কচু একটি সুন্নতি সবজি

সংখ্যা: ২৮৪তম সংখ্যা | বিভাগ:

ভিটামিন এ সমৃদ্ধ কচুর উপকারিতা কে বা না জানে। কিন্তু কচু খাওয়াও যে মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত, তা জানা রয়েছে কী? মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত জর্ডানের একমাত্র উপকূলীয় শহর আকাবা থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কচু হাদিয়া করা হয়েছিলো এবং তিনি তা গ্রহণ করেছিলেন।

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,

وَقَالَ الدُّوْلَابـِيُّ: أَهَدٰى أَهْلُ أَيْلَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُلْقَاسَ فَأَكَلَهٗ وَأَعَجَبَهٗ، وَقَالَ: مَا هٰذَا؟ فَـقَالُوْا: شَحْمَةَ الْأَرْضِ فَـقَالَ: اِنَّ شَحْمَةَ الْأَرْضِ لَطَيِّبَةٌ

অর্থ: হযরত দূলাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আইলা (আকাবা) এর অধিবাসীরা মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কচু হাদিয়া হিসেবে পেশ করেন। মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা খেলেন এবং আশ্চর্য হলেন। অতঃপর তিনি বললেন, এটা কী? মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, মাটিতে উৎপন্ন (সবজি)। তিনি ইরশাদ মুবারক করলেন, নিশ্চয়ই মাটিতে উৎপন্ন (সবজি) অতি উত্তম। সুবহানাল্লাহ! (ইমতাউল আসমা, সুবুলুল হুদা ওয়ার রাশাদ)

অপর বর্ণনায় এসেছে-

سَعِيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: قَدِمَ عَلٰى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ أَيْلَةَ بِـجِزْيَةٍ وَهَدِيَّةٍ فِيْهَا الْقُلْقَاسُ فَـقَبِلَ صُلْحَهُمْ وَجِزْيَـتَـهُمْ وَهَدِيَّـتَـهُمْ وَأَكَلَ الْقُلْقَاسَ وَقَالَ: “مَا هٰذَا؟ ” قَالُوْا: “شَحْمَةُ الْأَرْضِ”، قَالَ: “إِنَّ شَحْمَةَ الْأَرْضِ لَطَيِّبَةٌ”

অর্থ: হযরত সায়ীদ ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উনার নিকট আইলা থেকে প্রতিনিধি দল জিযিয়া এবং হাদিয়া নিয়ে আগমন করলেন। এর মধ্যে কচু ছিলো। তাদের থেকে তাদের শান্তি চুক্তি, জিযিয়া এবং হাদিয়া গ্রহণ করা হলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কচু খেলেন। তিনি ইরশাদ মুবারক করলেন, এটা কী? উনারা বললেন, মাটির নিচে উৎপন্ন (সবজি)। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, নিশ্চয়ই মাটির নিচে উৎপন্ন (সবজি) অতি উত্তম। (আল আছারুল মারউয়িয়্যাতু ফিল আত্বয়ামাতিস সারিয়্যাহ)

মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করার নিয়তে অত্যন্ত সহজলভ্য সবজি কচু খেলে একটি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা হবে, মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করার ফযীলত হাসিল করা যাবে এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে একটি নিসবত মুবারক স্থাপন হবে। সুবাহানাল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার  মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

مَنْ اَحَبَّ سُنَّتِـىْ فَـقَدْ اَحَبَّنِـىْ وَمَنْ اَحَبَّنِـيْ كَانَ مَعِىَ فِـى الْـجَنَّةِ

অর্থ: যে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলো সে আমাকেই মুহব্বত করলো আর যে আমাকে মুহব্বত করলো সে আমার সাথেই সম্মানিত জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ!

-মুহম্মদ আবু ছাফওয়ান।

 

পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমাউল উম্মাহ শরীফ ও পবিত্র ছহীহ ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত, দিন, সময় ও মুহূর্তের আমলসমূহের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া ১৯তম পর্ব

সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার মহা পবিত্র ১২ই শরীফে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। এমতটিই সবেচেয়ে মাশহূর, ছহীহ ও দলীলভিত্তিক

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত পরিচিতি মুবারক

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদেরকে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে এবং হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে সম্মানিত লক্বব মুবারক দ্বারা সম্বোধন করার ব্যাপারে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাত ওয়াস সালাম উনার এক অনন্য বেমেছাল মহাসম্মানিত তাজদীদ মুবারক

হামিলু লিওয়ায়িল হামদ, আকরমুল আউওয়ালীন ওয়াল আখিরীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক সম্বলিত পবিত্র কালিমা শরীফ যা পবিত্র বিশুদ্ধ হাদীছ শরীফ দ্বারাই প্রমানিত