ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৭ -মুহম্মদ সাদী

সংখ্যা: ১৩৬তম সংখ্যা | বিভাগ:

সুন্নত অনুশীলনসহ ইসলাম ধর্ম  পালনে মানুষকে অভ্যস্ত করে  তোলায় নিরলস কোশেশ স্বতঃসিদ্ধ নিয়ম তো এই যে, ওলীআল্লাহগণের মুবারক সংস্পর্শে এসে তাঁদের লব্ধ নিয়ামতের পরিমিত হিস্যালাভে লক্ষ্যবিচ্যুত ও অজ্ঞ মানুষ আলোকিত হয়, প্রকৃত হিদায়েত লাভ করে আল্লাহ পাক-এর অনুগত বান্দায় পরিগণিত হয়। সূক্ষ্মদর্শী ওলীগণের অভিমত যে, “এক কোষাগার জান্নাতে, যাকে নিয়ামত বলা হয়। অন্য কোষাগার আরিফগণের অন্তরে, যাকে মুহব্বত বলা হয়। মহান আল্লাহ পাক-এর শপথ! জান্নাতের অগণিত নিয়ামত, মুহব্বতের কোষাগারের একটি মোতির সমতুল্যও নয়।” আল্লাহ পাক-এর যে সব মাহবুব বান্দাগণের অন্তরের কোষাগারের নূরে জগৎ-সংসার আলোকিত হয় এবং না পাবার বেদনা কাতরতায় উন্মুখ অন্তরে মানুষ আলোর পথে, অর্থাৎ খালিছ হিদায়েতের দিকে অবিরাম কদম বাড়ায়, ওলীয়ে মাদারজাদ, ফখরুল আউলিয়া, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি তাঁদেরই একজন।  একটি দেশের ভৌগলিক সীমানা, এমনকি সারা দুনিয়া দখলে আনার চেয়েও ব্যক্তি ও ব্যষ্টির মন ও মননে লালিত বিশ্বাস ও আদর্শ এবং আচরিত ধর্ম থেকে ফিরিয়ে তাদেরকে হিদায়েতের আলোয় নিয়ে আসা অত্যন্ত দুরূহ। দীর্ঘ সময়ের অভ্যস্ততা এবং অনুশীলনে মানুষের প্রবৃত্তি ও ধর্ম বিশ্বাসের ভিত্ ক্রমান্বয়ে পোক্ত হয়। ধর্ম পালনের প্রবৃত্তি, প্রক্রিয়া এবং এর বুনিয়াদ মানুষ তার পূর্ব পুরুষ থেকে গ্রহণ করে থাকে। বংশ পরস্পরা এবং রক্তের যোগসূত্রে মানুষ তার ঊর্ধ্বতন পুরুষের ঐতিহ্য, ধর্ম বিশ্বাস এবং ধর্ম পালনের রীতিকেই অমোঘ মনে করে, করতে বাধ্য হয়। আবার উপলব্ধির দৈন্যতায় অনেকে হিদায়েত লাভের জন্য বিপথগামী এবং বাতিল ওস্তাদ মুরুব্বীদেরকেই আদর্শ মনে করে থাকে এবং তাদের অনুসরণেই আমরণ লিপ্ত থাকে। তাদের বিষয়ে কালামুল্লাহ শরীফে এভাবে ইরশাদ হয়েছেঃ

 واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول قالوا حسبنا ما وجدنا عليه اباءنا اولو كان اباءهم لايعلمون شيئا ولا يهتدون.

 অর্থঃ- “আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ পাক যা’ নাযিল করেছেন তোমরা সে দিকে এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে আস (অনুসরণ কর), তখন তারা বলে আমরা আমাদের বাপ-দাদাকে (ওস্তাদ, মুরুব্বী,  পূর্বপুরুষ) যার উপর পেয়েছি, তা-ই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানেনা এবং হিদায়েতের উপর ছিলনা। অর্থাৎ গোমরাহ্ ছিলো।” (সূরা মায়িদা/১০৪) গোমরাহ্ মানুষকে হিদায়েতের আলোয় নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ। অন্তরে প্রচ্ছন্নভাবে সুকুমার বৃত্তির লালন না থাকলে হিদায়েতের নূর সেখানে প্রবেশ করেনা। এমন মানুষ হিদায়েতের আলোক বর্তিকা, অর্থাৎ কামিল মুর্শিদ খুঁজে পায়না। জীবন ব্যাপী গোমরাহীতে অভ্যস্ত থেকেই তাদের ইন্তিকাল হয় (নাঊযুবিল্লাহ)! এ মর্মে  আল্লাহ পাক বলেনঃ

 من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا.

 অর্থঃ- “আল্লাহ পাক যাকে হিদায়েত দান করেন, প্রকৃতপক্ষে সেই হিদায়েতপ্রাপ্ত হয় এবং যে গোমরাহীর উপর দৃঢ় থাকে, সে কোনই পথ প্রদর্শনকারী মুর্শিদ-এর ছোহবত পায়না।” (সূরা কাহফ্/১৭) (অসমাপ্ত)

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৬

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৮

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৮০

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৮২