ভাষান্তরঃ- আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুনিস মুর্শেদ
দক্ষিণ আফ্রিকার “মজলিসুল উলামা” সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, কোকাকোলা এবং এ ধরনের কিছু কোমল পানীয়সমূহতে (ংড়ভঃ ফৎরহশং) খুব সামান্য পরিমাণে হলেও এ্যালকোহল (Alcohol) মিশ্রিত রয়েছে। এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। এবং এ সকল পানীয় প্রস্তুতকারক কোম্পানীগুলো এ দাবী বা অভিযোগ অস্বীকার করে না এবং করতেও পারবে না। “মজলিসুল উলামা”-এর দাবীর স্বপক্ষে দলীল-প্রমাণ উপস্থাপন করেছে এবং তাদের প্রকাশিত রিপোর্টের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে দিয়েছে। মানুষের দ্বীন হিফাযতের জন্য তাদের প্রকাশিত রিপোর্টটি ‘বাংলায় অনুবাদ’ করে পাঠক সমাজে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।] (ধারাবাহিক) বুশ বোক এ্যালেন (এস,এ) প্রাঃ লিঃ একটি অলব্রাইট এবং উইলসন কোম্পানী ইসানডো ট্রান্সিভাল, পিও বক্স ৪০ ইসানডো, টেলিফোন ৩৬-১৪১১, কেবলস এ- টেলিগ্রাম তানপারিন ইসানডো টেলেক্স- ৮০৫১১ সংযুক্তি- ‘সি’ জনাব, এ.এস দেসাই মজলিসুল উলামা, দক্ষিণ আফ্রিকা পি.ও বক্স ৩৩৯৩, পোর্ট এলিজাবেথ, ৬০০০ জনাব, স্পারলিটা বিভারেজে (এক প্রকার কোমল পানীয়) এ্যালকোহলের উপস্থিতি সংক্রান্ত আপনার প্রেরীত ২২ এ মে এর চিঠির বক্তব্যের সত্যতা স্বীকার করে এ পত্র প্রেরীত হলো। আপনার জিজ্ঞাসার জবাবে আমরা নিম্নোক্ত তথ্যসমূহ উপস্থাপন করছি। ১. যে এ্যালকোহলটা ব্যবহার করা হয়, তার নাম ইথানল (ইথাইল এ্যালকোহল)। ২. ইথানল আখ থেকে উৎপাদন করা হয়। ৩. ইথানল হচ্ছে দ্রাবণশক্তি সম্পন্ন দ্রাবক যা নির্দিষ্ট কিছু ফ্লেভারিং এজেন্ট (স্বাদ, গন্থ উৎপাদনকারী নির্যাস) প্রস্তুত করতে ব্যবহার করা হয়, সে এসেন্সগুলো প্রয়োজনীয় স্বাদ, গন্ধ প্রদান করবার জন্য বিভারেজ সিরাপের সাথে মিশানো হয়। সে সুগন্ধী সিরাপ পরবর্তীতে কার্বনেটেড পানীয়ের সাথে মিশ্রিত করে অধিকতর পাতলা করা হয় চুড়ান্ত পানীয়টি উৎপাদন করবার জন। চুড়ান্ত পন্যটিতে ইথানল মিশানো হয়না। ৪. চুড়ান্ত পানীয়টিতে নিম্নোক্ত হারে ইথানল অবশিষ্ট থাকে। লেমনেড: ০,০৪% ভি/ভি, রাস্পেবেরীঃ ০,০৩৩% ভি/ভি, লেমন টুইস্ট: ০,০০৬% ভি/ভি, ক্রিম সোডাঃ ০,০৫% ভি/ভি, পাইন্যাপেল: ০,০৪% ভি/ভি অবশিষ্ট স্পারলিটা বিভারেজে ইথানল দেয়া হয়না। আপনার বিশ্বস্ত, বুশ বোক্ এ্যালেন (এস.এ) প্রাইভেট লিঃ এর পক্ষে পি.এন এলগিন, পরিচালক।
বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-১১