পূর্ব প্রকাশিতের পর
একনিষ্ঠ অভ্যস্ততা
ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ আলাইহাস সালাম, ছাহিবায়ে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদূমুল কায়িনাত, ছাহিবায়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, মুত্বহহার, মুত্বহহির, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং উনার যাওজুম মুকাররাম, ক্বায়িম মাক্বামে আবূ রসূলিল্লাহ আলাইহিস সালাম, ছাহিবে নিয়ামত, মাখদূমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহ্হির, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারা পবিত্র আরশে আযীম উনার অধিবাসী হয়েছেন। মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাসম্মানিত মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী রিযামন্দি-সন্তুষ্টি- তায়াল্লুক- নিসবত- কুরবত হাক্বীক্বীভাবে ও পরিপূর্ণরূপে হাছিলে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত হয়েছে:
مَنْ لَهُ الْـمَوْلٰى فَـلَهُ الْكُلِّ
অর্থ: “যিনি মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাসম্মানিত মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিগূঢ় নৈকট্য সান্নিধ্যে সংযুক্ত হয়ে যান, কুল কায়িনাত উনার অধীন হয়ে যায়।”
অর্থাৎ “যিনি মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব রহমাতুল্লিল আলামীন, রউফুর রহীম, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে অবিচ্ছিন্নভাবে সংযুক্তির মাধ্যমে উনাদের হাক্বীক্বী রিযামন্দী-সন্তুষ্টি হাছিলে ধন্য হয়েছেন, কুল-কায়িনাত উনার অধীন হয়ে যায়।” সুবহানাল্লাহ!
ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ আলাইহাস সালাম, ছাহিবায়ে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং উনার যাওজুম মুকাররাম ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিনা আলাইহিস সালাম, ছাহিবে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারা শুধু পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মালিকই নন। উনারা কুল-কায়িনাত, ইহকাল-পরকাল এবং জান্নাত-জাহান্নামসহ সকল কিছুরই মালিক। কুল-কায়িনাতের সকল ক্ষেত্রেই উনাদের আধিপত্য। সুবহানাল্লাহ!
(চলবে)
একজন কুতুবুয যামান উনার দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৬ -মুহম্মদ সাদী