ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২১৩ -মুহম্মদ সা’দী

সংখ্যা: ২৭৩তম সংখ্যা | বিভাগ:

পূর্ব প্রকাশিতের পর

মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আওলাদ আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা

আলাইহিস সালাম তিনি পরম ইতমিনান:

 

মূল যা বিষয় তা হলো, হযরত শায়েখ আব্দুল হক্ব মুহাদ্দিছে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন বাদ এশা’ পবিত্র মদীনা শরীফে পবিত্র রওযা মুবারকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক সাক্ষাতলাভ করেন। পক্ষান্তরে আফদ্বালুল আউলিয়া, ক্বইয়্যূমে আউওয়াল, শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দী হযরত মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র আরশে মুয়াল্লায় মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দায়িমী দীদারে মশগুল। সুবহানাল্লাহ! এটিই হলো সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ, সুমহান মুজাদ্দিদ উনাদের শ্রেণিবিভাজনভিত্তিক মর্যাদা ও মাক্বাম হাছিলের মুবারক স্তরবিন্যাস। সুবহানাল্লাহ!

উপরে নাতিদীর্ঘ আলোচনার প্রেক্ষিতে সহজেই অনুমেয় যে, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, মুসতাজাবুদ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ফখরুল আউলিয়া, লিসানুল হক্ব, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, গরীবে নেওয়াজ, ছাহিবে কাশফ ওয়াল কারামত, আখাছছুল খাছ আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি গউস শ্রেণির আখাছছুল খাছ ওলীআল্লাহ হওয়ার কারণে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত ইহকালীন ও পরকালীন সামগ্রিক ৭৩টি মাগফিরাতলাভে ধন্য হয়ে পবিত্র আরশে মুয়াল্লাহ’র অধিবাসী হয়ে খ¦ালিক্ব, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সার্বক্ষণিক দীদার মুবারকে মশগুল রয়েছেন। উনার মর্যাদা ও মাক্বাম জিন-ইনসানের চিন্তা ও ফিকিরের সীমাহীন উর্ধ্বে। সুবহানাল্লাহ!

সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ উনাদের তায়াল্লুক নিসবত, রিযামন্দি-সন্তুষ্টি, মুহব্বত-মা’রিফাত উনাদের ব্যাকপতা ও গভীরতা কতো যে সীমাহীন উচ্চতায়, তা কায়িনাতবাসীর সমঝ্ ও উপলব্ধির সীমাহীন উর্ধ্বে। একটি বিষয় স্বত:সিদ্ধ যে, বিগত সকল গউস, কুতুব, আবদাল, ওলীআল্লাহ, মুজাদ্দিদগণ (রহমতুল্লাহি আলাইহিম) উনারা সর্বযুগেই আকর্ষণজনিত বিশেষ কারণে পরবর্তী, অর্থাৎ বর্তমান সময়ের যিনি লক্ষ্যস্থল ওলীআল্লাহ মুজাদ্দিদ থাকেন, উনার সঙ্গে বিশেষ তায়াল্লুক নিসবত রক্ষা করে থাকেন এবং বিশেষভাবে মুবারক সাক্ষাৎ করে থাকেন। সুবাহনাল্লাহ!

এ প্রসঙ্গে মুবারক একখানা ঘটনা এখানে প্রণিধানযোগ্য। তা হলো: বিগত ১৪শ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, কুতুবুল আলম, শাহ ছূফী, আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল্লাহিল মা’রূফ মুহম্মদ আবু বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী আল হানাফী রহমাতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট খলীফা কুতুবুল ইরশাদ, হাফিজুল হাদীছ, মুবাহিছে দ্বীন ওয়াল মিল্লাত, হযরতুল আল্লামা রূহুল আমীন বশীরহাটি রহমতুল্লাহি আলাইহি তিনি একদা বর্তমান ১৫শত হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, ইমামুল উমাম, আওলাদুর রসূল, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সঙ্গে বিশেষ সাক্ষাৎলাভ করেন। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদুর রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলার্দু রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪০

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯০

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৮৬ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)