(আমার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলুন, মহান আল্লাহ পাক উনার যদি কোন আওলাদ বা সন্তান থাকতেন, তাহলে আমি হতাম উনার প্রথম ইবাদতকারী।
যে ব্যক্তি আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, ক্বিয়ামতের দিন সে ব্যক্তির হাশর হবে ইহুদী হিসেবে।
প্রত্যেক মুসলমানের জন্য ফরয হচ্ছে- হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সর্বাধিক মুহব্বত করা, আর্থিক-শারীরিকসহ সার্বিকভাবে উনাদের গোলামীর আনজাম দেয়া এবং উনাদের প্রতি সর্বপ্রকার বিদ্বেষ ও বিরোধিতা হতে নিজেদেরকে রক্ষা করা।