ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৯৪ -মুহম্মদ সাদী

সংখ্যা: ২৫৪তম সংখ্যা | বিভাগ:

পূর্ব প্রকাশিতের পর

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলীআল্লাহ হওয়ার কারণে বড় বড় ওলীআল্লাহ তথা গউছ, কুতুব, আবদালগণ উনাকে চিনতেন এবং তদনুযায়ী উনারা উনাকে যথাযথ তা’যীম তাকরীম করতেন

বিশেষ করে উনার সম্মানিত শায়েখ খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, কুতুবুল আলম, ইমামুল হুদা, ক্বইয়্যূমুয যামান, শাইখুল মাশায়িখ, নায়িবে মুজাদ্দিদ হযরত মাওলানা আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি এবং ওলীয়ে মাদারযাদ, কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন, শাইখুত তরীক্বত, গাউছে যামান, হযরত মাওলানা শাহ সূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনারা স্বয়ং প্রায়শ ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সঙ্গে সাক্ষাতের জন্য উনার বাড়ী পবিত্র রাজারবাগ শরীফ আসতেন। সুবহানাল্লাহ!

একই কারণে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনাদের মুবারক ছোহবত শরীফে গেলে উনারা উনাকে চূড়ান্ত পর্যায়ের তা’যীম-তাকরীম করতেন। উনারা একান্ত সান্নিধ্য মুবারকে দীর্ঘসময় অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ!

আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মুবারক ইরশাদ অনুযায়ী হযরত জিবরীল আলাইহিস সালাম উনার সমগ্র আসমান ও যমীনে ঘোষণা প্রদানের কারণে পুরো কায়িনাতের সমস্ত মাখলূক্ব তথা সকল রিজালুল গইবসহ সমুদয় সৃষ্টিকূল ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, আফযালুল ইবাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, আবূ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাকে মুহব্বত করতেন, তা’যীম-তাকরীম করতেন। এমনকি অনেকে উনার মুবারক খিদমতের জন্য সদা-সর্বদা বেকারার থাকতেন। সে কারণেই দার্জিলিং-এর জঙ্গলে তিনি যখন রিয়াযত-মাশাক্কাতে মশগুল থাকতেন, তখন অনুক্ষণ তিনি গায়েবী মদদে ধন্য হতেন। সেখানকার পশু-পাখিরাও উনার তাঁবেদার ছিলো। মুবারক এ বিষয়ে পূর্বেই আমরা সবিস্তার আলোচনা করে এসেছি। সুবহানাল্লাহ!

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সীমাহীন উচ্চতার শান-মান, ইজ্জত-ঐতিহ্য, মর্যাদা-মাক্বাম উনাদের পরিধি ও তাৎপর্য সাধারণের কাছে অবোধ্য হলেও উনার অনন্য কারামত উনার বিষয়টি সহজেই অনুমেয়। মূলত এটি উনার বেমেছাল কারামত উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

একই কারণে হযরত খিজির আলাইহিস সালাম তিনিও প্রায়শ ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে আসতেন। বিভিন্ন বিষয়ে উনারা দু’জনে পারস্পরিক ভাব বিনিময় করতেন এবং অন্তর্গূঢ় আলাপ-আলোচনার মাধ্যমে উনারা অনেক জটিল ও সূক্ষ্ম বিষয়ে সুষ্ঠু সমাধানে পৌঁছতেন। এ সম্পর্কে অসংখ্য মুবারক ঘটনা রয়েছে। সেসব বলে শেষে করা যাবে না। সুবহানাল্লাহ!

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২০

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৫

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৫

হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি