ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৭

সংখ্যা: ২৩৭তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

 পূর্ব প্রকাশিতের পর

বলা হয়, পবিত্র মাযার শরীফে শায়িত থেকেও সূক্ষ্মদর্শী নৈকট্যধন্য মাহবুব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনারা জগৎ-সংসারের যাবতীয় কাজ পরিচালনা করে থাকেন। অর্থাৎ উনাদের মুবারক উছীলায় জগৎ-সংসারের প্রয়োজনীয় কার্যাদি সম্পাদিত হয়ে থাকে। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাদের লক্ষ্যস্থল মাহবুব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনাদেরকে উনাদের পবিত্র হায়াত মুবারকে যে রূহানী কুওওয়াত ও রোবসহ যাবতীয় নিয়ামত-সমৃদ্ধ পরম নৈকট্য-সংযোগ হাদিয়া করে থাকেন, তা উনাদের পবিত্র বিছাল শরীফ উনার পর ফুরিয়ে যায় না। ওসবের কার্যকর রেশ ও প্রবহমানতা অনন্তকাল পর্যন্ত পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ!

‘ইন্তিকাল’ শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। অর্থাৎ নশ্বর দুনিয়া থকে স্থায়ী আবাসস্থল আখিরাতের দিকে প্রত্যাবর্তন করা। এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে শহীদগণ উনাদের সম্পর্কে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি উনার পবিত্র কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

لا تقولوا لـمن يقتل فى سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون

অর্থঃ “যাঁরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় শহীদ হয়েছেন, উনাদেরকে তোমরা মৃত বলো না। বরং উনারা জীবিত, যা তোমরা উপলব্ধি করতে পারো না।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ-১৫৪) পবিত্র এ আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি শহীদ উনাদের মান-শান, মর্যাদা-মর্তবা, ফযীলত বর্ণনা করেছেন। সুবহনাল্লাহ!

অপরদিকে নৈকট্যধন্য মাহবুব ওলীআল্লাহ উনাদের ফযীলত, মর্যাদা ও মাক্বাম সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে এবং পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ব্যাপক বর্ণনা রয়েছে। লক্ষ্যস্থল মাহবুব ওলীআল্লাহ উনাদের মর্যাদা ও মাক্বাম সম্পর্কে নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন :

ان اولياء الله لا يـموتون بل ينتقل من دار الفناء الى دار البقاء

অর্থ: “নিশ্চয়ই ওলীআল্লাহগণ উনারা মৃত্যুবরণ করেন না। বরং উনারা অস্থায়ী জগৎ থেকে (মহান আল্লাহ পাক উনার মুহব্বতে) স্থায়ী জগতে প্রত্যাবর্তন করেন।” (মিরকাত শরহে মিশকাত শরীফ)

লক্ষ্যস্থল ওলীআল্লাহ উনাদের শান-মান, মর্যাদা-মাক্বাম সম্পর্কে পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন:

ان اوليائى تحت قبائى لا يعرفهم غيرى الا اوليائى

অর্থ: “নিশ্চয়ই আমার ওলীগণ উনারা আমার কুদরতী জুব্বা মুবারক উনার নিচে, অর্থাৎ আমার কুদরত মুবারক উনার মধ্যে অবস্থান করেন। আমি ছাড়া হাক্বীক্বীভাবে উনাদেরকে কেউই চিনেনা।” এমন মাহবুব ওলীআল্লাহ উনাদের পবিত্র বিছাল শরীফ গ্রহণের পূর্বের পবিত্র হায়াত মুবারকে উনাদের অবস্থান এবং উনাদের আখিরাতের পবিত্র জীবন মুবারকে উনাদের সীমাহীন মর্যাদাসম্পন্ন অবস্থা ও অবস্থান উনার বিষয় মানুষের অবোধ্য। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদুর রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলার্দু রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪০

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯০

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৮৬ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)