কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে- ‘মহাসম্মানিত ও মহাপবিত্র সীরাত মুবারক’ প্রতিযোগিতা- ১৪৪১ হিজরী পুরষ্কার: কমপক্ষে ১ কোটি টাকা

সংখ্যা: ২৭৬তম সংখ্যা | বিভাগ:

বিষয়সমূহ:

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক)।

* নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক)।

* মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা ১৩ জন। উনাদের প্রত্যেকের পৃথক পৃথক মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক)।

* নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিমুস সালাম (মহাসম্মানিত ও মহাপবিত্র আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ৪ জন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ৪ জন) উনাদের প্রত্যেকের পৃথক পৃথক মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক)।

প্রতিযোগিতার নিয়মাবলী ও শর্তসমূহ:

১. এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

২. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক ৬৪টি অধ্যায়ে বিভক্ত হবে। মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের পূর্ববতী ঘটনা মুবারকসমূহ বা আলোচনা মুবারক এবং পরবর্তী দুনিয়াবী দৃষ্টিতে ৬৩ বছর হায়াতে জিন্দেগী মুবারক ৬৩টি অধ্যায়। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হায়াতে জিন্দেগী মুবারক মাসভিত্তিক সাজাতে হবে, তারপর সাপ্তাহিক এবং পরে প্রতিদিনের বর্ণনা মুবারক সংযোজিত থাকবে। অর্থাৎ প্রথমতঃ বছরভিত্তিক, অতঃপর মাসভিত্তিক, তারপর সপ্তাহভিত্তিক, এরপর দিনভিত্তিক সাজিয়ে লিখতে হবে।

৩. আরবী, বাংলা, উর্দু, ফার্সী ও ইংরেজীসহ যে কোনো ভাষায় লিখিত ‘মহাসম্মানিত ও মহাপবিত্র জীবনী মুবারক’ গ্রহণযোগ্য।

৪. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নিসবাতে ‘আযীম শরীফ (নিকাহ মুবারক) দিবস মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় হিজরত মুবারক উনার দিবস মুবারক, সম্মানিত জিহাদ মুবারকসমূহ উনাদের সন, তারিখ, বার, সময় সঠিকভাবে লিখতে হবে। একাধিক মত থাকলে তাও উল্লেখ করতে হবে।

৫. লেখার ক্ষেত্রে সর্বোচ্চ আদব প্রদর্শন করতে হবে। যেমন- ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলাইহিস সালাম-আলাইহাস সালাম, রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু, রহমতুল্লাহি আলাইহি পরিপূর্ণভাবে লিখতে হবে। নাম মুবারকের ক্ষেত্রে লক্বব মুবারকসহ উল্লেখ্য করতে হবে। আদবের খিলাফ লেখা গ্রহণযোগ্য নয়।

৬. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক) (A-4) কাগজে (solaimanlipi) ফন্টে ১৪ সাইজে কমপক্ষে ১০,০০০ (দশ হাজার) পৃষ্ঠা হতে হবে। তার কম গ্রহণযোগ্য নয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সবার পৃথক পৃথক মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক) (A4) কাগজে (solaimanlipi) ফন্টে ১৪ সাইজে কমপক্ষে ১,০০০ (এক হাজার) পৃষ্ঠা করে হতে হবে। তার কম গ্রহণযোগ্য নয়।

আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিমুস সালাম এবং আলাইহিন্নাস সালাম উনাদের (মহাসম্মানিত ও মহাপবিত্র আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের এবং মহাসম্মানিত ও মহাপবিত্র বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের) সবার পৃথক পৃথক মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ ‘উমরী মুবারক (জীবনী মুবারক) (A4) কাগজে (Solaimanlipi) ফন্টে ১৪ সাইজে কমপক্ষে ৫০০ (পাঁচশত) পৃষ্ঠা করে হতে হবে।

৭. মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীস শরীফ উনাদের সম্মত হতে হবে। মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীস শরীফ উনাদের খিলাফ অথবা দলীল বহির্ভূত কোনো লেখা গ্রহণযোগ্য নয়।

৮. সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদাসম্মত হতে হবে। সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদার খিলাফ কোনো লেখা গ্রহণযোগ্য নয়।

৯. দলীল উপস্থাপনের ক্ষেত্রে কিতাবের পুরো নাম, প্রকাশকাল, প্রকাশনা, অধ্যায়ের নাম, খণ্ড এবং পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে।

১০. সফ্ট কপি এবং হার্ড কপি উভয় কপি জমা দিতে হবে।

১১. লেখা জমা দেয়ার শেষ তারিখ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ) ১৪৪২ হিজরী। পুরস্কার প্রদানের তারিখ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ) ১৪৪৩ হিজরী।

১২. পুরস্কারের বিবরণ- সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ লেখার লেখককে পুরষ্কৃত করা হবে। পুরষ্কারের পরিমাণ- কমপক্ষে এক কোটি টাকা।

লেখা জমা দেয়ার ঠিকানা :

গবেষণাকেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ,

৫/১ আউটার সার্কুলার রোড,

রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭।

ফোন: ০১৭১১৩৯৫২০১, ০১৭১২৬৪৮৪৫৩, ০১৭১১২৩৮৪৪৭

Web site : al-baiyinaat.net

E-mail : dailyalihsan@gmail.com, contact@al-baiyinaat.net,

 

ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০

বাতিল ফিরক্বা ওহাবীদের অখ্যাত মুখপত্র আল কাওসারের মিথ্যাচারিতার জবাব-১৩ হাদীছ জালিয়াতী, ইবারত কারচুপি ও কিতাব নকল করা ওহাবীদেরই জন্মগত বদ অভ্যাস

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-৫১

‘থার্টিফাস্ট নাইট, ভালেন্টাইন ডে আর পহেলা বৈশাখের’ নামে হুজ্জোতির জন্য ধর্মব্যবসায়ীদের কৌশলগত নিষ্ক্রীয়তা, স্বার্থবাদী মৌসুমী রাজনৈতিক তৎপরতা এবং সংস্কৃতি বিপননকারীদের দূরভিসন্ধিতা ও মধ্যবিত্তের  তত্ত্ব-তালাশহীন প্রবণতা তথা হুজুগে মাতা প্রবৃত্তিই দায়ী

অবশেষে জামাতীরা স্বীকার করিল যে, মুক্তি পাইতে চাহিলে মুরীদ হইতে হয়। আল্লাহ পাক-এর ওলী বা দরবেশ হইতে পারিলে মুক্তি পাওয়া যায়। কিন্তু জামাতীরা তাহা নয় বলিয়াই আখিরাত তো দূরের কথা দুনিয়াতেই তাহারা দুর্নীতির দায়ে গ্রেফতার। আর মইত্যা রাজাকারের ফতওয়া অনুযায়ী তো- তাহাকেই কতল করা ওয়াজিব।