ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৯২

সংখ্যা: ২৫২তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

পূর্ব প্রকাশিতের পর

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার ছিল উঁচু স্তরের ইলমে লাদুন্নী। তিনি বদ আক্বীদা পোষণকারী এবং বদ আমলকারী মানুষদের চিনতেন এবং তাদের পরিণামফল জানতেন। উনার মুবারক ক্বওল শরীফ অনুযায়ী তাদের হয়েছে

চরম ক্ষতিসাধন

এই মর্মে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

من عاد لى وليا فقد اذنته بالحرب

অর্থ: “যারা আমার মাহবূব ওলী উনাদের বিরোধিতা করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে থাকি।” নাউযুবিল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবুল ইলহাম, ছাহিবে ইসমে আ’যম, গরীবে নেওয়াজ, লিসানুল হক্ব, মুসতাজাবুদ দা’ওয়াত, মিছদাকে কুরআন ওয়াল হাদীছ সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক ছোহবতে অনবরত বিভিন্ন প্রকৃতির অসংখ্য মানুষ এসেছে। তাদের মধ্যে যাঁরা হাক্বীক্বীভাবে বিশুদ্ধ আক্বীদায় উনাকে মুহব্বত করেছেন, তারা কামিয়াবী হাছিল করেছেন, মুহব্বত-মা’রিফাতলাভে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ! আর যারা উনার বিরোধিতা করেছে এবং আচরণ, কথা, কাজ ও ধারণায় উনার সঙ্গে বেয়াদবি করেছে, তারা সর্বস্বান্ত হয়েছে। নাউযুবিল্লাহ!

এটি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, আবুল মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার বিশেষ শান-মান, মর্যাদা-মাক্বাম এবং অনন্য কারামত। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলীআল্লাহ হওয়ার কারণে বড় বড় ওলীআল্লাহ তথা গউছ, কুতুব, আবদালগণ উনাকে চিনতেন এবং তদনুযায়ী উনারা উনাকে যথাযথ তা’যীম তাকরীম করতেন

পবিত্র হাদীছে কুদসী শরীফে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি ইরশাদ মুবারক করেন:

ان اوليائى تحت قبائى لا يعرفهم غيرى الا اوليائى

অর্থ: “নিশ্চয়ই আমার মাহবূব ওলীগণ আমার কুদরতী জুব্বাহ মুবারক উনার মধ্যে অবস্থান করেন। উনাদের শান-মান, মর্যাদা-মাক্বাম হাক্বীক্বীভাবে একমাত্র আমি এবং আমার আখাছছুল খাছ ওলীগণ ছাড়া অন্য কারো সমঝ ও উপলব্ধিতে নেই।” সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদুর রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলার্দু রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪০

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯০

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৮৬ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)