ে মেরে ফেলো না। আমার ভ্রাতা হযরত উক্কাসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমার বিষয়ে উল্লেখ করলে তিনি বলেছিলেন, এই মহিলার কি হলো? তিনি দীর্ঘজীবি হোন! (ইছাবা)
ঐতিহাসিকগণ বলেন, তিনি অত্যন্ত দীর্ঘ জীবন লাভ করেছিলেন। ইমাম নাসাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, মহাসম্মানিত মহিলা ছাহাবীগণে উনাদের মধ্যে আর কেউ এত দীর্ঘ জীবন লাভ করেছিলেন বলে আমাদের জানা নেই। (ইছাবা)
মূলত: হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুবারক দোয়ার বরকতেই দীর্ঘ জীবন লাভ করেছিলেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের অনুসরণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা করার তাওফিক দান করুন। আমীন।
-তাসনীম আহমদ খান
পবিত্র দ্বীন ইসলাম অনুসরণ করেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংকট থেকে মুক্তি পাওয়া যাবে
ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত আসমা বিনতু উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
মুসলিম পরস্পরের প্রতি হামদরদী থাকা খুবই জরুরী
ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা