ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০২

সংখ্যা: ১৬১তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

রউফুর রহীম, রহমাতুল উম্মাহ, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে একই বিষয়ে একই সময়ে পিতা-পুত্রের সাক্ষাৎ ও নিয়ামত লাভ

 আমরা পূর্বেই বলেছি, কারামত হলো মাহবুব ওলীগণের মাধ্যমে অবস্থাভেদে প্রকাশ পাওয়া আল্লাহ পাক-এর ‘কুদরত’। এমন সব ওলীআল্লাহকে এ ‘কুদরত’-এর পরিমিত হিস্যা দান করা হয়, যাঁরা সুন্নতের ইত্তিবায় অনুক্ষণ অধিষ্ঠিত এবং ইস্তিক্বামাত থেকে আল্লাহ পাক এবং রফিকু ছাহিবিল কুদরত, রহমাতুল উম্মাহ, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে অবিচ্ছেদ্য নৈকট্য সংযোগে কামিয়াবী হাছিল করেছেন। আল্লাহ পাক-এর মাহবুব ওলীগণের মাধ্যমে অনেক অলৌকিক  বিষয়াদি প্রদর্শিত হলেও সুক্ষ্ম কামালত-সমৃদ্ধ কামিয়াবীর তুলনায় এসব কারামতের মর্যাদা ও মূল্য নগণ্য  (তেমন তাৎপর্যপূর্ণ নয়)। আল্লাহ পাক এবং তাঁর প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে নিগূঢ় নৈকট্য সংযোগে যে তাৎপর্যপূর্ণ প্রাপ্তিযোগ (কামালত) সাধিত হয়, মূলতঃ তারই নাম কারামত। এ কথাতো সর্বজন  বিদিত যে, উপযুক্ত নিয়ামত সংকুলানের জন্য উপযুক্ত পাত্র প্রয়োজন। কুতুবুয্ যামান, মাদারজাদ ওলী, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি এমন কারামত লাভে ধন্য হয়েছেন।  উপরে আলোচিত মুবারক স্বপ্ন দর্শন তাঁর সে কারামতেরই বিশিষ্টতাপূর্ণ বহিঃপ্রকাশ। সূক্ষ্মদর্শী ওলীআল্লাহগণের যাপিত জীবন মুবারকে এমন সব কারামতের দৃষ্টান্ত অন্তহীন।

পরিপূর্ণরূপে সুন্নত অনুশীলনের মাধ্যমে আল্লাহ পাক এবং মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তরফ থেকে প্রাপ্ত নিগূঢ় কামিয়াবীরই  প্রকৃত নাম ‘কারামত’

 আমাদের আলোচ্য সুক্ষ্ম “কারামত” উপলব্ধির জন্য সুন্নতের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। একই সঙ্গে ইল্মে তাছাউফ-এর অপরিহার্যতা উপলব্ধির জন্য উম্মুখ অন্তর, প্রেমময় অনুভব এবং গভীর অনুসন্ধিৎসা থাকা আবশ্যক। ইলমে ফিক্বাহ-এর ভূমিকা এ ক্ষেত্রে সহায়ক হলেও এর অবলম্বন অবধারিত নয়। তাছাউফ-এর সংশ্লেষ বিহীন ইল্ম, অর্জনের শুরু থেকেই অপাংক্তেয় এবং পরিণতিতে মারাত্মক ক্ষতিকর। অনাবিল অন্তরের মনোযোগ, ধ্যান, জ্ঞান এবং সামান্য তাওফিকও অপ্রয়োজনীয় অনেক ইল্ম থেকে উত্তম। ইল্ম কিছু তথ্য সংগ্রহের নাম নয়। তাছাউফ-এর সঙ্গে ইলমে ফিক্বাহ-এর অনিবার্য সংশ্লেষ না ঘটলে তা’ এমন মন্দ ইল্ম হয়ে দাঁড়ায়, যা’ আল্লাহ পাক এবং তাঁর প্রিয়তম হাবীব, মাশুকে মাওলা, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি অর্জনে আদৌ সহায়ক হয় না। তাছাউফ চর্চার অভাবে জগদ্বিখ্যাত ফিক্বাহবিদও ওলী আল্লাহগণের সুক্ষ্ম কারামত-সমৃদ্ধ অধিষ্ঠান অনুধাবনে অপারগ হয়ে থাকেন।

আমরা অনেকেই হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি-এর কথা জানি। তাঁর জীবনেও আমরা এমন ঘটনার অবতারণা লক্ষ্য করি। ঐ সময়ে দুনিয়ায় এমন পারদর্শী আলিম খুব কমই ছিলেন, যিনি ফিক্বাহ ও হাদীছ শাস্ত্রে তাঁর সমকক্ষতা দাবী করতে পারেন। চারশত বিশেষজ্ঞ আলিমের কাছে তিনি ইল্ম অধ্যায়ন করেছিলেন এবং চল্লিশ হাজার হাদীছ শরীফ আত্মস্থ করেছিলেন। জীবনের এক পর্যায়ে তাঁর মনে হলো, ইলমে তাছাউফে দীক্ষা লাভের জন্য একজন ওলীআল্লাহ-এর ছোহ্বতে যাওয়া আবশ্যক। তিনি মনে মনে ভাবলেন, কেবল ফিক্বাহ শাস্ত্রের অগাধ ইল্ম প্রজ্ঞার আবরণে এমন এক ধরনের মূর্খতা, যা’ আপাত ক্ষতিকর না হলেও পরিণতিতে উপাদেয় নয়। অন্তরের ব্যাকুল ইচ্ছা পূরণে তিনি একজন শায়খ-এর সন্ধানে ব্যাপৃত হলেন। অবশেষে তিনি ঐ যামানায় আল্লাহ পাক-এর লক্ষ্যস্থল, মাহবুব ওলীআল্লাহ সাইয়্যিদুত্ ত্বায়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি-এর সংবাদ পেয়ে আশ্বস্ত হলেন। একদিন সত্যি  তিনি হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি-এর মুবারক খানকা শরীফে গিয়ে উপস্থিত হলেন।  (চলবে)

একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৫

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে-একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৭

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৮

ওলীয়ে মাদারজাত, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্বরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে সিমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার স্মরণে-  একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-৭০