ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৯

সংখ্যা: ২৩৯তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

পূর্ব প্রকাশিতের পর

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার শান-মান, মর্যাদা

ও মাক্বাম সম্পর্কে রিজালুল গইব উনারাও অবহিত

পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি ১৯৭১ ঈসায়ী সনে স্বাধীনতা যুদ্ধ চলাকালে কিছুদিন উনার গ্রামের বাড়ী প্রভাকরদী শরীফে অবস্থান করেন। উনার পবিত্র যবান মুবারকে আমরা শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেন: “আমি দেখেছি দিন শেষে রাত নেমে এলে পবিত্র ওই মাযার শরীফ অপরূপ রূপে সৌন্দর্যমন্ডিত হয়। পবিত্র মাযার শরীফ-সংশ্লিষ্ট পুরো এলাকা পবিত্র নূর মুবারকে আচ্ছাদিত হয়ে যায়। গভীর রাতে বর্ণনাতীত প্রলম্বিত একাধিক নূর মুবারক উনার স্নিগ্ধ আলো সুদূর আকাশ পর্যন্ত পরিব্যাপ্ত হয়।” সুবহানাল্লাহ!

এমন নিয়ামত-সমৃদ্ধ পবিত্র মাযার শরীফে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার সম্মানিত বুযুর্গ পূর্বপুরুষ উনাদের মধ্যে একজন রিজালুল গইব তিনি শুধু একাই নিয়মিতভাবে উপস্থিত হননা। উপস্থিত হন আরো অনেক রিজালুল গইব, অনেক মাহবুব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনারা। উনাদের সকলের মুবারক উপস্থিতিজনিত পবিত্র মিলনস্থানের মধ্যমণি থাকেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবুল ইলহাম, ছাহিবে ইসমে আ’যম, গরীবে নেওয়াজ, লিসানুল হক্ব, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

পবিত্র ওই মাযার শরীফেই শায়িত রয়েছেন উনার ছাহিবাতুল মুকাররামা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হাবীবাতুল্লাহ, হাবীবাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাহরুল উলূম, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল খইর, আফযালুন নিসা, ফক্বীহাতুন নিসা, ত্বহিরা ওয়াত ত্বইয়্যিবা, রাহনুমায়ে দ্বীন, ছিদ্দীকায়ে কুবরা, ছাহিবাতুল ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, মাহবূবায়ে ইলাহী, মাখযানুল মা’রিফা, মিছদ্বাকে কুরআন ওয়াল হাদীছ, জাদ্দাতু খলীফাতুল উমাম আলাইহিস সালাম, উম্মু মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

পূর্বোল্লিখিত রিজালুল গইব তিনি এবং উনার সঙ্গী অনেকে এবং মাহবূব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনারা শুধু প্রভাকরদী শরীফ সাইয়্যিদ বাড়ীর পবিত্র মাযার শরীফেই উপস্থিত হন না। উনারা আরো অন্যান্য মুবারক স্থানে উপস্থিত হয়ে থাকেন। আল নি’মাতুল কুবরা আলাল আলাম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, জামিউল আলক্বাব, সাইয়্যিদুুল খুলাফা, সাইয়্যিদুল আউলিয়া, আওলাদে রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি অনন্তকালব্যাপী পবিত্রতম সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার মাহফিল জারী করেছেন। সুবহানাল্লাহ! এ মুবারক মাহফিল এবং উনার অনুগামী, অর্থাৎ উনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অসংখ্য-অগণিত সকল পবিত্র মাহফিল প্রতিদিন-প্রতিক্ষণ রাজারবাগ পাক দরবার শরীফ-এ অনুষ্টিত হয়। পবিত্রতম ওই মাহফিলগুলোতেও রিজালুল গইব এবং ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনারা নিয়মিতভাবে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ!

উপস্থিতির কারণ হলো- ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার সঙ্গে রিজালুল গইব উনাদের পবিত্র সংশ্লিষ্টতা, উনার প্রতি আনুগত্যতা এবং আখাছছুল খাছভাবে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক ছোহবতলাভ। সুবহানাল্লাহ! পবিত্রতম ওই মাহফিলগুলোতে নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদাই উপস্থিত থাকেন। এছাড়া রাজারবাগ পাক দরবার শরীফে উনার দায়িমী মুবারক উপস্থিতি। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২০

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৫

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৫

হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি