ভাষান্তরঃ- আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুনিস মুর্শেদ
[দক্ষিণ আফ্রিকার “মজলিসুল উলামা” সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, কোকাকোলা এবং এ ধরনের কিছু কোমল পানীয়সমূহতে (soft drink) খুব সামান্য পরিমাণে হলেও এ্যালকোহল (Alcohol) মিশ্রিত রয়েছে। এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। এবং এ সকল পানীয় প্রস্তুতকারক কোম্পানীগুলো এ দাবী বা অভিযোগ অস্বীকার করে না এবং করতেও পারবে না। “মজলিসুল উলামা”-এর দাবীর স্বপক্ষে দলীল-প্রমাণ উপস্থাপন করেছে এবং তাদের প্রকাশিত রিপোর্টের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে দিয়েছে। মানুষের দ্বীন হিফাযতের জন্য তাদের প্রকাশিত রিপোর্টটি ‘বাংলায় অনুবাদ’ করে পাঠক সমাজে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।] (ধারাবাহিক) “যে ঘন, গাঢ় ঘণীভূত দ্রবণ থেকে কোমল পানীয়সমূহ প্রস্তুত করা হয়, সে দ্রবণটিতে ২০% এ্যালকোহল থাকে। আর এ ধরণের এ্যালকোহলযুক্ত দ্রবণ দ্বারাই কোক এবং এ ধরনের পানীয়সমূহ প্রস্তুত করা হয়। চূড়ান্ত পণ্যে অর্থাৎ কোমল পানীয়টিতে অনেক পানীয়ের সাথে মিশ্রিত হওয়ার কারণে সামান্য পরিমাণ এ্যালকোহল অবশিষ্ট থাকে।” এ সম্বন্ধে যে অনুসন্ধান করা হয় তার ফলাফল সংযুক্তি বি.সি.ওডি শিরনামে প্রকাশ করা হলো। প্রথমে যে চিঠিটি সংযুক্ত করা হলো এতে কোকাকোলা রপ্তানী সংস্থা দি কোকাকোলা এক্সপোর্ট করপোরেশনের যৌথসংস্থার যোগাযোগ ব্যবস্থাপক নিজেই স্বীকার করেছে, তাদের কোকাকোলা কোম্পানীর পানীয়সমূহতে ইথানল (এক প্রকার এ্যালকোহল) ব্যবহার হয়ে থাকে। সংযুক্তি- ‘বি’ দি কোককোলা এক্সপোর্ট করপোরেশন ইনকরপোরেশন অব ইউ, এস, এ ইউরোপ এ- আফ্রিকা গ্রুপ জোহ্যান্সবার্গ। ২রা, আগস্ট ১৯৮৪ জনাব এ ইব্রাহীম পি.ও বক্স ৭৬ ওয়েরেনটন-৮৫৩০ জনাব, আপনার ১৯৮৪ সাল ২৫শে জুলাইয়ে প্রেরিত চিঠির প্রেক্ষিতে জানানো যাচ্ছে। প্রায় সকল কোমল পানীয়তেই নির্ধারিত পরিমাণে ইথানল ব্যবহৃত হয়। কারণ ইথানলকে অধিকাংশ ফ্লেভারেন্ট বা স্বাদ-গন্ধ প্রস্তুতকারকের দ্রবীভূত করার মাধমে হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ রুচীকর, সুগন্ধপূর্ণ করবার জন্য খাদ্যপানীয়তে যা মিশানো হয়, ইথানল তার দ্রাবক হিসাবে কাজ করে। যাই হোক না কেন, আমি আপনাকে জানাতে চাই যে, কোকাকোলা এবং কোকাকোলা কোম্পানীর অন্যান্য কোমল পানীয়সমূহ মিশর, ইরান, মরোক্ক, সুদান, পাকিস্তানেরমত দেশগুলোতে পান করা হয়। এ সকল দেশসমূহের একটিতেও কোমলপানীয় পান করা মুসলমানদের দ্বীনি বিশ্বাসের পরিপন্থী হিসাবে দেখা দেয়নি। আপনার যদি অতিরিক্ত আরো কোন তথ্য জানার থাকে তবে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আন্তরিকভাবে আপনার ডিভাইন ভ্রোস্টার করপোরেট কমিউনিকেশন ম্যানেজার (অসমাপ্ত)
বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-১১